![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনে যাদের আছে নানান দুঃখ কষ্ট ভয়
ভাবিস যারা জীবনটা কেন এত দুঃস্বপ্নময়?
আর কতদিন? কবে হবে এ জীবনের ক্ষয়!
শোন তোরা মনদিয়া মুসাভাইয়ে কি কয়।
শুনতে চাইলে তাড়াতাড়ি কাছে আইসা বয়
জয়-পরাজয় দিয়েই কি শুধু জীবন মাপা হয়?
বলতো শুনি, স্বপ্ন দেখলে এমন কী ক্ষয়?
স্বপ্ন পুরনের আকাঙ্ক্ষা, যদি বুকের মধ্যে রয়।
স্বপ্নের চুড়ায় উঠতে চাইলে, একটু কষ্টতো হয়!
স্বপ্ন দেখবি এমনভাবে, যেন বলে বলে ছয়।
তখনি হবে, প্রতি স্বপ্নে জীবনেরই জয়।
তবে বসে আছিস কেন? আর অপেক্ষা নয়।
জাগো উঠো, বল দেখে শুনে হাকাও চার-ছয়
বাউন্ডারি মেরে, তারপরেই হবে এজীবনের লয়।
২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৯
রাজজাকুর বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।
২| ২৪ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৪
দেবজ্যোতিকাজল বলেছেন: ছন্দ তোমার মন্দ নয়
গন্ধে ভরা জয়
হবে দেখো নিঃশ্চয়
২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০১
রাজজাকুর বলেছেন: অপেক্ষায়! কখন হবে বলে বলে ছয়।
শুভকামনা।
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮
আরণ্যক রাখাল বলেছেন: য় দিয়ে কবতে ভালই মিলাইছেন