নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নৃত্য-পাগল ছন্দ,আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনান্দ। আমার এই পথ চাওয়াতেই আনন্দ ....

রাজজাকুর

রাজজাকুর › বিস্তারিত পোস্টঃ

মেধার মুক্তি

০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৩

মুক্তিযোদ্ধারা ঘটিয়েছিল বাংলাদেশের মুক্তি
নাতী কোটার জন্য করেন নাইতো তাঁরা চুক্তি
আছে কি মুক্তিযোদ্ধা পিতার এমন কোন উক্তি?
মেধার অবমূল্যায়নে খাটবেনা কোন যুক্তি
এদেশে চালু আছে নানান রকম কোটা!
মুক্তিযোদ্ধার সন্তান হয়েও শুনতে হচ্ছে খোঁটা।

প্রিয় বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী সরকার
সরকারি চাকুরী প্রাপ্তির বয়স বাড়ানো দরকার।

প্রতিবছর গোল্ডেন নিয়ে অনেকে করছেন পাশ
সীমিত আসনে ভর্তির সুযোগ হারিয়ে হচ্ছে সর্বনাশ!
পরীক্ষার্থীরা স্বপ্ন নিয়ে পড়ছেন বার মাস
পরীক্ষার আগে প্রতিনিয়ত হচ্ছে প্রশ্নপত্র ফাঁস!
মেধাবীরা কেমনে নিবেন এমনতর ফাঁটাবাস?

প্রিয় বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী সরকার
উচ্চ শিক্ষা লাভের সুযোগ বাড়ানো দরকার।

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩২

মাকড়সাঁ বলেছেন: সম্পূর্ণই একমত ।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪০

রাজজাকুর বলেছেন: ধন্যবাদ। শুভকামনা।

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৫

চাঁদগাজী বলেছেন:

গদ্যে লেখেন, এগুলো পদ্যের বিষয় নয়।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৯

রাজজাকুর বলেছেন: গদ্যের বক্তব্য দীর্ঘ হয়। কেউ পড়ে না, মনেহয়! তাই ছন্দের প্রতিটি শব্দ আঁচড়ে পরুক প্রতিবাদ ও দাবীর ভাষা হয়ে।

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪০

হাসান নাঈম বলেছেন: প্রিয় বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী সরকার
উচ্চ শিক্ষা লাভের সুযোগ বাড়ানো দরকার।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৫

রাজজাকুর বলেছেন: প্রিয় বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী সরকার,
সরকারি চাকুরী প্রাপ্তির বয়স বাড়ানো দরকার

৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৯

কল্লোল পথিক বলেছেন: বাহ! বাহ! দারুন ছড়া

০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৩

রাজজাকুর বলেছেন: কড়া কথার চড়া ছড়া!

৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৮

দেবজ্যোতিকাজল বলেছেন: আমি একমত কিন্তু প্রবন্ধাকারে লেখ:):D:D

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২২

রাজজাকুর বলেছেন: খোলা চিঠি
মাননীয় প্রধানমন্ত্রী,

আমি মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান, আমি সম্মান পাওয়ার দাবিরাখি কিন্তু সামান্য একটা কোটার জন্য মানুষেরা মৃত্যু পর্যন্ত সম্মান তো দূরের কথা, কোটার জন্য খোঁটা দেবেন, তা কি করে হয়? মানুষই তো মানুষকে সম্মান করে, কোটা করতে পারে না! আর সেই সম্মান আসে মানুষের ভেতর থেকে, ঠিক অন্তর থেকে। কিন্তু সামান্য একটা কোটা পাবার জন্য লোকে নানান কায়দায় মুক্তিযোদ্ধার উত্তরসূরিদের খোঁটা দিয়ে অসম্মান করবে তা মেনে নেব কেন? আমার আশেপাশের মানুষগুলোর ভেতর থেকে আসা সম্মান পাবার পথ কেন কোটাদিয়ে বন্ধ করে দিচ্ছেন? কেন?

আমি আমার সম্মান চাই। লোকে আমাকে সম্মানের দৃষ্টিতে দেখবে, সেলুট করবে, আমি এটাই চাই। কোটা নামের গরু দিতে গিয়ে যে হারে মুক্তিযোদ্ধার উত্তরসূরিদের জুতা(খোঁটা) মারা হচ্ছে সত্যিই নিতে পারছি না। যদি দিবেন তবে আমার ট্যাক্স শতভাগ ট্যাক্স ফ্রী করে দেন, মোটা অংকের সম্মানি ভতা দেন, প্রতিবছর আয়োজন করে আমার বাপ দাদার ভূয়সী প্রশংসা করেন। কিন্তু সেসব না করে সামান্য একটা কোটা বা একপ্রকার অদৃশ্য জুতার মালা পরিয়ে অসম্মানিত করছেন কেন? এই কোটা না দিলেই লোকে আমাকে সম্মান করত, কিন্তু এখন হাসে! কি আশ্চার্য আমি আমার সম্মান পাচ্ছি না! কোটা পাইছি তাই....??!!!

অনগ্রসর জাতির দরকার সুযোগ সুবিধার। সেটা দেয়া হোক। ক্ষুদা লেগেছে ভাত দেন, তা না দিয়ে কোটা নামের ময়লাপানি দিয়ে ভিজিয়ে দিচ্ছেন! কেন?

প্রতিবন্ধীদের বাঁচতে কোটা লাগে না। তাও আবার মাত্র ১% কোটা কোটা দিয়ে তাঁদের ছোট করবার দরকার কি? কোটার খোঁটা বড়ই লজ্জাজনক। এদেশে কোন কোটা না থাকুক। কেউ কাউকে কোনভাবেই খোঁটা না দিক। ভালবাসুক সম্মান দিক। মুক্তিযোদ্ধার নাতি হয়ে মাত্র এইটুকু চাই।

-নাম প্রকাশে অনিচ্ছুক।

৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৭

raselabe বলেছেন: কোঠা আর প্রশ্ন ফাস বন্ধ করা অতি দরকার।

৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৩

দেবজ্যোতিকাজল বলেছেন: কোঠা দেওয়ার একটা যুক্তি আছে । তাতে পানেওয়ালাদের নায্য পাওনাটা পাইয়ে দেওয়া । ভারতেও প্রতিবন্ধীদের চাকরীর কোঠা আছে । এমন কি গাড়িতে চড়লে তাদের কোন ভাড়া লাগে না । এখন যদি চাকরী ক্ষেত্রে হ্যাণ্ডিক্যাপদের কোঠা না থাকত তারা কিন্তু নেতাদের অসৎ জালে ফেঁসে যেত ও হ্যাণ্ডিক্যাপরা এখন যে হারে চাকরি পাচ্ছে তা কিন্তু পেতনা । ভারতে আদিবাসী কোঠা আছে চাকরীর ক্ষেত্রে । আজ এই কোঠার জন্য আদীবাসিদের মধ্যে হুহু করে শিক্ষার হার বাড়চ্ছে ।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৪০

রাজজাকুর বলেছেন: নাতী কোটা থাকার কোন যৌক্তিকতা নাই। কারো ভাল করতে গিয়ে দেশের খারাপ করা অযৌক্তিক।

যোগ্য মানুষ ভাত পায় না বাংলাদেশে রে
ভুলমানুষটা চাকুরী পাইল কোটা দিয়া রে
মায়ের তখন জন্ম হয় নাই, মুক্তিযোদ্ধা নানা
বাংলাদেশে কী আসে যায়, হইযদি আমি কানা
ও কোটার বাংলা দেশ কোটার বাংলাদেশ
মুক্তিযোদ্ধা কোটা আছে চাকুরী নেব ফাও!
মামা আছে খালু আছে মন্ত্রীর ভাই আছে,
আমার বাপের টাকা আছে ঘুষ কত চাও?
মেধা ছাড়া সব আছে চাকুরী দিয়ে যাও!
ও কোটার বাংলা দেশ কোটার বাংলাদেশ
দুই খান পাও নাই তাতে কি হইছে?
পুলিশের চাকুরি ও কোটা দিয়া পাইছে।
কোটা দিয়া সরকার মেধাবীরে মারছে
চাকুরীর খোঁজে মাধাবীরা হেঁটে হেঁটে কাঁদছে।
ও কোটার বাংলা দেশ কোটার বাংলাদেশ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.