![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুনবে কে আর তাদের দুঃখ গাথা
শীতে যাদের নাই কোন কম্বল কাঁথা।
উত্তরাঞ্চল প্রচন্ড শীতে কনকন
দাঁতে দাঁত চেপে ওরা কাঁপে ঠনঠন।
শুনছিনা তবু একটু পাতিয়া কান!
না জানি ক'জনের ছুটিয়া গেল প্রাণ!
যদি পাঠানো যেত উষ্ণ কম্বল ত্রাণ
হয়তো বেঁচে যেত বৃদ্ধ-বৃদ্ধার প্রাণ।
সবাই জাগুন উঠুন হাত লাগান
এই শীতে দু'একটা জীবন বাঁচান।
আছে যারা সত্যিকারের হৃদয়বান
শীতার্তের জন্য অনুভব করে টান
অসহায়দের সাহায্য করতে চান
"প্রত্যয়ের" কাছে পাঠাতে পারেন দান।
#"প্রত্যয়"একটি সম্পূর্ণ অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন। এটি লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের দ্বাড়া পরিচালিত। বরাবরের মত এবারেও আমরা শীতার্তদের মাঝে উষ্ণতা বিলানোর উদ্যোগ নিয়েছি। ইচ্ছে করলেই আপনিও আমাদের সাথে যুক্ত হতে পারেন। পাঠিয়ে দিতে পারেন আপনার আর্থিক সহায়তা এই বিকাশ নাম্বারে 01722667344 আগামী ১২/১২/২০১৪ এর মধ্যে। যাবতীয় তথ্যের জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন 01722667344 (তুষার)।
গতবারের শীতবস্ত্র বিতরণের কিছু ছবি.....
১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৯
রাজজাকুর বলেছেন: ভালো থাকবেন, সবসময়।
২| ১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৯
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল কাজ লাল সেলাম রইল
:$
১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪০
রাজজাকুর বলেছেন: লাল সালাম।
৩| ১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১০
মাকড়সাঁ বলেছেন: Ok try best
©somewhere in net ltd.
১|
১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৩
রক্তিম দিগন্ত বলেছেন: চমৎকার সনেট। উদ্যোগটাও ভালো। সাহায্য করার চেষ্টায় থাকব।
শুভকামনা উদ্যোগটির জন্য।