![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীকে থাকতে দিলনা শিথিল
সিরিয়ায় চলছে গণহত্যার মিছিল।
পশ্চিমাদের তেলের এমনতর লোভ!
মানুষের হৃদয়ে জমা করেছে ক্ষোভ।
সিরিয়া কত থাকবে অপেক্ষারত
মানবতা কতভাবে হবে ক্ষত বিক্ষত?
আই এস, তালেবান হয়েছে আজ বৈরী
কাদের পৃষ্ঠপোষকতায় এ সন্ত্রাস তৈরী?
আই এসের অস্ত্রের কে মহাগুরু?
তাদের বিচার কি হবে না শুরু?
দেশেবিদেশে আমজনতা কত দেবে রক্ত?
এমন বোমাবাজি মেনে নেয়া ভীষণ শক্ত।
সবার মনে আজ যেন শঙ্কা
ঐ বুঝি বেজে উঠল রণ ডঙ্কা।
বোমার ভয়ে চারিদিক শ্বাসরুদ্ধ
কবে থামবে এ তথাকথিত যুদ্ধ।
©somewhere in net ltd.
১|
১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫২
মাকড়সাঁ বলেছেন: কবে থামবে এ তথাকথিত যুদ্ধ???????