![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দাঁতে দাঁত চেপে ছিলাম, বুকের গভীর থেকে হঠাৎ করেই দীর্ঘশ্বাস বেরিয়ে এলো! আর এই সুযোগে দুই কপাটি কিট কিট করে বাজতে শুরু করেছে, থামছেই না! বুঝলাম শুধু আমিই না, শীতে কাঁপছে উত্তরাঞ্চল। হৃদয়ের উষ্ণতায় থামছেনা শীতের প্রকোপ, প্রয়োজন উষ্ণ কম্বলের।
এবারে জলবায়ুর পরিবর্তন আর শীতের শুরুটা দেখে মনেহয় উত্তরাঞ্চলের হালুয়া টাইট করেই ছাড়বে! তাই আহ্বান, আয় ছুটে আয় রে ধুমকেতু, আঁধারে বাঁধ অগ্নিসেতু, দুর্দিনের এই দুর্গশিরে, উড়িয়ে দে তোর বিজয় কেতন।
হ্যাঁ। উষ্ণতার কেতন উড়িয়ে দেবই দেব। জানিনা সেটা ৫০টি কম্বলের, নাকি ৫০০ টি কম্বলের, নাকি সেই পতাকাতলে আরো বেশি শীর্তাতের ঠাঁই হবে...। তবে এতটুকু নিশ্চিত যে, উষ্ণতার পতাকা উড়বেই। "প্রত্যয়ে"র টার্গেট লালমনিরহাট এবং "আমরা ক'জনে"র টার্গেট কুড়িগ্রাম।
সেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় কিংবা আমরা ক'জনের সামর্থ্য হিমালয়ের হিমেল হাওয়ার তুলনায় নস্যি। প্রয়োজন সবার সহযোগিতা। আপনার আর্থিক সহযোগিতা বিকাশ করতে ও বিস্তারিত তথ্যের জন্য ০১৭২২৬৬৭৩৪৪ নাম্বারে। প্রত্যয় আপনার অপেক্ষায় থাকবে ১৩/১২/১৫ পর্যন্ত।
©somewhere in net ltd.