নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নৃত্য-পাগল ছন্দ,আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনান্দ। আমার এই পথ চাওয়াতেই আনন্দ ....

রাজজাকুর

রাজজাকুর › বিস্তারিত পোস্টঃ

\'আমরা ক\'জন\' নামের স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠনটি নিরন্তর কাজ করে যাচ্ছে।

২৭ শে জুন, ২০১৬ রাত ৮:০৩

ভ্রাতৃত্ব, ভালোবাসা, সেবা, উদারতা, কৃতজ্ঞতা, সংযম-সহিষ্ণুতা, সহমর্মিতা এসব উৎকৃষ্ট মানবিক গুন অর্জন করে নিজেদের মধ্যে উন্নততর মানবিক সম্পর্ক ও সুসমৃদ্ধ সমাজ গড়ে তুলতে চায় “আমরা ক’জন” নামের প্রত্যন্ত কুড়িগ্রাম অঞ্চলের এই স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠনটি। হিংসা, বিদ্বেষ, পঙ্কিলতার পথ থেকে মানুষকে উদ্ধার করে পাশবিকতাকে জয় করে প্রকৃত মানুষ হয়ে সম্পৃতির বন্ধনে পরস্পরকে বেঁধে রাখতে দৃঢ় প্রত্যয়ের সাথে কয়েক বছর ধরে কাজ করে যাচ্ছে সংগঠনটি। শুধু কথার ফুলঝুড়ি নয় বড়ং কাজ দিয়ে পরিচয় করিয়ে দিতে চাই...

★আমরা ক’জন গত ঈদুল ফিতরে (২০১৩, ২০১৪, ২০১৫) গরীব অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রি যেমন সেমাই, চিনি, দুধ ইত্যাদি বিতরণ করেছে।
★গত ঈদুল আযাহায় (২০১৩, ২০১৪, ২০১৫) গরীব অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রি যেমন পিয়াজ, সয়াবিন তেল, গরম মসলা ইত্যাদি বিতরণ করেছে।
★গত ২০১৪ ও ২০১৫ তে শীতার্ত মানুষের মাঝে নতুন কম্বল বিতরণ করেছে।
★থাকার জন্য একটি ঘর তুলে দেয়া হয়েছে।
★এছাড়াও পরিধানের জন্য কয়েকটি ঈদের পোশাক দেয়া হয়েছে।

Imagine big things but always start very small. As small as you can get. Your first tiny step will make this all happened. So limit yourself into tiny little thing of change and make that happen. It’s easy it’s not deficult. নোবেল বিজয়ী ডঃ মোহাম্মদ ইউনুসের কথাগুলো মিলে যায় এই সংগঠনটির বেলায়। ওরা শুরু করেছে খুব ক্ষুদ্র পরিব্যপ্তিতে যতটুকুন তারা কুলিয়ে উঠতে পারে। বিশ্বায়নের এই যুগে আমরা ক’জন চাচ্ছে নিজেদের প্রেজেন্ট করতে, আপনাকে নিজেদের সাথে নিয়ে পথ চলতে। আপনিও পারেন এই আমরা ক’জনের একজন হতে। তাদের আর্থিক মানুষিক সহযোগিতা করতে এবং উৎসাহ প্রদান করতে।

ঈদের আনন্দ সবার ঘরে ছড়িয়ে দেবার উদ্যোগ নিয়েছে আমরা ক’জন টিম। গরীব অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রি যেমন সেমাই, চিনি, দুধ, মসলা ইত্যাদি বিতরণ করা হবে। বিস্তারিত জানতে এবং আপনার আর্থিক সহযোগিতা পাঠাতে পারেন 01717818894 (বিকাশ) অথবা 017178188947 (ডাচ বাংলা)।

রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন:
اتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ
“খেজুরের একটি অংশ দান করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা কর।” (বুখারী ও মুসলিম)

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৬ রাত ৮:২৪

ঘটক কাজী সাহেব বলেছেন: দান বা সাহায্য এমন ভাবে করা দরকার যেন, ডান হাতের খবর বাম হাত না জানতে পারে।

তবে জন সচেতনাতার জন্য এই লাইনটি যথেষ্ট _

“খেজুরের একটি অংশ দান করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা কর।” (বুখারী ও মুসলিম)

ভালো থাকুন কবি সব সময়।

২| ২৭ শে জুন, ২০১৬ রাত ৮:৫৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালো উদ্যোগ।

৩| ৩০ শে জুন, ২০১৬ রাত ১:৩০

সুবল চন্দ্র বর্মন বলেছেন: বেশ ভাল চিন্তাচেতনার বিষয়। সাধুবাদ জানাই এ স্বেচ্ছাসেবী সংস্থাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.