![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিদ্যুতের আলোয় জ্বলবে সুন্দরবন
বাঁচার জন্য প্রাণীকুল ছুটবে প্রাণপণ।
কয়লার ময়লায় দুষিত হবে পানি
না জানি ঘটবে কত প্রাণহানি!
ভারত কোথাকার কোন বাল?
যার স্বার্থরক্ষায় করতেই হবে রামপাল!
সুন্দরবনে যেটা হয়ে দাঁড়াবে 'কাল'।
বন ধ্বংস করে উন্নয়ন
চায় না বাংলার জনগণ।
তবুও ধ্বংস করা হবে সুন্দরবন।
রাষ্টের এ কেমনতর আচরণ?
জনমানুষের হারিয়ে যায় নাই বুদ্ধি বিবেকবোধ
সাহস কত? ওরা করেছে নাটকের কন্ঠরোধ!
বাহুতে পেশিতে চোয়ালে জেগে উঠেছে ক্রোধ।
দড়ি ধরে মার টান! হয় হোক খান খান।
যে করেই হোক, বাঁচাতেই হবে সুন্দরবন।
২৬ শে জুলাই, ২০১৬ রাত ২:২৩
রাজজাকুর বলেছেন: ধন্যবাদ।
পরের পর্বে দাদাবাবুর বিষয়ে বলবার চেষ্টা করেছি।
শুভকামনা সবসময়।
২| ২৫ শে জুলাই, ২০১৬ রাত ১:২৯
শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর বনের জন্য সুন্দর কিছু হোক
২৬ শে জুলাই, ২০১৬ রাত ২:২৬
রাজজাকুর বলেছেন: সুন্দরবন যেমন আছে সেমন থাকুক। কারন সুন্দরকিছু করতে গেলে সৌন্দর্য হারিয়ে যেতে পারে।
শুভকামনা।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৪৬
হাঁফীজ আনোয়ার হোসাইন বলেছেন: বেশ কয়েকবার পড়লাম কবিতাটা,খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন বিষয়টা।দেশটাই যখন দাদাদের কথায় চলে সুন্দরবন আর কি!!