![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধর্মের নামে করছ তুমি জঙ্গিবাদের বিস্তার
জেনেরেখ কশ্চিনকালেও পাবেনা তুমি নিস্তার।
অন্ধ তুমি পার নাই রাস্তাটা ঠিক চিনতে
হত্যাকরে চাইছ তুমি বেহেস্তটা কিনতে!
অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকরাই তোমার লক্ষ্য
জেনেরেখ সয়ং ধর্মই তোমার প্রধান প্রতিপক্ষ।
তুমি বর্বর তুমি নরপিশাচ মানুষ মারা তোমার কৃষ্টি
দয়ামায়াহীন উল্মাদ উত্তেজিত হিংস্র পশুর দৃষ্টি।
একোন জুলুমের নীতি করেছ রোপন সত্তায়?
উপুর্যুপুরি আঘাত হানছ বিশ্বের নিরাপত্তায়!
বুকে হাত রেখে দেখ যুবক, তুমি ভীষণ ভীত
তুমি ও তোমার বিশ্বাসের পতন সুনিশ্চিত।
পারবেনা করতে ইসলামকে কারো চোখে খাটো
যতই তুমি মানুষ মার আর জঙ্গি হয়ে হাঁটো।
জীবন দিয়ে ধর্মের গায়ে এঁকে দিচ্ছ অপবাদ
পারবেনা টিকতে তুমি ও তোমার জঙ্গিবাদ।
জাননা তুমি, বুঝনা তুমি, ভূরাজনৈতিক দুরভিসন্ধি
নির্বোধ তুমি, করছ নিজেরা নিজেদেরই বন্দি
তোমার নামে রচিত হচ্ছে সবথেকে ঘৃণ্য ইতিহাস
মানবজাতির কলঙ্ক তুমি, তুমি সবার দীর্ঘশ্বাস।
হে যুবক জেগে উঠো তুমি, কেটে যাক ঘোর
ফিরে এসো তুমি, অন্ধকার হয়ে যাবে ভোর।
- রাজ্জাকুর রহমান মুসা।
২৯ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:১২
রাজজাকুর বলেছেন: ধন্যবাদ।
শুভকামনা।
©somewhere in net ltd.
১|
২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১১:২১
রূপক বিধৌত সাধু বলেছেন: লেখা সুন্দর হয়েছে ।