![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যারা সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে কাজ করতে চায় তাদের কারোর হয়তো আন্তরিকতা আছে কিন্তু অর্থ নেই। কারোবা অর্থ আছে কিন্তু সময় নেই। কারো হয়তো অর্থ আছে সময়ও আছে কিন্তু কিভাবে বা কোথাথেকে কাজটা শুরু করবেন বুঝতে পারছেন না। কেউ হয়তো শুধু অর্থের যোগান দিতে চাইছেন, কেউবা কায়িকশ্রম বিনিময় করে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কিছু করতে চাইছেন। আবার কেউ হয়তো দেখতে চাইছেন কিংবা জানতে চান খোঁজ খবর রাখতে চাইছেন কোথায় কি হচ্ছে। যদি কোনভাবে কারো অর্থ, কারো সময়, কারো শ্রম, কারো আন্তরিকতা, কারো পরামর্শ এই সবগুলোকে একটা যায়গায় করা যায় তাহলে কিন্তু পাহাড়সমান হয়ে যাবে। আর সেগুলোর যদি সুষমবন্টন করা যায় তাহলে হয়তো সুবিধাবঞ্চিত পথশিশুদের আর খুব বেশিদিন সুবিধাবঞ্চিত থাকতে হবে না। এর জন্য দরকার একটা শক্ত ব্যনার যেখানথেকে এই কাজটা সহজে করা যায়। আজ সেরকম একটা ফাউন্ডেশনের সাথে পরিচয় করিয়ে দেব। যদিও #বিদ্যানন্দের নাম সবাই জানে, fb.com/Bidyanondo/videos/98925452444038/(সরকারী রেজিস্ট্রেশন নাম্বার S-12258/2015)। ‘বিদ্যানন্দ’ একটি শিক্ষা সহায়ক স্বেচ্ছাসেবী সংগঠন যারা দারুণ দারুণসব কাজ করছে একের পর এক। যেমন, ‘এক টাকায় আহার’। পথশিশুদের একবেলা রান্না করে খাওয়াচ্ছেন বিনিময়ে মাত্র এক টাকা নিচ্ছেন। এক টাকা কেন নেন? যাতে কোন শিশুরই ব্যপারটা ভিক্ষা মনে না হয়। বিদ্যানন্দ ভিক্ষা দেয় না বড়ং পথশিশুদের একটাকায় একটা বিরানি খাওয়ায়। এমন নানান উদ্যোগে নানান কাজ তারা করছে। ঢাকা, চট্টগ্রাম, রাজবাড়ী, কক্সবাজার, নারায়ানগঞ্জে নিয়মিত কাজ করার পাশাপাশি রাজশাহীতে কাজ করা শুরু করেছেন। আপনিও বিদ্যানন্দের সাথে যুক্ত হতে পারেন, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারেন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য।
#বিদ্যানন্দের জন্য রইল নিরন্তর শুভকামনা।
(ছবিঃ রাজশাহীর রেলওয়ে ষ্টেশনে খাবার বিতরনের কিছু মুহুর্ত ...)
১৪ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৫২
রাজজাকুর বলেছেন: ঢাকা শাখা- বাড়ি নং- ১৩ (দ্বিতীয় তলা), রোড নং-২/বি, পল্লবী আবাসিক এলাকা, মিরপুর, 01878116232, 01969194411
চট্টগ্রাম শাখা- বাড়ী নংঃ ২৪৫, ২নং গেইট ষোলশহর, 01878116235, 01627954171
নারায়ানগঞ্জ শাখা- বটতলা কালি মন্দির, সাব্দি বাজার, বন্দর, 01766685686
কক্সবাজার শাখা- গ্রামঃ বৈদ্য পাড়া, ইউনিয়নঃ ঈদগড়, রামু, কক্সবাজার, 01779826583, 01816130873
রাজবাড়ী শাখা - খালিয়া মধুপুর প্রাথমিক বিদ্যালয়, মধুপুর, নারুয়া, বালিয়াকান্দি, 01678665110
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪০
আহলান বলেছেন: মূল অফিস কোথায়?