![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফুটপাতে কত শিশু থাকে অনাহারে
তাদের খবর কজনেই বা রাখে?
এমনি বঞ্চিত দুইশিশুর গল্প বলি শোন
দুনিয়াতে যাদের অভিভাবক নাই কোন!
উলু আর বুলু থাকে ফুট-পাতে
কাঁথা কম্বল বালিশ কিছু নাই সাথে।
বুলু বলে উলুরে খুব খারাপ দশারে
চারপাশে দ্যাখ কোটিকোটি মশারে?
উলু বলে বুলুরে ভাত খেতে চাইরে
বুলু বলে ভাইরে টাকা পয়সা নাইরে!
উলু বলে কিভাবে মেটাব ক্ষিদার জ্বালা?
বুলু বলে আপাতত পেটে দিয়ে রাখ তালা!
জেদকরে উলু বলে খেতেই হবে রুটিটা
বুলু বলে, ওরে পাগলা জানিস দামটা?
উলু বলে আসলে খাবার বড্ড তিতারে
বুলু বলে সত্যিকথা বলেছিস মিতারে।
হারিয়ে গেছে মায়াভরা দুইটি মুখের হাসি
দিনরাত খুঁজে ফিরে একটু পচাবাসি।
পথেঘাটে পড়ে থাকা এটাসেটা কুড়ায়
ময়লা আবর্জনা ঘেটে সারা দিনটি ফুরায়।
বুলু বলে উলুরে এভাবে যায় নাকি থাকা?
ভেতরে কেমন যেন লাগে ফাঁকা ফাঁকা!
বুলুর এইসব কথা উলু ঠিক নাহি বোঝে
সমস্ত চিন্তা-চেতনা শুধু তার ভোজে!
এমনি কতকথা কতব্যাথা ক্ষণেক্ষণে আসে
প্রায়শ তাদের মনে বিরানির স্মৃতি ভাসে!
দোকানে দোকানে চাইতে গিয়ে হয় অপমান
ছোট্ট শিশুর কোমল হৃদয় ভেঙ্গে খান খান!
উলু আর বুলু প্রত্যহ ছটফট করে ক্ষুদায়
আর বিত্তশালীদের নিশ্চুপে একটা কথা শুধায়?
তোমাদের চাই চাই, আরো চাই; আরো...
জান কী বঞ্চিতের বেদনার রং কত হয় গাঢ়?!
ওরা প্রতিনিয়ত ছিঁড়ে ফেলে স্বপ্ন খাতার পাতা
যার আষ্টেপৃষ্ঠে ছিল শতসহস্র রঙিন স্বপ্ন আঁকা
এমনি মনের মধ্যে জমেতে থাকে কষ্টের পাহাড়
হঠাৎ #বিদ্যানন্দ নিয়ে আসে '১ টাকায় আহার'।
সেইদিন রাজপথে টিপটাপ বৃষ্টি
বিদ্যানন্দের ব্যনারে আটকে গেল দৃষ্টি
বুলু বলে, 'বিরানি খাবি; মাত্র একটি টাকায়'?
উলু শুনে বোকারমত এদিক সেদিক তাঁকায়!
'বিদ্যানন্দ' কাউকেই দেয় নাতো ভিক্ষা
দেয়, ১ টাকা হলেও কিনে খাবার শিক্ষা।
দুনিয়ায় কেউই যাতে নাহয় পরমুখাপেক্ষা
পায় যেন সত্যিকারের মানুষ হবার দিক্ষা।
পথশিশুরা আজ পেয়েছে গরমগরম খাবার
মজাকরে এক নিমিষেই চেটেপুটে কাবার
উলু বলে বুলুরে খাবারে নাই কোন তিতারে?
বুলু হেসে বলে আসলেই বিরানি খুব মিঠারে।
উলু আর বুলুর এই জীবনের চাকা
এভাবেই দুঃখসুখে চলে আঁকাবাঁকা
উলু আর বুলু থাকে পাশাপাশি
মাঝেমাঝে বলে ভালই তো আছি...!
৩০ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৮
রাজজাকুর বলেছেন: বাংলাদেশ ও দরিদ্র বিশ্বের সব সরকারের দায়িত্ব এসব শিশুদের দায়িত্ব নেয়া।
©somewhere in net ltd.
১|
২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৮
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশ ও দরিদ্র বিশ্বের সব সরকারের দায়িত্ব এসব শিশুদের দায়িত্ব নেয়া; জেনারেল জিয়ার ২ ছেলের দায়িত্ব নিয়েছিলেন জেনারেল এরশাদ; কিন্তু আরো দেড় কোটী বাচ্ছার দায়িত্ব জেনারেল এরশাদ নেয়নি, জাতি কিছু বলেনি, জাতির বুঝার ক্ষমতা নেই।