নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নৃত্য-পাগল ছন্দ,আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনান্দ। আমার এই পথ চাওয়াতেই আনন্দ ....

রাজজাকুর

রাজজাকুর › বিস্তারিত পোস্টঃ

শীতের কুয়াশা

১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:৩০

উত্তরবঙ্গ ডুবে গেছে শীতের কুয়াশায়
ভাদু মিয়া বেঁচে আছে আশায় আশায়।
দিনের বেলায় যায়না দেখা মাত্র দশ হাত
কম্বল ছাড়া কাটে নাতো শীতের দীর্ঘ রাত!

বন্ধু তুমি লেপের তলায় ঘুমিয়ে আছ বেশ!
দেখ শীতে কাঁপছে তোমার সোনার বাংলাদেশ?
গরম খাবার, গরম কাপড় আছো মহাসুখে
জান বন্ধু, শীতের কষ্টে মরছে মানুষ ধুঁকেধুঁকে।

এমন দুর্দিনে যদি এগিয়ে না আসো
কেমন করে দাবি কর মানুষকে ভালবাসো?
মুখেই কেবল মানবতার গান গাও
এবার নাহয় একটুখানি হাতটা বাড়িয়ে দাও।

রাষ্ট্র যখন প্রবৃদ্ধি নিয়ে করছে অ্যানা-লাইসিস
ভাদু মিয়ার একপাশেতে হয়েছে প্যারা-লাইসিস
দেখতে দেখতে চলেই যাচ্ছে এই জানুয়ারি
কী হবে তোমার হাতের টাকা কারিকারি?

ভাদু মিয়ার গায়ে নাই কোন সোয়েটার
মানবতা নিশ্চুপে করে শুধু হাহাকার
শীতের কাঁপন লাগছে তোমার আমার হাড়ে
মরেগেলেও ভাদুমিয়া’রা যাবেনা কারো দ্বারে!

ছুঁয়ে দেখ, এই বাংলায় যত কুয়াশা পড়ে
ওসব যেন ভাদু মিয়ার কান্না হয়েই ঝড়ে!
মাথার উপর সাক্ষী আছে ওই আকাশ
হুহু শব্দে বইছে তার হৃদয়ের শীতল বাতাস।

চারিদিক ঢেকে ফেলেছে কুয়াশার চাদর
প্রয়োজন একটুখানি উষ্ণতার আদর
এসো বন্ধু,সবাই মিলে হাত লাগাই
এই শীতে দু'একটা মানুষ বাঁচাই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:



উত্তর বংগের অসংখ্য সাধারণ মানুষ ও কিছু নেকড়ে বাস করে; ওদেরকে নেকড়ের ছামড়া থেকে কোট বানাতে হবে।

২| ১০ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১৮

মাকার মাহিতা বলেছেন: ঢাকায় আমি শীত পাই না
উদোম গায়ে থাকি,
ফ্যান ছাড়া তো ঘুম আসেনা
কেউ কি জানো তা কি?


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.