![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জমি ডুবল, মাঠ ডুবল, তলিয়ে গেল বাড়ি
কৃষকের রঙ্গিন স্বপ্ন বন্যা নিল কাড়ি।
ধান পচল, মাছও মরল, আরো মরল হাঁস
পচা দুর্গন্ধে ভারি হলো বাংলার আকাশ বাতাস।
চোখের সামনে সোনার ধান বন্যায় গেল ভাসি
বানের জলে ধুয়ে গেল সুনামগগঞ্জের হাসি
অনেক যত্নে অবহেলায় বানিয়েছিল এমন মরণ ফাঁদ
সময়মত কেন দেয়া হলো না বন্যা প্রতিরক্ষা বাঁধ?
চৈত্রমাসে কেমনে হয় এতো বন্যার জল?
হঠাৎ করে ঢুকল কেন পাহাড়িয়া ঢল?
ক্ষতির জন্য কে দায়ী, কে আছে এর মূলে?
'জলবায়ু'ও তো একটা কারন সবাই গেছি ভুলে!
মারাত্মক ঝুঁকিপূর্ণ বাংলাদেশের পাওয়ার কথা টাকা
ওসব কেবল বাকির খাতায়, নগদ কেবল ফাঁকা!
এ আর এমন কি হে, মাত্র তিন সপ্তাহের বন্যা!
জানোয়ারেরা কি বুঝবে, কৃষকের সারা বছরের কান্না?
সোমালিয়ার, কেনিয়ার তীব্র খরায় মানুষ ভীষণ ক্ষুব্ধ
যাদের জন্য পৃথিবীর তাপমাত্রা বাড়ে তারা কেবল স্তব্ধ।
নুহুর পূত্র কেনানকেও ছাড়ে নাই বন্যার জল
দেখিস, তোরাও একদিন হয়ে যাবি এই পৃথিবীর তল।
জেনে রাখিস, কাঙ্গালের কথা বাসি হলেও ফলে
হাওর অঞ্চলের মানুষের চোখের জল সেই কথাই বলে।
২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৭
রাজজাকুর বলেছেন: তাই তো মনেহচ্ছে
২| ২৫ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৯
সালমান মাহফুজ বলেছেন: "চোখের সামনে সোনার ধান বন্যায় গেল ভাসি
বানের জলে ধুয়ে গেল সুনামগগঞ্জের হাসি"--- চমৎকার
২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৭
রাজজাকুর বলেছেন: ধন্যবাদ
৩| ২৫ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর লিখেছেন
২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৮
রাজজাকুর বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৪
শাহিন-৯৯ বলেছেন: সুন্দর একটি কবিতা লেখার জন্য ধন্যবাদ. সময়মত কেন দেয়া হলো না বন্যা প্রতিরক্ষা বাঁধ? সময়মত বাঁধ দিলে বদমাইশগুলোর প্রতি বছর পকেটে টাকা ঢুকবে কিভাবে