![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকা থেকে গ্রামের বাড়ি তারপর সেখান থেকে ভোটকেন্দ্রে গিয়ে মূল্যবান ভোটটা দিয়ে আবার ঢাকায় ফিরে আসতে চা, পানি, বিস্কুট ইত্যাদি বাদেও খরচ হয় প্রায় ১৪০০ টাকা। ফলে ২০১৪ সালের নির্বাচন আর ২০১৮ সালের নির্বাচনে মোট খরচ হয়েছে প্রায় ২৮০০ টাকা (যদিচ ভাউচার নাই)। তাই ৩০০ টাকা নাহয় ছেড়েই দিলাম। কিন্তু ২৫০০ টাকা খরচ করেও দুইবারে একটা ভোট দিতে পারি নাই।
তাহলে কি ২৫০০ টাকা ফেরত চাইতে পারি না? কোন পদ্ধতিতে কার কাছে কী ভাষায় বললে হয়রানি ছাড়াই এই অর্থ ফেরত পাওয়া যাবে অনুগ্রহ করে জানালে কৃতজ্ঞ থাকব। ভোট দিতে যাওয়ার শাস্তি হিসাবে না হয় 'আগামীতে আর একটিও ভোট দেব না'। তবুও টাকাটা ফেরত পেলে ভাল হয়।
যাঁদের কাছে ২৫০০ টাকাকে টাকা মনে হচ্ছে না তাঁদের জানিয়ে রাখি এই টাকায় ঢাকার মোটামুটি মানের যে কোন মেসে তিন বেলা ভরপেট খাবার এক মাস পর্যন্ত খাওয়া যায়।
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪১
মোঃ মঈনুদ্দিন বলেছেন: মজার ব্যাপার ভাইজান। কিন্তু ভাউচার পাশ করবে কে? ওখানে গেলেইতো ৫৭ তাড়া করবে!
৩| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:০২
ঢাকার লোক বলেছেন: অস্ট্রেলিয়াতে ফেডারেল ইলেকশনে ভোট না দিলে গ্রহণযোগ্য কারণ না দেখতে পারলে জরিমানা দিতে হয় ! আমাদের জন্য অবিশ্বাস্য, আসলে সত্য !!
৪| ০৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:১৭
রাজীব নুর বলেছেন: দেশের জন্য এতটুকু টাকা খরচ করবেন না?
৫| ০৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৫
লিংকন১১৫ বলেছেন: ও ভাই ভোট খায় না মাথায় দেয় !??
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১১:১২
হাবিব বলেছেন: কষ্ট করে যে পোস্ট দিলেন, তার জন্য যে নেট খরচ হলো তারও একটা খরচা আছে কিন্তু রাজকুমার ভাই..........