নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নৃত্য-পাগল ছন্দ,আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনান্দ। আমার এই পথ চাওয়াতেই আনন্দ ....

রাজজাকুর

রাজজাকুর › বিস্তারিত পোস্টঃ

সাহিত্য ও চটির মধ্যকার পরিমিতিবোধ

১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১২

এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় - এই লাইন যিনি লিখতে পারেন নিশ্চয় তিনি বড় মাপের কবি। তাকে কমবেশি সবারই চেনেন- তিনি হেলাল হাফিজ। তার লিখার প্যাটার্ন কিভাবে পরিবর্তন হচ্ছে তা দেখে কষ্ট লাগে। তিনি একটা সময় লিখেছিলেন-

কোনদিন, আচমকা একদিন
ভালোবাসা এসে যদি হুট করে বলে বসে,-
‘চলো যেদিকে দুচোখ যায় চলে যাই’,
যাবে?

এরকম সস্তা পদ্য তিনি লিখেছেন কিন্তু কখনোই তাকে সস্তা মনে হয় নাই। যেমন অশ্লীল সভ্যতা শিরোনামে লিখেছিলেন-

নিউট্রন বোমা বোঝ
মানুষ বোঝ না !

তর্ক বিতর্ক থাকলেও এই সামান্য লাইন তাকে অসামান্য করেছে বলে মনেকরি। কিন্তু আজকের পত্রিকায় তার যে অনুকাব্য ছাপিয়েছে তাতে সস্তা বলার সাহস যে কেউ পেয়ে যাবেন। ভোরের রমণী শিরোনামে তিনি লিখেছেন-

রাধা রাত শেষ
আলুথালু কেশ
বাসি চোখ–মুখ
খোলা চারু বুক
সুখ সুখ সুখ!

জনাব, ভুলে গেলে চলবে না- সাহিত্য আর আর চটির মধ্যে কিঞ্চিত তফাৎ আছে বলেই আমরা চটি ছেড়ে সাহিত্য পড়ি।

হঠাৎ চটির অশ্লীল সুখ সাহিত্যে পাওয়া শুরু করলাম কবে থেকে- বলতে পারেন? যেদিন থেকে আমরা ভাবতে শুরু করেছি- যে কোন মূল্যে আপনার আমার অবৈধ চিন্তাকে অনুষ্ঠান করে বৈধ বলে লেভেল লাগিয়ে দিলেই মামলা খালাস; সেদিন থেকে।

সিদ্ধ হোক আর নিষিদ্ধ হোক কারো কলমকে তো আর থামানো যাবে না। তাছাড়া সত্যিকারের কবিরা তাই লিখেন যা তারা দেখেন ও অনুভব করেন।

আশ্বিন মাসে রাস্তার কামুক কুকুরির মত যদি হয় আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশ তাহলে তো কবিরা কবিতা লিখা ভুলে যাবেন। বাংলার শিল্প সংস্কৃতি ভুলে যদি আমরা সেন্ট ভ্যালেনটাইনের পুজা শুরু করি তাহলে কবিরা কবিতার পাতায় খিস্তি রচনা করেই আমাদের শোনাবেন। বিবেকহীন কুকুরের কাছে এটা স্বাভাবিক মনে হতে পারে কিন্তু মানুষের মাত্র এ ব্যপারে সচেতন হতে হবে।

শুরু করেছিলাম যে লাইনটা দিয়ে সেই লাইনটাই সবাই জানেন কিন্তু ওই কবিতটার শেষের দিকে আরো কয়েকটি প্রাসঙ্গিক লাইন আছে যা জানা প্রয়োজন।

কোনো কোনো প্রেম আছে প্রেমিককে খুনী হতে হয় ।
যদি কেউ ভালোবেসে খুনী হতে চান
তাই হয়ে যান
উৎকৃষ্ট সময় কিন্তু আজ বয়ে যায় ।
এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়
এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:২৩

চাঁদগাজী বলেছেন:


পোষ্টের নীচে ছবিটা কার?

১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৪০

রাজজাকুর বলেছেন: সয়ং হেলেল হাফিজ। মাদুলি গলায় ঝুলিয়ে খাঁরায় আছে। মানুষটা আগে সুরসুরি দিয়ে বিষয়গুলি এড়িয়ে যেতেন তাই বেশি ভালোলাগত। কিন্তু কেন যে ক্ষেপে গিয়ে লিখলেন-
রাধা রাত শেষ
আলুথালু কেশ
বাসি চোখ–মুখ
খোলা চারু বুক
সুখ সুখ সুখ!

ক্ষেপিয়ে তুলেছেন।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:২৩

নেওয়াজ আলি বলেছেন: পরিপক্ব লেখা ।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৪০

নীল আকাশ বলেছেন:
আমাদের সাহিত্য দিন দিন তড়তড় করে উপরে উঠে যাচ্ছে। এই বই নাকি বিক্রি করতে যেয়ে প্রকাশকের নাভিশ্বাস। কয়েক মুদ্রণ লাগছে কিন্তু ডিমান্ড শেষ হয় না। কবি হাফিজ আর দোষ কী? সবাই তো নিজের লেখা সেল করতে চায়!

১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫০

রাজজাকুর বলেছেন: উত্তেরি! বলেন কি? এতো ডিমান্ড।

আগেকার কবিরা একটা লাইনের জন্য পাগলের মত ঘুরত আর ভাবত আর এখন লাইন বিক্রির জন্য ঘুরে।

এখনকার কবিরা কবি্ চরিত্রের চেয়ে সেলসম্যন চরিত্রে বেশি রোল প্লে করছে।

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২২

রাজীব নুর বলেছেন: পোষ্টে যে আপনি কি বুঝাতে চেয়েছেন বুঝলাম না।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:১৮

রাজজাকুর বলেছেন: সাহিত্য ও চটি দুটির মধ্যে একটি প্রান্ত রেখা আছে যা উভয়ের কেউই কখনো অতিক্রম করতে পারবে না। সাহিত্য গ্রহণযোগ্য আর চটি পরিত্যজ্য।

কবির প্রথমে লিখা অনুপদ্য যা আমাদের সাহিত্যের স্বাদ দেয়। যেমন -
কোনদিন, আচমকা একদিন
ভালোবাসা এসে যদি হুট করে বলে বসে,-
‘চলো যেদিকে দুচোখ যায় চলে যাই’,
যাবে?

কিন্তু আজকের লিখা মনযোগ দিয়ে পড়লে চটির স্বাদ পাবেন। যেমন-
রাধা রাত শেষ
আলুথালু কেশ
বাসি চোখ–মুখ
খোলা চারু বুক
সুখ সুখ সুখ!

বলতে পারেন সেক্স একটি জরুরি ও জৈবিক বিষয়। চাইলেও তো একে উপেক্ষা করা যায় না। কথা ঠিক কিন্তু ক্লাস বলে একটা ব্যপার আছে। রবীন্দ্রনাথ যদি লিখতেন- টিকা তলির মোড়ে একটা হল হয়েছে/ তার মধ্য এয়ার কন্ডিশন ও রয়েছে। তাহলে তা মানান সই হতো না।

হেলাল হাফিজের যে স্টাইল তার সাথে এতো বস্তাপচা সস্তা লিখা যায় না। ফলত ধারণা করা যায় ওনার লিখার মান ক্রমশ নিম্নগামী। যা উদ্বেগজনক সাহি্ত্যের জন্য। কেননা কবিরা কবিতা লিখা ভুলে যাচ্ছে খিস্তি করা শুরু করেছে।

নারীর উন্নত বুকের মধ্যে সুখ খোঁজাই কবির একমাত্র কাজ নয়। আরো কিছু কাজ আছে বৈ কি। এবারের বই মেলায় যতটা ক্লাসিক বই বের হবে তা হাতের কড়ায় গুনতে পারবেন বাজি রেখে বলতে পারি। মানে দাঁড়াচ্ছে সাহিত্য এখন সীমিত হয়ে যাচ্ছে। যা ভীষণ উদ্বেগজনক। সেই উদ্বেগ কে প্রকাশ করবার চেষ্টা করেছি। যদিও জানি, ছাই কিছুই হয় নি।

শুভকামনা।

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৫

নতুন বলেছেন: এটাকে আপনি চটির সাথে তুলনা করছেন কেন?

এটাতে সাহিত্যের কি সমস্যা আছে?

সাহিত্য ধম` চচা না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.