নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পারবে আমায় বলতে কোথায় ঐ দূর আকাশের শেষ কিংবা আমায় এনে দিতে নতুন সোনার বাংলাদেশ

যত্নহীন রবি

আমার সম্পর্কে বলার মত বিশেষ কিছুই নাই । রবিউল হোসেন চৌধুরী নামের এই আমি চাটগাঁ থাকি, Graduation করছি। অনেক আজাইরা চিন্তা করি, নিজেকে ভূলে থাকার চেষ্টা করি ,এই আর কি............

যত্নহীন রবি › বিস্তারিত পোস্টঃ

শাহবাগ আন্দোলন নিয়ে টুকিটাকি

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭

১>> বিভাজন পুরো বাংলাদেশকে খন্ডে খন্ডে ভাগ করে দিলে । শপথে বিভাজন,দর্শনে বিভাজন, স্লোগানে বিভাজন , পোশাকেও তীব্র বিভাজন রাজনীতির অঙ্গনে । একই ভাবে সবাই বিভাজিত হয়ে গেল রাজীব হত্যায় । সাধারণ বিষয়, সে আস্তিক কি নাস্তিক তাতে কি আসে যায় সে তো মানুষ,এইটাই বড় পরিচয় । ইসলামের দোহায় যারা দিচ্ছেন , তাদের বলি তোমরা ইসলামের কচুটা জান !বিরুদ্ধে লিখার জন্য ইসলামের কোথাও খুনকে হালাল করে নাই । অযথা একটা খুনের পক্ষ কেন নিচ্ছ ??

বিচারে একদল জেগেছে ,একদল আলহামদুলিল্লা বলছে !! সেকুলাস !! এই প্রজন্মের শিক্ষিতরা যখন এই কাজ করছে অন্যরা প্রজন্ম নিয়ে খুশি হলেও আমি আমার প্রজন্ম নিয়ে শঙ্কিত ।।



২>> এই আন্দোলন সব গাছা,আগাছা,পরগাছা রাজনৈতিক দলকে একটা ইঙ্গিত দিচ্ছে যে দেশোদ্রহীদের টাই এই বাংলায় নাই । সেই সাথে যারা তাদের লালন পালন করবে কিংবা ভোটের রাজনীতিতে এগিয়ে থাকতে আতাঁত করবে কাউকেই ছাড় দেয়া হবে না । তবে এই ইঙ্গিতেও বাংলাদেশের বেহায়াপনা রাজনীতির কিছু হবে বলে মনে হয় না । কারণ ২০০৭-০৮ এ ও আমরা আশা করেছিলাম রাজনীতির লেজুড়রতা বোধ হয় থামবে কিন্তু যেই লাউ সে কদু !!!



৩>>আন্দোলন শুরু থেকেই বলা হচ্ছিলিন এইটা অরাজনৈতিক । সেই কারণেই বোধ হয় এত মানুষের ঢল,সেই কারণেই আমিও স্লোগানে গলা ব্যাথা করেছি । কিন্তু আজকাল কায়দায়,বেকায়দায় রাজনীতিকরণ শুরু হচ্ছে ! ছাত্রলীগ দলীয় স্লোগানে ব্যস্ত ,সিপিবি নিজেদের পতাকা কালাং দেখাচ্ছে ইত্যাদি । ব্যক্তি হিসাবে কি তুমি ফাসিঁর দাবির সাথে একাত্নতা জানাতে পার না ? তাহলে দলীয় ব্যন্ডিং এখানে কেন ? সাড়া বছরই তো দলের অনুষ্ঠান লেগে থাকে সেখানেই না হয় কইরো কাজ গুলো ! সাধারণ সাথে মিলে সাধারণ প্রতিবাদ জানাও ! "জয় বাংলা "



৪>> বাংলাদেশের একটা অমেরুদন্ডী রাজনৈতিক দল হল বি এন পি । পাছা মাংস কাপঁতেছে তাদের আন্দোলনের পক্ষ অবলম্বন করতে ! বহু কষ্টে বিবৃতি একখান দিলেও পায়খানা আবার কষা হয়ে গেলে যে যার মত বক্তব্য দিতেই থাকেন । সোজা কথা,জামাতকে না ছাড়লে বি এন পির ভোট গঙ্গায় যাবে, দলটা হবে একটা বিলুপ্ত রাজনৈতিক দল ।।



৫>> চট্টগ্রামের আন্দোলন নিয়ে বেশ অসন্তুষ্ট আমি ! সাউন্ড বক্স এনে যে যার মত প্রোগাম করতেছে ! মূল মঞ্চের সাথে কোন মিল নাই কারো ! এক মঞ্চে যখন স্লোগান দেই " তুমি কে আমি কে" আরেক মঞ্চে তখন "রাজাকার ,রাজাকার" ; পুরাই মেসেকার অবস্হা । এছাড়া এই মঞ্চে এখন আগের ত্যাজ পাইনা। কিন্তু মানুষ আসে সার্কাস দেখতে আন্দোলনে সাড়া দিতে নয় ।তারা আন্দোকারীদের রং ঢং দেখে শান্তি হয়ে চলে যায়,কেন আসছে সেটা আর জানে না । তাদের জন্য বলি,ভাই এই জাগরন আপনার জন্য না । প্রেসক্লাব হইতে দূরে থাকুন,ভুলে চলে আসলেও ডি সি যান গা ,এইখানে না প্লিজ !!



৬>> মোস্ট ইমপ্রোটেন্টলি ইসলাম এবং জামায়াত কখনো প্রতিশব্দ নয় । সুতারাং জামায়াতকে নিষিদ্ধের দাবি কারণে আপনার একাত্নততা প্রকাশ না করার কারণ দেখি না । জামায়াতীদের দর্শন হলো স্বদেশবিরোধীতা । তাই যুদ্ধাপরাধীর ফাসিঁর পাশাপাশি এই দর্শনে কোন দল থাকলে সেটাও বর্জন ও নিষিদ্ধ করা হোক । চিরতরে এই মাটি থেকে এই পাকিস্হানীদের নিমূল করা হোক !!





চিরকুটের গানটা আজ অনেক বার শুনলাম ,অসাধারণের চেয়েও একটু বেশী........

"আর তো কিছু চাই না,ওদের ফাসিঁ দিয়ে দেন না"

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১১

এ আর হাসাইন। বলেছেন: ভাই আমার মনে হয় রাজিবের খুন নিয়ে কার কোন কথা নাই কথা হল ওর মত এমন এক নাস্তিককে কেনো মুসলিম নিয়মে জানাজা, করব দেয়া হল? কোন আলোকে ওকে শহীদ বলা হচ্ছে? কেনো শাহাবাগে আম্র মত নিরিহ মুসলমানদের অন্তরে এভাবে একের পর এক আঘাত দেয়া হচ্ছে । শাহাবাগে আমরা গিয়েছিলাম রাজাকারদের ফাসির দাবিতে মূহাম্মদ (সাঃ) কে কটূক্তি কারিদের শহিদি মর্যাদা দিতে নয়। লাশের রাজনীতি করার জন্যে নয় ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৪

যত্নহীন রবি বলেছেন: রাজীব হত্যার মাধ্যমে জামাতের যে উদ্দেশ্য ছিল আন্দোলনকারীদের বিভক্ত করা সেটা কিছুটা হলেও সফল । আমাদের লোকজন ধর্মীয় অনুভূতির ফাদেঁ পা দিয়েছে ।

আমরা নিজেরা বিরোধীদল সৃষ্টি করে ফেলেছি । একজন স্বষোঘিত অমুসলিমকে জানাজা পড়ানো আবালীয় কাজ হয়েছে । যদিও গায়েবানা জানাজায় আমিও ছিলাম । এই কারণে এত লোক এত কথা পারছে,আন্দোলনের দিক নিয়ে প্রশ্ন তুলছে । তাকে শাহবাগে এনে শ্রদ্ধা দেখালে বোধ হয় এত কথা হত না ।

তবে আমাদের ভুলে গেলে চলবে না তার মৃত্যু হয়েছে ক দিন আগে মাত্র আর আন্দোলন এরও আগের । সুতারাং তার জানাজা পড়ানোর কারণে এটি ইসলাম বিরোধীদের আন্দোলন ভাবার কারণ নাই । ১৪ দিনের আন্দোলনের যে উদ্দেশ্য সেটি বরাবরের মতই শক্তিশালী এবং এক ।। আমি খুব অবাক হচ্ছি, তোমরা জানাজা পড়ানোর বিরোধীতা দেখাও ঠিক আছে তাই বলে আন্দোলনের বিরোধীতা করবা ! ছোট্ট একটা বিষয়কে পুরো বিষয়ের সাথে খিচুরী বানানো সুবিবেচনা প্রসূত কাজ নয় । আরো অবাক হই যারা এত কিছু বোঝে তারা খুনীর বিচার কেন বুঝতে পারছে না ।।

এছাড়া অন্য দৃষ্টিতে এইটা কিন্তু ইসলামেরই জয়গান । সারা জীবন তুমি ওভার স্মার্ট হওয়ার জন্য ইসলাম নিয়ে যাই বল না কেন মৃত্যুর সময় ধরা তোমাকে দিতে হবেই । শাহবাগে বামপন্থী থাকলেও জানাজায় তারা নিষ্ক্রিয় ইসলামই ছিল অটল । সুতারাং শাহবাগের আন্দোলন ইসলাম বিরোধী নয়, বরং যারা ধর্ম ব্যবসা করছে তাদের নিষিদ্ধ করে এই আন্দোলন ইসলামকে আরো সুসংহত করা যাবে ।

আবারো কন্ঠে তুলতে চাই ""আর তো কিছু চাই না,ওদের ফাসিঁ দিয়ে দেন না"

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫

অভী_০১৮ বলেছেন: এ আর হাসাইন সহমত

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৯

মহাজাগতিক মুসাফির বলেছেন:
আবারো কন্ঠে তুলতে চাই ""আর তো কিছু চাই না,ওদের ফাসিঁ দিয়ে দেন না"

এদেশে ভারতীয় দালালের শেষ আন্ডা বাচ্ছাটি থাকা পর্যন্ত এ কথা আমরা বলেই যাব।
এদেশে নাস্তিকদের শেষ কর্মীটি থাকা পর্যন্ত এ কথা আমরা বলেই যাব।
এদেশে বামপন্থিদের শেষ অনুচরটি থাকা পর্যন্ত এ কথা আমরা বলেই যাব।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১২

যত্নহীন রবি বলেছেন: কিন্তু খবরদার, রাজাকার থাকলেও কিছু বলিয়েন না ।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২১

রহমালী বলেছেন: যারা যারা রাজাকারদের ফাঁসির দাবী নিয়ে গেছেন তারা শুরুতেই একটা ভুল করেছেন। তারা ৫/৬ জন রাজাকারের ছবি নিয়া মাতামাতি করছে। তাই তারা দল মত নির্বিশেষে সকলের আস্থা অর্জন করতে পারে নাই। আন্দোলনের যদি ইস্যু হয় একটা যুদ্ধাপরাধীদের ফাসি চাই তাহলে এক ব্যাপার আর সাথে সাথে আপনি যদি বলেন জামায়েত নিষিদ্ধ করতে হবে কারণ তারা যুদ্ধাপরাধী তাহলে ভিন্নমত, যুদ্ধাপরাধীদের অন্য দলও মন্ত্রী আমলা থেকে শূরু করে আত্মীয়তা করতেও দ্বিধা করে নাই, তাহলে তাদের কথা কেউ বলছেন না কেন কেউ। তাদের নামে কেউ শ্লোগান দেয় না বিবৃতি দেয় না। তাহলে শাহবাগে কারা আন্দোলন করছে? হয় তারা কোন দলের মুখপাত্র, অন্য কোন দলের বিরোধী দল অথবা দালাল। তাদের কোন অধিকার নেই যুদ্ধাপরাধের বিচারের এই সার্বজনীন দাবীকে দলীয় করণ করে। তারা যুদ্ধাপরাধীদের থেকেও খারাপ।খারাপ। খারাপ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.