নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পারবে আমায় বলতে কোথায় ঐ দূর আকাশের শেষ কিংবা আমায় এনে দিতে নতুন সোনার বাংলাদেশ

যত্নহীন রবি

আমার সম্পর্কে বলার মত বিশেষ কিছুই নাই । রবিউল হোসেন চৌধুরী নামের এই আমি চাটগাঁ থাকি, Graduation করছি। অনেক আজাইরা চিন্তা করি, নিজেকে ভূলে থাকার চেষ্টা করি ,এই আর কি............

যত্নহীন রবি › বিস্তারিত পোস্টঃ

রাজনীতির বেহায়াপনার ,বেইশ্যাপনার,নির্লজ্জতার চরম অবস্হায় চলে গেছে বাংলাদেশ । এই বেহায়াপনা বর্তমান নেতৃত্ব দিচ্ছে আওয়ামীলীগ ।।

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০৪

১> হেফাজতে ইসলামের ১৩ দফা স্বজ্ঞানে পড়লাম । দুনিয়ার সাথে তালমিলিয়ে চলতে শিখে নাই তারা তাই হয়ত কয়েকটি পয়েন্ট বেশ নাজুক ও অগ্রহনযোগ্য । কিন্তু তাদের পয়েন্ট গুলোতে কোথাও ঘাতক দালাল নিমূর্ল কমিটির বিরুদ্ধে,শাহবাগের বিরুদ্ধে কিংবা যুদ্ধাপরাধীর পক্ষে অবস্হান নেই । তাহলে তাদের ঠেকাতে কেন এত তোড়জোড় সংগঠনগুলো ? এই সংগঠন গুলোই কি সেই তথাকথিত ধর্মবিদ্বেষী ?



২> নাশকতা আশঙ্কায় সারা দেশে গতকাল ও আজ অঘোষিত কারফিউ চলেছে । সাংস্কৃতিক জোটের হেডামে কি পরিবহন সংস্হা গাড়ি,রেল বন্ধ হয়ে যায় ?? রেলচলাচল সরকার নিয়ন্ত্রিন । এতই যদি গোপন খবর থাকত আপনাদের তাহলে লংমার্চ,সমাবেশের অনুমতি দিলেন কেন ।। অনুমতিও দিলেন আবার সব বন্ধ করলেন ।এই বেইশ্যাবৃত্তি করে কি পাইদা হল আপনাদের ।।?



৩> হেফাজতে যদি জামাতই হয় তাহলে ওদের কথায় ৪ ব্লগারকে গ্রেফতার কেন করলেন ?



৪> গ্রেফতার হওয়া আসিফ শুয়োরটাকে আমি ভাল করে চিনি । সে এমনই ব্যক্তি যে মহানবীকে "মহাউন্মাদ" , আল্লাহপাক কে "আল্লাহ-ফাক" বলেছে । বাকস্বাধীনতা বলতে বোঝায় না আপনি আমাকে গালি দিতে পারবেন বা আমার বাপের কুৎসা রটাতে পারবেন । আপনার বাকস্বাধীনতা হবে নিজের মতামত প্রকাশ, তা কখনো অন্যের বিশ্বাসকে নিয়ে বাজে ভাবে উপস্হাপন করবে না, আপনার অধিকার নাই মহানবীকে মহাউম্মাদ বলা কিংবা হিন্দু,বৌদ্ধ বা অন্য ধর্মের বিশ্বাসীদের নিয়ে যা খুশী তা বলবেন । আপনার ইচ্ছে হলে ধর্ম পালন করেন ,না চাইলে করবেন না । আপনারটা নিয়ে থাকুন না, অন্যের নিয়ে টানাটানি করছেন কেন ?? আসিফ শাহবাগেও ছিল,তার উক্তিগুলো যখন টিভিতে সাংস্কৃতিক জোটের প্রধানকে অভিহিত করে তখন তিনি বলেন "আসিফ শাহবাগে কখনোই আসেনি" ।



৫> এক বন্ধু সূত্রে জানলাম, যারা আন্দোলনে আছেন তারা অধিকাংশই কাওমী মাদ্রাসা যেখানে নাকি ইসলামের শুদ্ধ চর্চা হয় সবচেয়ে বেশী । তাই হয়ত এই বাধাঁর সত্ত্বেও তারা মারমুখী হয়নি । এই লোক সংখ্যা চাইলে আজ অনেক কিছুই করতে পারত । তবে ছোট কাটো যেগুলো ঘটেছে তার জন্য দুঃখপ্রকাশ করা উচিত ছিল ।



পরিশেষ, মুক্তিযুদ্ধের চেতনায় আমিও বিশ্বাসী, আমিও প্রেস ক্লাবে গলা পাঠাইছি । কিন্তু আমি মনে করি না সব বিষয়ে যুদ্ধাপরাধী বিচার বানচাল খুজেঁ বেড়ানো যুক্তিসংগত । এতে মুক্তিযুদ্ধের সক্রিয়তা কমে যাবে ,বাড়বে না । আওয়ামীলীগ আরো এক কোটি ভোট হারাইলো আজ ।

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: নাহ, সবাই মিলে কাজ চালিয়ে যাচ্ছে।




দশে মিলে করে দোষ
মরে-মারে, দিল খোশ।

২| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১০

বাংলাদেশি বাংগালী। বলেছেন: right

৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৭

শোয়াইব আহেমদ বলেছেন: অতি-বাম কর্মকান্ড অতি-ডানকে উস্কে দেয়।

৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৯

প্রািন্ত বলেছেন: সুন্দর বলেছেন ভাই। আমি আপনার সাথে সহমত। বর্তমান আওয়ামীলীগ নেতৃত্বকে মোটেই বুদ্ধিমান বলা যায় না।এদের খামখেয়ালী ও মুর্খতার কারণে দেশবাসী আজ বিভক্ত। আমি যুদ্ধাপরাধীতের ফাঁসি চাই। কিন্তু শাহবাগের দালালদের দালালী আর চাই না। সব কিছুর সীমা আছে কিন্তু আওয়ামীলীগ ও এর দালালদের নিলজ্র্জতার কোন সীমা নেই।

৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৯

আমার জন্য লেখা বলেছেন: কিন্তু তাদের পয়েন্ট গুলোতে কোথাও ঘাতক দালাল নিমূর্ল কমিটির বিরুদ্ধে,শাহবাগের বিরুদ্ধে কিংবা যুদ্ধাপরাধীর পক্ষে অবস্হান নেই

Are You Fucking Kidding Me?

৬| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩২

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: বাকশালীরা বেহায় হবে না, এরকম আশা করাটাইতো ভুল।

৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৬

ওছামা বলেছেন: আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করোনা, আমাদের ধর্মবিশ্বাস বেচে দিওনা। আমাদের শ্বাস নিতে দাও।আমরা সাধারন মানুষ আজ ক্লান্ত, বিধ্বস্ত, বিভ্রান্ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.