নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পারবে আমায় বলতে কোথায় ঐ দূর আকাশের শেষ কিংবা আমায় এনে দিতে নতুন সোনার বাংলাদেশ

যত্নহীন রবি

আমার সম্পর্কে বলার মত বিশেষ কিছুই নাই । রবিউল হোসেন চৌধুরী নামের এই আমি চাটগাঁ থাকি, Graduation করছি। অনেক আজাইরা চিন্তা করি, নিজেকে ভূলে থাকার চেষ্টা করি ,এই আর কি............

যত্নহীন রবি › বিস্তারিত পোস্টঃ

যেভাবে হারালাম RJ ( রেডিও জকি ) হওয়ার চান্সটা !!

২৩ শে মে, ২০১৩ রাত ১১:৩৩

আর জে হওয়ার পেছনে আমার খুব একটা জোক নেই । তবুও গত তিন চার বছর ডিবেট করার ফলসূত্রিতে নিজেকে বাকপটু মনে হওয়ার কারণে ভাবলাম ডু মেরে আসি ।। আরজে হান্ট চলছে একটি রেডিওতে ।। সকালে গেলাম ইন্টারভ্যু দিতে , ইন্টারভ্যু বোর্ডে ছিল আর জে অপুসহ কয়েকজন ।। ইন্টারভ্যু শেষে তারা বিব্রতভাবে আমাকে বললেন "এইবারের মত সরি "......ইন্টারভ্যুতে যা ঘটেছিল



প্রথম প্রশ্ন : আপনি কেন মনে করছেন আপনি আরজে হিসেবে সেরা অফশন ?




আমি : একজন আরজে হওয়ার জন্য প্রয়োজন intermix quality including Curisity, Good communication skill, mentally active. little bit talktive,versatile etc । আমার মনে হয় সবই আমার আছে তাহলে কেন আমি বেষ্ট অপশন নই ??



পরের প্রশ্ন : আমাদের স্টেশনের একটি খারাপ দিক বলুন




আমি : আপনাদের নয় শুধু, সব স্টেশনের আরজে প্রথম খারাপ দিক হল বাংলা ইংরেজি মিক্স করে কথা বলা ।।



পরের প্রশ্ন : আরেকটা বলুন তো



আমি : আর জে সাধারণভাবে বাংলায় কথা বলতে পারে না, চাপা বাংলায় চেপে চেপে কথা বলে ।। ( মনে মনে বলতেছি,আরেকটি বলতে বললে বলব আর জে দের চরিত্র নিয়েও মানুষ সন্দিহান ।। ভাগ্য ভাল আর জিজ্ঞেস করে নাই )



পরের আলাপ : নেতিবাচকতা এত বেশী জেনেও আপনি কেন আসলেন ?




আমি : আমি এবার একটু চুপ



পরের প্রশ্ন : এবার একটি ভালদিক বলুন তো



আমি : ভাল দিক হলো আপনাদের স্টেশনে বিজ্ঞাপনের তুলনায় গানটা একটু বেশি দেয় ।।



পরের প্রশ্ন : আচ্ছা ,এবার যদি আপনার না হয় আপনি পরেরবার ট্রাই করবেন ?



আমি : না ভাইয়া, আর আসার তেমন ইচ্ছে নাই ।।



পরের আলাপ : ঠিক আছে তাহলে এবার আপনি আসেন,আশা করি পরেরবার এপ্লাই করবেন ।।



আমি : ভাইয়া, সিভিটা দিয়ে দিবেন ??( যদিও রেখে দিলেন )



( এই সেই আরো কিছু কথা হল , আমাকে বলে আপনার ফ্লুয়েন্সি ভাল তবে জোর নেই , আমি বললাম ভাই কথা জোরালো হওয়ার প্যারামিটার কি ?? )





এবার শেষ হল ইন্টারভ্যু পর্ব ।। বাসায় এসে ভাবতেছি ঘাড় তেরামী না করে সোজা উত্তর দিলে মে বি হয়েই যেত ।।

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৩ রাত ১১:৩৬

চুরি যাওয়া আগুন... বলেছেন: শিওরলি হত। তবে আপনার ঘাড় ত্যাড়ামি ভাল লাগছে!!! =p~ =p~ =p~

২৩ শে মে, ২০১৩ রাত ১১:৩৯

যত্নহীন রবি বলেছেন: ধুর ভাই, আসার পর ভাবতেছি ।। পন্ডিতি আরজে হওয়ার পর করলেই মে বি ভাল হইত ।।

২| ২৩ শে মে, ২০১৩ রাত ১১:৪১

মদন বলেছেন: =p~

৩| ২৩ শে মে, ২০১৩ রাত ১১:৪৪

বিবর্ণ সময় বলেছেন: ঘাড়ত্যাড়ামী ভালই করছেন ;)

৪| ২৩ শে মে, ২০১৩ রাত ১১:৪৫

সানফ্লাওয়ার বলেছেন: ঠিক বলেছেন। কাজ উদ্ধার করার পর এদের ঘাড়ে বসে এসব বলতে পারতেন।

৫| ২৪ শে মে, ২০১৩ রাত ১২:০৭

মাহবু১৫৪ বলেছেন: =p~ =p~ =p~


ঘাড়ত্যাড়ামীটা বেশি হয়ে গিয়েছে ।

৬| ২৪ শে মে, ২০১৩ রাত ১২:১৯

খেয়া ঘাট বলেছেন: আপনি কেন মনে করছেন আপনি আরজে হিসেবে সেরা অফশন ?
"অফশন"ই বললো????????

৭| ২৪ শে মে, ২০১৩ রাত ১২:৪২

তুষার মানব বলেছেন: চুরি যাওয়া আগুন... বলেছেন: শিওরলি হত। তবে আপনার ঘাড় ত্যাড়ামি ভাল লাগছে!!! =p~ =p~ =p~

৮| ২৫ শে মে, ২০১৩ রাত ২:৩৪

চুরি যাওয়া আগুন... বলেছেন: চ্রম পিলাচ+++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.