নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পারবে আমায় বলতে কোথায় ঐ দূর আকাশের শেষ কিংবা আমায় এনে দিতে নতুন সোনার বাংলাদেশ

যত্নহীন রবি

আমার সম্পর্কে বলার মত বিশেষ কিছুই নাই । রবিউল হোসেন চৌধুরী নামের এই আমি চাটগাঁ থাকি, Graduation করছি। অনেক আজাইরা চিন্তা করি, নিজেকে ভূলে থাকার চেষ্টা করি ,এই আর কি............

যত্নহীন রবি › বিস্তারিত পোস্টঃ

একটু সাহায্য দরকার । যারা গবেষনার কাজ করেছেন প্রশ্নটা কেবল তাদের জন্য

২৮ শে মে, ২০১৩ রাত ২:৫৭

যেটুকু জানি স্কলারশীপ নিয়ে বাইরে যেতে হলে কিছু রিসার্চ আর্টিক্যাল প্রাইওরিটি বাড়িয়ে দেয় ।।

আমার প্রশ্নটা হলো রিভিউ আর্টিক্যাল গুলোকে বাইরে কতটুকু মূল্যয়ন করে ? ভাল এবং গ্রহনযোগ্য রিভিউ পেপার প্রকাশ করতে হলে কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দেয়া উচিত ??

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৩ রাত ৩:০৮

বাংলার হাসান বলেছেন: এটা নির্বর করে আপনি কি সাবজেক্টর উপর ভিত্তি করে স্কলারশীপ পেতে চান। এবং কোন দেশে কি বিষয়ের উপর বেশি স্কলারশীপ দেয় তার উপর ভিত্তি করেই আপনাকে সামনে বাড়তে হবে।

২৮ শে মে, ২০১৩ রাত ৩:২৪

যত্নহীন রবি বলেছেন: একচ্যুয়েলি ভাইয়া জানতে চেয়েছে রিসার্চ আর্টিক্যাল এবং রিভিউ পেপার একই ক্যাটাগরির কিনা ? রিভিউ পেপারের ভেল্যু কেমন ?

২| ২৮ শে মে, ২০১৩ ভোর ৪:০০

বাংলার হাসান বলেছেন: এটা নির্বর করে আপনার রিসার্চ এর উপর।

৩| ২৮ শে মে, ২০১৩ ভোর ৪:০৩

প্রযুক্তি বলেছেন: review paper temon kono kaj dei na. review paper er theke conference e olpo sholpo result present korao valo

৪| ২৮ শে মে, ২০১৩ সকাল ৭:০৭

ধৈঞ্চা বলেছেন: কিছু কিছু ক্ষেত্রে অরিজিনাল রিসার্স পেপার থেকে রিভিউ পেপারের মূল্যায়ন অনেক বেশী। যাদের ভাল মানের বেশ কিছু রিসার্স পেপার আছে কেবল তারাই রিভিউ পেপার লেখার সাহস করতে পারে। আমি বলতে চাচ্ছি ভাল মানের রিভিউ পেপার লেখার জন্য অনেক অনেক দক্ষতার প্রয়োজন।
যাদের রিসার্স পেপার লেখার কোন অভিজ্ঞতা নাই তারা যদি রিভিউ পেপার লিখতে চায় সেটা হবে ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাওয়ার মতো, আর কোয়ালিটি কেমন হবে তা বুঝতেই পারছেন।
ধরেই নেওয়া হয় যারা মাস্টার্স বা পিএইডির জন্য দেশের বাইরে স্কলারশীপের চেষ্টা করছে তাদের ফাষ্ট অথার হিসাবে কোন রিভিউ পেপার থাকার কথা নয়। এ ক্ষেত্রে রিভিউ পেপার থাকাটা অবাক হওয়ার মত ব্যাপার এবং এর প্রভাব হিতে বিপরীত হতে পারে।

২৮ শে মে, ২০১৩ রাত ৯:০০

যত্নহীন রবি বলেছেন: আপনার মন্তব্যটা বেশ গুরুত্বপূর্ণ ।।

আমার রিসার্স পেপার একটি পাবলিসড হয়েছে । অন্য একটির কাজ চলছে । অন্যদের সাথে সংযুক্ত কাজ করার কারণে কিছুদিনের জন্য বর্তমান কাজটি বন্ধ আছে । তাই ভাবছিলাম ফ্রি সময়টাতে একা একটা রিভিউ পেপার কাজ করব কিনা ।। তবে আউটপুট যদি ভাল এবং গুরুত্বপূর্ণ না হয় তবে কাজ করে অযথা সময় নষ্ট করতে চাই না ।।এখন আশা করি সাজেশন দিতে পারবেন করা যায় কিনা ?

৫| ২৮ শে মে, ২০১৩ দুপুর ২:০১

তিতাস একটি নদীর নাম বলেছেন: ধৈঞ্চা বলেছেন: কিছু কিছু ক্ষেত্রে অরিজিনাল রিসার্স পেপার থেকে রিভিউ পেপারের মূল্যায়ন অনেক বেশী। যাদের ভাল মানের বেশ কিছু রিসার্স পেপার আছে কেবল তারাই রিভিউ পেপার লেখার সাহস করতে পারে। আমি বলতে চাচ্ছি ভাল মানের রিভিউ পেপার লেখার জন্য অনেক অনেক দক্ষতার প্রয়োজন।
যাদের রিসার্স পেপার লেখার কোন অভিজ্ঞতা নাই তারা যদি রিভিউ পেপার লিখতে চায় সেটা হবে ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাওয়ার মতো, আর কোয়ালিটি কেমন হবে তা বুঝতেই পারছেন।
ধরেই নেওয়া হয় যারা মাস্টার্স বা পিএইডির জন্য দেশের বাইরে স্কলারশীপের চেষ্টা করছে তাদের ফাষ্ট অথার হিসাবে কোন রিভিউ পেপার থাকার কথা নয়। এ ক্ষেত্রে রিভিউ পেপার থাকাটা অবাক হওয়ার মত ব্যাপার এবং এর প্রভাব হিতে বিপরীত হতে পারে

সহমত

৬| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:০৬

মাইন রানা বলেছেন: আপনি কোন বিষয়ে গবেষনা করতে চান সেটার উপর নির্ভর করে।

যে দেশে যাবেন সেই দেশের বিভিন্ন ভার্সিটি খুঁজে দেখেন তাঁদের কোন কোন বিষয় সুযোগ বেশি।

কোন দেশে যাবেন ঠিক করেন
আপনার বিষয় কি সেটা ঠিক করেন

২৮ শে মে, ২০১৩ রাত ৯:০২

যত্নহীন রবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.