নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠকের মুগ্ধতাই আমার লেখার প্রেরণা, সত্য প্রচার আমার লেখার উদ্দেশ্য আর মিথ্যাকে বিনাশ করে দিকেদিগন্তে সত্যের আলোকচ্ছটার বিচ্ছুরণই আমার লেখার চূড়ান্ত লক্ষ্য।

বিদ্রহীসূত

রাকীব আল হাসান, সহকারী সাহিত্য সম্পাদক, দৈনিক বজ্রশক্তি।

বিদ্রহীসূত › বিস্তারিত পোস্টঃ

সবসময় কি নিয়ন্ত্রণে রাখা যায়?

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৮

কোন কিছু নিয়ন্ত্রণ করা মানে হোল তা পরিমিত বা স্বল্প মাত্রায় চালানো। নিয়ন্ত্রণ মানে সেটা একেবারে বন্ধ করা নয়। যেমন: জন্ম নিয়ন্ত্রণ কোরে কেউ নিঃসন্তান হয় না, পরিমিত মাত্রায় অর্থাৎ ১ থেকে ২টা সন্তান নেয়। একই ভাবে খাবার নিয়ন্ত্রণের মাধ্যমে যখন কেউ স্বাস্থ্য ঠিক রাখতে চায় তখন কিন্তু সে খাওয়া বন্ধ করে না, সে খাবার গ্রহণ করে পরিমিত মাত্রায়। অর্থাৎ নিয়ন্ত্রণ শব্দটা সেই জিনিসের ক্ষেত্রেই ব্যাবহার হওয়া উচিত যে জিনিস আপনার প্রয়োজন নিয়ন্ত্রিত মাত্রায়। কিন্তু আজ দেখা যায় নিয়ন্ত্রণ শব্দটি অনেক জায়গায় ব্যাবহৃত হচ্ছে যেখানে ব্যাবহার হওয়া সমীচীন নয়। যেমন: মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এর কাজ কী? এর কাজ হোল- মাদক নিয়ন্ত্রণ করা, মাদক বন্ধ করা নয়। কারণ মাদক বন্ধ করলে কিছু অসাধু মাদক ব্যবসায়ীদের ইনকাম কমে যাবে এবং অনেক রাজনৈতিক নেতা-নেত্রীদের ও সরকারী আমলাদের ইনকাম কমে যাবার অশঙ্কা থাকায় তা বন্ধ করা যাবে না। এমন ভাবে নিয়ন্ত্রণ করতে হবে যেন তাদের ছেলে-মেয়েরা এতে অভ্যস্ত হয়ে না পড়ে। কিন্তু এটি কি সব সময নিয়ন্ত্রণে থাকে? থাকে না। যেমন নিয়ন্ত্রণে রাখতে পারে নি ঐশীর বাবাও। ফলে বলি হতে হয়েছে নিজেকেই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.