নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠকের মুগ্ধতাই আমার লেখার প্রেরণা, সত্য প্রচার আমার লেখার উদ্দেশ্য আর মিথ্যাকে বিনাশ করে দিকেদিগন্তে সত্যের আলোকচ্ছটার বিচ্ছুরণই আমার লেখার চূড়ান্ত লক্ষ্য।

বিদ্রহীসূত

রাকীব আল হাসান, সহকারী সাহিত্য সম্পাদক, দৈনিক বজ্রশক্তি।

বিদ্রহীসূত › বিস্তারিত পোস্টঃ

গণতান্ত্রিক অধিকারের নামে যা করা হোচ্ছে

০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৩

১. পিকেটিং

২. অগ্নিসংযোগ

৩. রেল-লাইন উপড়ে ফেলা

৪. মানুষকে অগ্নিদগ্ধ করা

৫. সাধারণ মানুষকে জিম্মি কোরে স্বার্থ উদ্ধার করা

৬. সরকারি তথা জনগণের গাছ কর্তন করা

৭. দেশের সম্পদ, জনগণের সম্পদ ধ্বংস করা

৮. ককটেল, পেট্রোল বোমা মেরে জনমনে আতঙ্ক সৃষ্টি করা

৯. সাধারণ মানুষের জীবন কেড়ে নেওয়া

১০. আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা করা

১১. সরকারি-বেসরকারি অফিস-আদালতে ককটেল মেরে আতঙ্ক সৃষ্টি করা

১২. সাধারণ ব্যবসায়ীদের ব্যবসাপ্রতিষ্ঠান, দোকান-পাট জ্বালিয়ে দেওয়া, ভাংচুর করা

১৩. দুর্বলের সম্পদ সবলেরা অন্যায়ভাবে কেড়ে নেয়া

১৪. সম্মানিত ব্যক্তিবর্গের ও আইন-আদালতের অবমাননা করা, অসম্মান করা

১৫. স্বদেশের বিরুদ্ধে, দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে নানা উষ্কানি দিয়ে সাধারণ জনতাকে উত্তেজিত করা এবং বিদেশি প্রভুদের দাওয়াত দিয়ে ডেকে আনা

১৬. সংবাদপত্রের গাড়ি, এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ির ওপরও হামলা ও ভাংচুর করা

১৭. শিক্ষাঙ্গনে সম্মানিত শিক্ষকবৃন্দের লাঞ্ছিত করা, তাদের উপর নির্যাতন করা

১৮. অধিকার প্রতিষ্ঠার নামে শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাস করা

১৯. দেশের জনসাধারণের মতের , সম্মতির, সন্তষ্টির তোয়াক্কা না কোরে জোর-জবরদস্তি কোরে ক্ষমতায় থাকা বা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করা



যে সিস্টেমের দোহাই দিয়ে উপরোক্ত জনবিরোধী কার্র্য্যক্রম চালানো হয়, যে সিস্টেম এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে বৈধতা দেয়, যে সিস্টেম মানুষের জীবনকে দুর্বিসহ কোরে তোলে, ধ্বংসের দিকে নিয়ে যায় সেই ভয়াবহ, মরণঘাতী সিস্টেম এক্ষুণি পরিবর্তন করা জরুরী।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৫

হাসিব০৭ বলেছেন: সহমত পাশাপাশি একটি কথাও বলতে চাই স্বাধীনাতার পরবর্তীতে যে সরকারই এসেছে তারা কি শান্তিপূর্ন কোন কর্মসূচি পালন করতে দিয়েছে বিরোধীদলকে? যদি না দিয়ে থাকে তাহলে তো এরকমই হবার কথা তাই না। সেটা সকল দলের ক্ষেত্রেই

০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৩

বিদ্রহীসূত বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপনি একদম ঠিক বলেছেন, এজন্যই আমি সিস্টেমের পরিবর্তন চেয়েছি। কারণ বর্তমান গণতন্ত্র নামের যে সিস্টেমের মধ্যে আমরা আছি তার পরিবর্তন না করে আমরা যদি হাজার বার সরকার পরিবর্তন করি কোন লাভ হবে না, যে সরকারে যাবে তার চরিত্রই হবে বর্তমান সরকারের মতোই আবার বিরোধী দলে যারা যাবে তারাও বর্তমানের ন্যায় আচরণ করবে এটা আমদের বুঝতে আর বকি নেয়। কথায় আছে না? যে যায় লাঙ্কায় সে হয় রাবন।
তাই আমি সিস্টেম পরিবর্তনের পক্ষে।

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৫

ঢাকাবাসী বলেছেন: ক্রিয়ার প্রতিক্রিয়া থাকবেই। এদেশে ওটাই ট্রাডিশন।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৫

বিদ্রহীসূত বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১০

ঢাকাবাসী বলেছেন: ক্রিয়ার প্রতিক্রিয়া থাকবেই। এদেশে ওটাই ট্রাডিশন।

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১১

ম্যাংগো পিপল বলেছেন: আপনার পয়েন্ট গুলি ঠিক, বাট দৃস্টিভঙ্গী একেবারেই সাইক্লপের মত ।

হাসিব ভাইয়ের সাথে ১০০০% সহমত।

আপনি এত কিছু বুঝেন, কিন্তু প্রধানমন্ত্রীর পদত্যাগ করে নিরপেক্ষ কারো অধীনে নির্বাচন দেওয়া দরকার এটা বুঝেন না ??

০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৬

বিদ্রহীসূত বলেছেন: ধন্যবাদ। আমিও হাসিব ভাইয়ের সাথে একমত। আমি কিন্তু কোন দলের কথা বলিনি, আমি শুধু বর্তমান গণতন্ত্র নামের যে অকার্যকর, ব্যর্থ সিস্টেমের যাতাকলে নিষ্পেষিত আমরা- তার কথা বলেছি। এই সিস্টেমে আজ যে বিরোধী দলে আছে কাল সে সরকারি দলে গেলে একই চরিত্রের হবে। কাজেই সরকার বা বিরোধী দলের দোষ দিয়ে লাভ কী?
এই সিস্টেমের বিভৎস রূপটি আমি দেখাতে চেয়েছি।
এজন্যই আমি সিস্টেমের পরিবর্তন চেয়েছি। কারণ বর্তমান গণতন্ত্র নামের যে সিস্টেমের মধ্যে আমরা আছি তার পরিবর্তন না করে আমরা যদি হাজার বার সরকার পরিবর্তন করি কোন লাভ হবে না, যে সরকারে যাবে তার চরিত্রই হবে বর্তমান সরকারের মতোই আবার বিরোধী দলে যারা যাবে তারাও বর্তমানের ন্যায় আচরণ করবে এটা আমদের বুঝতে আর বকি নেয়। কথায় আছে না? যে যায় লাঙ্কায় সে হয় রাবন।
তাই আমি সিস্টেম পরিবর্তনের পক্ষে।

৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৬

সুমন কর বলেছেন: ভাল বলেছেন।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৫

বিদ্রহীসূত বলেছেন: ধন্যবাদ ভাল মনে পড়ার জন্য।

৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

রাজীব নুর বলেছেন: সহজ সরল সত্য কথা ।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৫

বিদ্রহীসূত বলেছেন: ধন্যবাদ।

৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪০

হাসিব০৭ বলেছেন: Government By the people

For the people

of the people


হায়দার হোসেনের এই গানটা খুব মিস করছি এখন

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৭

বিদ্রহীসূত বলেছেন: বর্তমানে এটি হয়েছে- Democracy is the Government off the people buy the people and far the people.
ধন্যবাদ।

৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৯

বোকার হদ্দ বলেছেন: গণতান্ত্রিক সিস্টেম দ্বারা এই কাজ খুবই জায়েজ। গণতান্ত্রিক হইতে মুঞ্চায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.