![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যারা গ্রামীনফোন ব্যাবহার করেন তাদের দিয়ে আবার শুরু হতে যাচ্ছে মোবাইল নাম্বার পরিবর্তনের বিড়ম্বনা।
বর্তমানে বাজারে গ্রামীনফোনের ০১৭৯******* সিরিজের সিমকার্ড পাওয়া যাচ্ছে। গানিতিক নিয়ম অনুসারে ৯ এর পর কোন মুল বা মৌলিক সংখ্যা নেই।
যার কারনে গ্রামীনফোনকে ০১৭৯******* সিরিজের সিমকার্ড বিক্রয় শেষ হবার পর পুনরায় ০১৭১******** সিরিজের সিম নাম্বার বের করতে হবে। তাহলে পুরনো ব্যাবহারকারীগনের কি হবে ? তাদের নাম্বার তো রিপ্লেস করা যাবে না। পুরনো গ্রাহকদের মোবাইল নাম্বার ১১ ডিজিটের পরিবর্তে ১২ ডিজিটে রুপান্তরিত হবে।সেক্ষেত্রে তাদের পূর্বের নাম্বারে ০১৭ এর পরে একটি অতিরিক্ত ১ বসাতে হবে। ধরুন আপনার বর্তমান মোবাইল নাম্বার ০১৭১২৩৪৫৬*৮ , এক্ষেত্রে আপনার নতুন নাম্বার হবে ০১৭১১২৩৪৫৬*৮ । যদি আপনার নাম্বার হয় ০১৭৩২৩৪৫**** , তাহলে আপনার নতুন নাম্বার হবে ০১৭১৩২৩৪৫**** ।
আগেও একবার এভাবে নাম্বার পরিবর্তন হয়েছিল। তখন প্রথমদিকে অনেকে পুরনো নাম্বারে ফোন দিয়ে গ্রাহককে পেত না , কারন সবাই এ বিষয়ে অবগত ছিল না । হয়তো এবারো প্রথম দিকে একই সমস্যা হতে পারে।
১০ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩
পাঠক মোস্তাফিজ বলেছেন: ঠিক বলছেন ভাই । এছাড়া কোন উপায় নাই
২| ১০ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬
সুমন কর বলেছেন: ঝামেলার কাজ!
১০ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫০
পাঠক মোস্তাফিজ বলেছেন: প্রথম কয়েক মাস ভালই ঝমেলা হবে বলে মনে হচ্ছে
৩| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৬
ইকরাম বাপ্পী বলেছেন: এত্তো সিমের মাঝে ঠিক কতটা আর ব্যবহার করা হয়? সেগুলা আবার রিভিউ করা উচিৎ। আমাদেরতো একটা স্বভাব হয়েছে সব কোম্পানির সিম ব্যবহার করা, অন্তত ব্যবহার না করলেও কিনে রেখে দেই দেখা যায়। তার থেকে মোবাইল নাম্বার পোর্টেবিলিটি চালু করলে মনে হয় এই সমস্যা আরো পরে ফেইস করতে হবে।
১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৬
পাঠক মোস্তাফিজ বলেছেন: আমাদের দেশে বন্ধ সিমের বিশেষ অফারে এর জন্য অনেকাংশে দায়ী ।
তবে মোবাইল নাম্বার পোর্টেবিলিটি চালু করলে সবায় উপকৃত হবে
৪| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৮
শাহরিয়ার খান রোজেন বলেছেন: রেজিষ্ট্রেশন ফেইল সিমগুলিতো নবায়ন করে ছাড়তে পারে।
১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০২
পাঠক মোস্তাফিজ বলেছেন: আমি যতোটুকু শুনেছি, ভবিষ্যৎ এ রি-রেজিষ্ট্রেশন চালু হলে সিমের প্রকৃত মালিকগন পুনরায় রেজিষ্ট্রেশন করতে পারবে। তাছাড়া স্বল্প সংখ্যক ডি-রেজিষ্ট্ার সিমগুলি নবায়ন করলে তা ব্যাপক চাহিদা পুরন করতে সক্ষম হবে না।
৫| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৩
অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: আপনি যে রকম বলছেন ব্যাপারটা সে রকম নয়।
এখানে মৌলিক সংখ্যার কোনো সমস্যা নেই। এর আগে সংখ্যা বর্ধিত করা হয়েছিল অপারেটরদের অদূরদশির্তা আর মেধার অভাবে।
যখন কোনো ডিজিট প্রবর্তণ করা হয় তখন মোট সংখ্যা কম্বিনেশন ও পারমুটেশন এর হিসাবে বের করে সম্ভাব্য সবোর্চ্চ গ্রাহক সংখ্যার অনূকুলে ডিজিট নির্ধারণ করা হয়।
ধরুন ঢাকা শহরে প্রথমে ৬ ডিজিটের ল্যান্ড ফোন ছিল। কম্বিনেশন ও পারমুটেশন করে সবোর্চ্চ সংখ্যক ইউনিক একক পূরণ হয়ে গেলে ৭ডিজিট প্রবর্তণ করা হোল। মাত্র একটি ১ডিজিট বাড়লে কম্বিনেশন পারমুটেশনের অংকে বিশাল পরিমান বেড়ে যায় মোট সংখ্যা ৬ ডিজিটের তুলনায় ৭ ডিজিটে। বহুবছর ধরে চর্চা নেই, তাই অংকে করে দেখাতে পারছিনা। তবে জানি ব্যাপারটি এরকমই।
যারা ডিজিট সংখ্যা নির্ধারণ করেন তারা ভবিষ্যৎ সম্ভাব্য সবোর্চ্চ ব্যবহার কারী নিধারর্ণ করে যত কম সংখ্যক ডিজিটে কম্বিনেশন পারমুটেশন করে তা পূরণ করা হয়।
এখানে ঐ সব কর্তৃপক্ষের অবিমৃশ্যকারীতা থেকে আমরা নম্বর পরিবর্তনের ঐ ভোগান্তিতে পড়েছি।
১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৭
পাঠক মোস্তাফিজ বলেছেন: জি ভাই, আপনি ঠিক বলেছেন।
ডিজিট যত কম সংখ্যার মধ্যে রাখা যায় তত ভাল।
কিন্তু আমাদের ফালতু মোবাইল অপারেটরগুল সম্ভবত পূর্বেরমত সহজ-সরল পদ্ধতি " ১ ডিজিট বাড়িয়ে দেওয়া " পদ্ধতি অনুসরন করবে
৬| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৪
ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
গ্রামিনের চালু গ্রাহক কত?
১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৪
পাঠক মোস্তাফিজ বলেছেন: বিটিআরসির রিপোর্ট অনুযায়ী গত ৩০ জুন ২০১৩ পর্যন্ত গ্রামীনফোনের গ্রাহক সংখ্যা ৪ কোটি ৩৯ লাখ ৬৭ হাজার।
৭| ১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৪
নক্শী কাঁথার মাঠ বলেছেন: ৯ কোটি গ্রাহককে ইউনিক নাম্বার দেয়া যাবে এখনকার সিস্টেমে, কাজেই ডিজিট বাড়ানোর আপাতত কোন কারন নেই।
১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৪
পাঠক মোস্তাফিজ বলেছেন: ডিজিট না বাড়ালেই ভাল ।
hope for the best.......
৮| ১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০২
জনাব মাহাবুব বলেছেন: এতবড় ডিজিট মনে রাখাই কষ্টকর, সেখানে যদি আরো অতিরিক্ত একটি সংখ্যা যোগ হয় তাহলে কেমন লাগে
সংখ্যা না বাড়িয়ে বরঞ্চ কমাতে পারলে সবাই হাফ ছেড়ে বাচতো
১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪
পাঠক মোস্তাফিজ বলেছেন: দেখা যাক শেষ পর্যন্ত আমাদের মোবাইল অপারেটরগুলো কি পদক্ষেপ নেয়
৯| ১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮
কস্কি বলেছেন: কন্কি !!!!!
তয় কাহিনী কইলাম অন্যরকম!!!!
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪১
মোঃ আনারুল ইসলাম বলেছেন: কি আর করা আমাদেরকে তাদের নিয়মেই চলতে হবে।