নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন নিয়মিত ব্লগ পাঠক

আমি লেখা-লেখিতে তেমন দক্ষ না। মুলত একজন পাঠক । তারপরও কিছু লেখা লিখতে চাই মনের মত করে

পাঠক মোস্তাফিজ

পাঠক মোস্তাফিজ › বিস্তারিত পোস্টঃ

লম্বা হতে সাহায্য করবে যে ৫টি সবজি

১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৩

লম্বা হতে কে না চায় বলুন? নারী-পুরুষ সবাই চায় লম্বা হতে। লম্বা হলে দেহের আকৃতিও সুন্দর দেখায়। সেই সঙ্গে সব ধরনের পোশাক-আশাকই মানিয়ে যায় বেশ সহজেই। আর তাই নিজের কিংবা নিজের সন্তানের উচ্চতা নিয়ে অনেকেই চিন্তায় থাকেন।



সাধারনত বংশগত বৈশিষ্ট্যের উপর কার উচ্চতা কেমন হবে তা নির্ভর করে অনেকাংশেই। কিন্তু বংশগত বৈশিষ্ট্য ছাড়াও পুষ্টির উপরও উচ্চতা নির্ভর করে। কিছু কিছু খাবার উচ্চতা বৃদ্ধিতে সহায়ক। সাধারণত পুরুষের উচ্চতা সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত ও নারীর উচ্চতা সর্বোচ্চ ২১ বছর পর্যন্ত বৃদ্ধি পায়। আর এই বেড়ে ওঠার সময়টাতে উচ্চতা বিশেষ খাবার গুলো খাবার তালিকায় নিয়মিত রাখলে উচ্চতা বৃদ্ধি পায় অনেকখানি।



সবজি দেখলে না কুঁচকে ফেলেন? একটুও ভালো লাগে না সবজি খেতে? তাহলে এবার নিজেকে তৈরি করে নিন। কেননা উচ্চতা বাড়াতে চাইলে এবার কিছু সবজি খেতেই হবে আপনাকে।



চলছে শীতকাল। এই সময়ে বাজারে মিলবে অসাধারণ সব সবজি যা দেহে গ্রোথ হরমোনের কার্যকারিতা বৃদ্ধি করে লম্বা হতে সহায়তা করবে। আসুন জেনে নেয়া যাক উচ্চতা বৃদ্ধিতে সহায়ক ৫টি শীতকালীন সবজি সম্পর্কে।



বাঁধাকপি: বাঁধাকপিতে আছে ক্যান্সার প্রতিরোধী উপাদান। এছাড়াও বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, আয়রন, প্রোটিন ও ফাইবার আছে। এই উপাদান গুলো সম্মিলিত ভাবে শরীরের বৃদ্ধি ত্বরান্বিত করতে সহায়তা করে এবং গ্রোথ হরমোনের কার্যকারিতা বাড়ায়।



মটরশুঁটি: শীতকালীন এই সবজিটি খেতে অত্যন্ত সুস্বাদু ও সবার কাছে বেশ জনপ্রিয়। বড় ছোট সবাই খুব পছন্দ করে মটরশুঁটি খেয়ে থাকেন। মটরশুটিতে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, ফাইবার, লু্টইেন ও প্রোটিন আছে যা শরীরের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে এবং উচ্চতা বাড়াতে সহায়ক।



ব্রোকলি: ব্রোকলি হলো ফুলকপি গোত্রের একটি সবজি। বিদেশি সবজি হলেও আমাদের দেশে উৎপাদিত হচ্ছে । দেখতে ফুলকপির মত এই সবজিটির রঙ সবুজ। ব্রোকলি খুবই পুষ্টিকর একটি সবজি। ব্রোকলিতে ভিটামিন সি, অনেক রকম ফাইবার ও আয়রন আছে। এছাড়াও ব্রকলিতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। ব্রকলি গ্রোথ হরমোনের কার্যক্ষমতা বাড়ায় এবং উচ্চতা বাড়াতে সহায়তা করে।



চিত্রঃ ব্রোকলি (Broccoli)



ঢেঁড়স: কিছুটা আঠালো এই সবজিটি অনেকেরই প্রিয় খাবার। আবার আঠালো ভাবের জন্য কেউ কেউ অপছন্দও করেন ঢেঁড়স সবজিটি। ঢেঁড়স কারো কারো কাছে ভেনডি নামেও পরিচিত। ঢেঁড়স একটি পুষ্টিকর সবজি। এতে আছে ভিটামিন, মিনারেল, কার্বোহাইড্রেট, পানি ও ফাইবার। এই উপাদানগুলো গ্রোথ হরমোনের কার্যক্ষমতা বাড়িয়ে উচ্চতা বাড়াতে সহায়তা করে।



পালং শাক: পালং শাক পৃথিবীর সবচাইতে বেশি পুষ্টিকর খাবারগুলোর মধ্যে একটি। পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন, ফাইবার ও মিনারেল আছে। ফলে পালং শাক গ্রোথ হরমোনের কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং দেহের উচ্চতা বাড়াতে সহায়তা করে।





Link

মন্তব্য ২৫ টি রেটিং +১/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩০

অদিব বলেছেন: ব্রোকলি বাদে তো সবগুলাই খাই। তারপরেও তো লম্বা হইতে পারতেছি না! আএ এক ইঞ্চিই তো চাই! :( :( :( তাইলেই ৬ ফুট পুরা হয়! :D :D :D

১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৩

পাঠক মোস্তাফিজ বলেছেন: ভাই , আপনি যে ৫.১১" হয়েছেন তা কিন্তু কম না । ব্রোকলি খেয়ে আর ১" চেষ্টা করতে পারেন :D

২| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৫

সুমন কর বলেছেন: এই পোস্টটি কিছুদিন আগেই সামুতে দেখেছি! আপনি কি কপি-পেস্ট করলেন?? নাকি আপনার দেয়া লিংক থেকে উনি !!

১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৯

পাঠক মোস্তাফিজ বলেছেন: আমি কাল রাতে শেয়ার নিউজে আর্টিকেলটি পড়েছি । নিজের লেখা নয় বলে আমার আর্টিকেলের শেষে শেয়ার নিউজ ২৪ এর Link দেওয়া আছে

১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৮

পাঠক মোস্তাফিজ বলেছেন: তবে শেয়ারনিউজ ২৪ এর নামে বিভিন্ন পেপার ও ব্লগ থেকে কপি করার অভিযোগ শুনেছি । সুতরাং শেয়ারনিউজ ২৪ ও একই কাজ করতে পারে

৩| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৪

মামুন রশিদ বলেছেন: দরকারি পোস্ট!

১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৬

পাঠক মোস্তাফিজ বলেছেন: :)

৪| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৭

শুঁটকি মাছ বলেছেন: ভাল পোস্ট!!!!!

১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৬

পাঠক মোস্তাফিজ বলেছেন: আপনাকে ধন্যবাদ আপু :)

৫| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩২

মোঃ আনারুল ইসলাম বলেছেন: ব্রোকলি নাম নতুন শোনলাম B:-) B:-) তবে বাজারে প্রায় দেখি আমি মনে করি হয়ত ফুলকপির গাছ নষ্ট হয়ে কালার এই রকম হয়েছে। :( :( গুন জেনে ভালই লাগল দেখি সকালেই বাজার করার সময় কিনে দেখতে হবে টেস্ট কেমন।

পোস্টে ++++++

১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৭

পাঠক মোস্তাফিজ বলেছেন: + দেবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ :)

৬| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৩

খেয়া ঘাট বলেছেন: ব্রোকলিটা খুবই প্রিয় খাবার। হালকা আঁচে ভাজি করলে চমৎকার লাগে।

১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৮

পাঠক মোস্তাফিজ বলেছেন: :D

৭| ১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভাই দরকারি পোস্ট

১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৮

পাঠক মোস্তাফিজ বলেছেন: :)

৮| ১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২২

সেলিম আনোয়ার বলেছেন: আসলে সুস্বাস্থ্য বেশি গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে সবজি দারুণ ভূমিকা রাখতে পারে । তবে সবজি গুলো ভেজাল মুক্ত হতে হবে। তার নিষ্চয়তা চাই।

ভাল লেখেছেন।+

১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৩

পাঠক মোস্তাফিজ বলেছেন: + দেবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ :)

আজকাল ভেজাল মুক্ত সবজি খুঁজে পাওয়া অত্যন্ত দুষ্কর ।
খুবই চিন্তার বিষয় :(

৯| ১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো পোস্ট

১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০০

পাঠক মোস্তাফিজ বলেছেন: :)

১০| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০৮

এক্স রে বলেছেন: পালং শাক বাদে আর কিছুই খাইনা :-(

১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৬

পাঠক মোস্তাফিজ বলেছেন: আমিও পালং শাক পছন্দ করি । আগে শাক সবজি একদমই খেতাম না । তবে এখন খেতে শুরু শুরু করেছি :)

১১| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৪

মিজভী বাপ্পা বলেছেন: ধন্যবাদ,এমনিতেই ৫.৯ইঞ্চি + আছি।আরও লম্বু হইতে হপে B-))

১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৮

পাঠক মোস্তাফিজ বলেছেন: B-))

১২| ১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১১

একজন ঘূণপোকা বলেছেন: B-) B-) B-)

১৩| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৪

আবুল তাবুল বলেছেন: সবাই আমার নামের আগে লম্বা যোগ করে ডাকে ...
আর কত লম্বা হতে হবে ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.