![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদিও আমি থার্ড ইয়ারের ছাত্র তবুও বিয়ে নিয়ে চিন্তার জন্য এ সময়টা খারাপ না । বিশেষত যাদের GF নেই , সরাসরি বিয়ের চিন্তা । বিয়ে মানে আমার কাছে একটি চিরস্থায়ী বন্ধন । সারা জীবনের জীবন সঙ্গী খুঁজে পাওয়া ।
কিন্তু সাম্প্রতি আমাদের কিছু প্রতিবেশী এবং আত্মীয়ের ঘটনা শোনার পর বিয়ের চিন্তা যেন দুশ্চিন্তায় পরিনত হয়েছে । আমি উক্ত ঘটনা দুটি এবং শেষে আমার অভিমত তুলে ধরছিঃ
ঘটনা ১:
আমারা যে বিল্ডিং এ ভাড়া থাকি তার একটি বাসার ঘটনাঃ
ছেলেটি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ত । এর মধ্যে তার একটি এয়ার লাইন্স কোম্পানিতে কম্পিউটার অপারেটর বা এই ধরনের চাকরি হয় । ছেলে দেখতে শুনতে ভাল এবং মেয়ে পটাতে ওস্তাদ । কম বয়সী একজন বিমানবালা সাথে প্রেম এবং এর পরিনতি পালিয়ে বিয়ে । প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে মেনে নেয় । ছেলেটি তার মার সাথে স্ত্রী নিয়ে আমাদের বিল্ডিং এ বসবাস শুরু করল । ভালই কাটছিল তাদের জীবন ,কিন্তু ছেলেটি কেন যেন এয়ার লাইন্স এর চাকরি হারাল। এর পর ছোটখাট একটি চাকরি নিল ।
হঠাৎ আগমন ঘটল তৃতীয় পক্ষের । আমাদের সামনের বিল্ডি এ থাকে এলাকার প্রভাবশালী সম্ভ্রান্ত এক ধনী পরিবার । সেই পরিবারে থাকে এক যুবক। সেই যুবকের চ্চখে ধরা পড়ল রুপবতি বিমানবালা । মেয়েটির সাথে কোন ভাবে যোগাযোগ করতে সক্ষম হয় । মেয়েটিও স্বার্থপরেরমত আজানা মোহে ঐ যুবকের প্রেমে পড়ে । যুবকটি মেয়েটিকে প্রস্তাব দেয় যদি সে তার বর্তমান সংসার ছেড়ে চল আসে তাহলে তাকে বিয়ে করবে । মেয়েটি লোভে পড়ে তার বর্তমান সংসার ত্যাগ করল কিন্তু ঐ যুবক তাকে আর বিয়ে করল না । শেষ হয়ে গেল একটি পরিবার , কিছু স্বপ্ন এবং সমাপ্ত হল ভালবাসার।
কম্পিউটার অপারেটর ছেলেটি কিন্তু কম না । সে আবার বিয়ে করেছে । কিন্তু এখানেও নৈতিকতার অবক্ষয়। সে যে মেয়েকে বিয়ে করেছে সেও তার আগের স্বামীকে ত্যাগ করেছে এই বিয়ে কর জন্য । তার ছিল ১০ বছরের কন্যা সন্তান । স্বামী ভালই বিত্তবান । কিন্তু সে সব ফেলে তার চেয়ে অনেক কম বয়সের একটি ছেলেকে বিয়ে করল। ছেলেটি অবশ্য বর্তমানে বিদেশে চাকরি করে । ছেলেটি ছুটিতে এসেছে । এখনো আমাদের বিল্ডিং এ থাকে।
তাদের কোলে এখন ৬ মাসের সন্তান । এখানে ছেলে এবং মেয়ে উভয় অন্যায় করেছে । নতুন পরিবারের সাথে ধ্বংস করে দিয়েছে মেয়েটির আগের সংসার ।
ঘটনা ২:
এবার বলব একজন দূরসম্পর্কের আত্মীয়ের কাহিনী।
তার ছিল সুখের সংসার । দুই ফুটফুটে কন্যা । স্বামী একজন কর্মকর্তা।
তিনি নাকি অসম্ভব সুন্দরী । একদিন গ্রামের বাড়িতে তার এক ফুফাতো ভাইএর বাড়ি গেল নিমন্ত্রন খেতে তার স্বামী নিয়ে । ফুফাতো ভাইএর একজন সিআইডি কর্মকর্তা । সেও বিবাহিত এবং একটি পুত্র সন্তান ছিল ।
ফুফাতো ভাইএর মেয়েটিকে ছোটবেলায় পছন্দ করত । নিমন্ত্রনের দিন তার আবার পুরনো দিনের কথা মনে পড়ল । এর পর থেকে সে শুরু করল মেয়েটির সংসার ভাঙ্গার । তার স্বামীকে ফোন করে মেয়েটি সম্পর্কে নিয়মিত ম মিথ্যা অশালীন কথা বলতে থাকল । স্বামী তাকে মেয়েটিকে অত্যাচার করতে থাকল । বছর খানেক এভাবে চলার পঅর মেয়েটি তার দরিদ্র বাবার কাছে ফিরে গেল । ফুফাতো ভাই তার বাবাকে বিয়ের প্রস্তাব দিল । দরিদ্র পিতা কোন উপায় না দেখে রাজি হল । মেয়েটির সামনেও আর কোন রাস্তা না থাকা বাস্তবতা মেনে নিল । তার ফুফাতো ভাই আগের স্ত্রিকে ডিভোর্স পাঠিয়ে তাকে বিয়ে করল।
এখানও দুটি পরিবার ধ্বংস হয়ে সৃষ্ট হল নতুন একটি পরিবার ।
আমার অভিমত: আমি চাই আমি এবং আমার জীবন সঙ্গিনী সারা জীবন এক সাথে থাকব । সুখে দুঃখে সারা জীবন দুজন দুজনের পাশে থাকব ।আমি চাই আমার সংসার ভালবাসায় অটুট থাকবে । কিন্তু সমাজে আজ সংসার ভাঙ্গা যেন পুতুল খেলা হয়ে দাঁড়িয়েছে । তাই বিয়ে করার আগেই এসব ঘটনা আমাকে ভাবিয়ে তুলেছে । ফলাফল , বিয়ে এক ভীতি ও অনিশ্চয়তায় পরিনত হয়েছে ।
পাঠকগণ , দোয়া করবেন মহান আল্লাহ তায়ালা যেন আমাকে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দান করেন । আমি যেন মনের মত একজন বিশ্বস্ত জীবন সঙ্গী পাই ।
যদিও বিয়ে কবে করব তার কোন ঠিকঠিকানা নেই
১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৩
পাঠক মোস্তাফিজ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ আনারুল ভাই।
দোয়া করি মহান আল্লাহ্ যেন আপনি সহ সবাইকে সুখে রাখেন
২| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৯
নিয়ামুল ইসলাম বলেছেন: বিয়া নিয়া এইরহম চুদুর বুদুর চইলতো ন
১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৪
পাঠক মোস্তাফিজ বলেছেন: ঠিক বলেছেন।
বিয়া নিয়া কোন চুদুর বুদুর চইলতো ন
৩| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৬
পাঠক১৯৭১ বলেছেন: আপনার বিয়ে টিকবে না।
১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫০
পাঠক মোস্তাফিজ বলেছেন: ভাই অভিশাপ দিয়ে না । আর বেশি ভয় লাগে
৪| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৬
গোবর গণেশ বলেছেন:
ভাইরে এক্কেরে মনের কতা কইছুইন
এমনিতেই ছোটখাট একখান চাকরী করি। কোন ক্যাশ ব্যালেন্স নাই। তার উপর এ জাতীয় সমস্যার কথা শুনলে মনে কয় বাউল হয়ে দেশে বিদেশে ঘুইরা বেড়াই। কিছুতেই সাহস পাইতেছিনা রে ভাই।
১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৩
পাঠক মোস্তাফিজ বলেছেন: (
(
(
৫| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৩
দি সুফি বলেছেন: মহান আল্লাহ তায়ালা যেন আমাক আপনাকে এবং সবাইকে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দান করেন। আমিন।
তবে ঘটনা হইল গিয়া, নিয়মিত নামাজ পড়েন, ইসলামের নিয়ম-কানুন মেনে চলেন। ইনশাআল্লাহ্ ঝামেলাহীন জীবন কাটাতে পারবেন।
১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৫
পাঠক মোস্তাফিজ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
দোয়া করি মহান আল্লাহ্ যেন আপনি সহ সবাইকে সুখে রাখেন
প্রত্যেক ধর্ম মানুষকে ন্যায় পথে চলতে আহবান করেছে । প্রত্যেকের তাদের নিজ নিজ ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে ন্যায় পথে চলা উচিৎ
৬| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৪
েফরারী এই মনটা আমার বলেছেন: ধর্ম যার যার উৎসব সবার!!!এই মতবাদের প্রবক্তারা আজ কোথায়?আসুন সবাই পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করি।
Click This Link
৭| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫০
ইকরাম বাপ্পী বলেছেন: পুলাপান সব নষ্ট হইয়া গেছে... ... ...
ভাই নিজের প্রতি নিজে বিশ্বাস সম্মান আর নিজের মূল্যবোধ বজায় রাখলে মনে হয় না কখনও এমন সমস্যা হবার কথা না...
১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪১
পাঠক মোস্তাফিজ বলেছেন: হুম ।
কিন্তু যখন স্বামী বুঝতে পারে না স্ত্রীর মনে কি আছে , স্ত্রী বুঝতে পারে না স্বামীর মনে কি আছে তখন সমস্যা হয়ে থাকে
৮| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৮
নক্শী কাঁথার মাঠ বলেছেন: আমার অভিজ্ঞতায় দেখেছি মেয়েদেরকে সব সময় হালকা পেইনের উপর রাখতে হয় । বেশি ভালো থাকলে ওদের ভালো লাগেনা, এদিক-সেদিক মন চলে যায়। বিয়ে করবেন, আর এমন ভাবে বউকে রাখবেন যেন আপনার মন পেতেই সে ব্যস্ত থাকে। বউকে বিশ্বাস করবেন, কিন্তু কাল সে আপনার অবিশ্বাসের কারন হবেনা এইভাবে বিশ্বাস করবেননা। মানুষ আজ ভালো, কাল খারাপ, এটা ছেলে-মেয়ে উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। এজন্য আমাদের উচিৎ ভালোটা আশা করা, আর খারাপের জন্য প্রস্তুত থাকা। এই নিয়ে টেনশনের কিছু নেই।
৯| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:২৪
জ্বালো ইসলামের আলো বলেছেন: বাপ্পি Click This Link
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৬
মোঃ আনারুল ইসলাম বলেছেন: বতস দোয়া করেদিলাম।