![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে সবাই পছন্দ করে কিন্তু গ্রহন করে না।স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাতে চাই। ইচ্ছে করে জীবনটাকে স্বপ্নের মতই সাজাই।তাই স্বপ্নের পেছনে ছুটি প্রতিনিয়ত..........।
পরস্পর -পরস্পরের দিকে
এখন ও মধ্যরাত-চাঁদ উঠেনি পশ্চিমে
তোমার চুল হাওয়ার ঝাপটায় আমায় ছুতে চায়
-আর তুমি?
মগ্ন উৎসুক ঠোঁট-প্রত্যাশায় চায় মরন চুমো
বাহু চায় বাহুর সান্নিধ্য
কী অদ্ভুত এই রাএি!
বাতাসে শূন্যতায়-কীসের গুন্জন উঠে
কানপাতি..ছুয়ে দেখতে চাই রাতের নগ্ন শরীর!
শেষমেশ অনুভূতি ডুবিয়ে উঠে কান্নার রোল
সপ্ন-এ এক দুঃসপ্ন মায়াময় ক্ষতের
খানিকবাদে টের পাই;হেলায় ফেলায় ফেলে যাওয়া
এক পরিত্যক্ত কৌটা আমি!
২৬/১/২০১৪
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১৭
অরুদ্ধ সকাল বলেছেন:
এক পরিত্যক্ত কৌটা আমি!এক পরিত্যক্ত কৌটা আমি!এক পরিত্যক্ত কৌটা আমি!এক পরিত্যক্ত কৌটা আমি!এক পরিত্যক্ত কৌটা আমি!এক পরিত্যক্ত কৌটা আমি!এক পরিত্যক্ত কৌটা আমি!
দারুন লিখেছেন।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৫
নাসির শ্রাবন বলেছেন: ধন্যবাদ মন্তব্যর জন্য......
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৪
সুমন কর বলেছেন: ভাল লাগল
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৩
নাসির শ্রাবন বলেছেন: ধন্যবাদ মন্তব্যর জন্য....
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
এয়ী বলেছেন: সুন্দর