![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে সবাই পছন্দ করে কিন্তু গ্রহন করে না।স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাতে চাই। ইচ্ছে করে জীবনটাকে স্বপ্নের মতই সাজাই।তাই স্বপ্নের পেছনে ছুটি প্রতিনিয়ত..........।
পৃথিবীটা কেমন জানি
অপরিচিত মেয়ে মানুষের মত
কত রহস্য তার.....!
এইখানে প্রেমিকের ভালোবাসা
ঘুরপাক খায়-বিরহের কোকিলের মত!
তুমি তোমরা কিংবা বেশ্যার দল
শুধুই শরীর চাও-পয়সার ছোবল
চাও সন্তান-সামাজিক স্বীকৃতি
সবটাই ঝোলায় ভরে -শেষে লাথি!
শুধু তো ভালোবাসতে চেয়েছি
তাই বলে গিলে খাবে-খাচ্ছ
আমাকে রাক্ষুসীনির মত!
আমি ও আদম সন্তান
রাক্ষুসীনির নদীতে তাই ভাসাচ্ছি
প্রেমের শত সাম্পান!!
(৫/৫/২০১৪)
©somewhere in net ltd.