নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

"গুরবে কুশতন শব-ই আওওল"

স্বপ্ন দেখতে ভালোবাসি, স্বপ্ন দেখাতে চাই।চরমভাবে আমি নব সৃজনে বিশ্বাসীএবং বি:শ্বাস করি মানবতার মুক্তি ।কিছু করতে চেষ্টা করি যাতে মানবকল্যান হয়।

নাসির শ্রাবন

আমাকে সবাই পছন্দ করে কিন্তু গ্রহন করে না।স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাতে চাই। ইচ্ছে করে জীবনটাকে স্বপ্নের মতই সাজাই।তাই স্বপ্নের পেছনে ছুটি প্রতিনিয়ত..........।

নাসির শ্রাবন › বিস্তারিত পোস্টঃ

অভিলাস

২৬ শে জুন, ২০১৫ রাত ৯:১৯

আঁকা বাঁকা পথ- চলেছি নিরুদ্দেশ
মনে হয় চলেছি কোন ব্যস্ত নগরীর পথে
ব্যস্ত নগরী সেতো এক মহা জ্বালা
মানুষ গুলো নির্দয় নেই কোন মায়া।
দূরের মাঝে দেখা যায়-ঐ তো
বেশি দূরে নয় যে মহাকালের ছায়া
আর জোরে চলেনা ক্যান-মহাকালের খেয়া।
সামনের পথ ভন্ধুর,কণ্টকাকীর্ণ
মনে হয় সমুদ্রের তর্জন গর্জন মিশেছে সমীরে
খেয়া পার হয়ে যাবে কি নীলিমায়?
তোমাকে দেখার সেই কল্পনার বাসনায়!
জীবনের সমস্থ সঞ্চয় যেন আজ বেহাত
কোন মহা সিঁধেল করেছে জানি না এস্তেমাল
তবু মনের বাসনায় মিশেছে সপ্তবর্ণালি
আকাশ দেখে -মনে আশার সঞ্চারী!
পেয়েছি সপ্তসুর-পেয়েছি মায়ার খোঁজ
শুধু পাইনি তোমাকে আর ভালবাসার জনপদ!

(নাসির শ্রাবণ-১৭/৫/২০১৪)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.