![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে সবাই পছন্দ করে কিন্তু গ্রহন করে না।স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাতে চাই। ইচ্ছে করে জীবনটাকে স্বপ্নের মতই সাজাই।তাই স্বপ্নের পেছনে ছুটি প্রতিনিয়ত..........।
[
উইপোকায় খেয়েছে বইয়ের বান্ডিল
কবিতার খাতা,তাহার কথামালা
অপ্রকাশিত আরও কত বেদনা!
প্রিয়তমা,তুমি কি তবে উইপোকা?
শেষ স্মৃতিটুকু ও কেড়ে নিয়েছ!
আমি তো পালিয়ে বাঁচতে চেয়েছিলাম
তুমি কিনা সর্বস্বান্ত করলে!
আচ্ছা,তুমি কি সব জানলে
নাকি ক্রোদ,ঘৃ্নার রোষানলে পুড়লে?
সবি-যা তোমাকে লিখেছিলাম
অপেক্ষার সেই ১৪৬০ দিনে!
আমি তো সেই কথামালার কথক
আমাকে খেয়ে যাও রাক্ষসী-উইপোকা
তবু তো শান্তি পাব তোমার স্পর্শে!
হয়ত রক্তের মাতালতায় তুমি-প্রলাপ বকতে
আমি তোমাকেই ভালবাসি!
(নাসির শ্রাবণ-২৭/৬/২০১৫)
©somewhere in net ltd.