নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আত্মবিশ্বাসী। নিজের কাজ নিজেই করি। গঠনমূলক সমালোচনা আনন্দের সাথে গ্রহন করি।

রিয়ানা তৃনা

যেখানে জ্ঞান নেই সেখানে বিধাতাও নেই।

রিয়ানা তৃনা › বিস্তারিত পোস্টঃ

হাহাকার

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩০


নগদ ২০ টা হাজার টাকা
আর এক খণ্ড জমি
তাই দিয়ে চোখের জলটা মুছি।
মেয়ে আমার আব্বা বলে
আর কোনোদিক ডাকবে না।
তাতে কি হইসে?
প্রশাসন তো আমার বুক ফাটা
চিৎকার গুলো শুনবে না।
হাতড়ে হাতড়ে কবরের মাটি ধরে
আমার আম্মাজান কে আর কখন
আদর করবে না।
সত্যি তো,
নগদ ২০ টা হাজার টাকা
আর এক খণ্ড জমি
তাই দিয়ে চোখের জলটা মুছি।

স্বরচিত

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:২২

ডঃ এম এ আলী বলেছেন: কি নিদারুন কথা গেলেন বলে, বুঝতে কি পেরেছেন এটা পড়ে কত বাবার চোখ ভিজে যাবে ভিজে জলে । নীজকেও পারিনি করতে সংবরণ ।এ যে অসহায় লক্ষ কোটি বাবার বুক ফাটা করুন আর্তনাদ , চাপা পরে আছে পিশাচ যৌতুক লোভি হিংস্র হায়েনার কুলে । শুধু টাকা ও শেষ সম্বল জমিটুকু নিয়েই ক্ষান্ত নয় , চুরমার করে দিয়েছে অসহায় পিতা ও কন্যাসহ গুটা পরিবারকেই , একদিকে দারিদ্রের কষাঘাত আর দিকে নির্যাতিত কন্যা , সমাজ ও প্রশাসন যেখানে নির্বিকার । চোখের জলে ঝড়ে নিস্ফল নিরব আর্তনাদ, বার বার শুধু নীচে আপনি বিধিত কথা গুলিই যায় বলে :
"নগদ ২০ টা হাজার টাকা
আর এক খণ্ড জমি
তাই দিয়ে চোখের জলটা মুছি।
মেয়ে আমার আব্বা বলে
আর কোনোদিক ডাকবে না।:
খুব ভাল লাগল । লিখে যান অবিরত , কবি থাকে কবিকে নিয়েই , অন্তর দৃষ্টিই কবির সৃষ্টির অনুপ্রেরণা, বাহিরের লাইক ডিজলাইক করে শুধুই দিকভ্রান্ত ।
শুভকামনা থাকল ।

৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:১৩

রিয়ানা তৃনা বলেছেন: স্যার, মনের কথা গুল সরল করে লিখেছি মাত্র। এতে আঘাত পেয়ে থাকলে ক্ষমা করবেন। শুভকামনার জন্য ধনবাদ। ভাল আর হাসি খুশি থাকবেন সবসময়। মানুষ আজকাল হাসতে ভুলে গেছে। তাই যত পারবেন হাসবেন। মঙ্গল কামনা রইল আপনার জন্য।

২| ৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৩

ডঃ এম এ আলী বলেছেন: অারে কি যে বলেন আঘাত পাব কেন আপনিতো সমাজে ঘটে যাওয়া বিষয়গুলিকেই অল্প কথায় ছোট করে তুলে ধরেছেন মানুষের ঘুমন্ত আত্মাকে নাড়া দেয়ার জন্য জাগিয়ে তুলার জন্য । ক্ষমা চাওয়ার প্রশনইতো উঠেনা । আপনার কবিতাটি সামুতে অনেক কবিতা ঘেটে আমি আবিস্কার করেছি , এটা বাংলাদেশের নারীর ক্ষমতায়নেন জন্য Feminist sociological thought প্রতিষ্ঠায় বেশ সহায়ক হবে বলে আমাদের ধারণা ।
British Sociological Association, USA Sociological Association এবং বহরাইনের মানামাতে ২৬সে: হতে ২নভে: ২০১৬ পর্যন্ত সম্মলনে কবিতার এ লাইন কটি
"নগদ ২০ টা হাজার টাকা
আর এক খণ্ড জমি
তাই দিয়ে চোখের জলটা মুছি।
মেয়ে আমার আব্বা বলে
আর কোনোদিক ডাকবে না।:
পোষ্টার হয়ে যেতে পারে অবশ্য ইংরেজী ভারসনে । ইচ্ছে করলে আপনি বাহরাইনের মানামাতে অনুষ্ঠীত সম্মেলনে যোগ দিতে পারেন যদি নিয়ম কানুন এর আওতায় পরেন। আবেদনের নিয়ম কানুন পাঠিয়ে দিলাম দেখে নিতে পারেন :

৩| ০২ রা মে, ২০১৬ ভোর ৬:৫৬

ডঃ এম এ আলী বলেছেন: অাপনার জন্য একটি মন্তব্য ছিল । ভাল না লাগলে দয়া করে ডিলিট করে দিবেন ।

৪| ০২ রা মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

রিয়ানা তৃনা বলেছেন: দেরিতে উত্তর দেয়ার জন্য দুঃখিত। আমি আপনার মন্তব্যটি কিচ্ছুক্ষণ আগেই দেখেছি।

আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেইসাথে আপনার আমন্ত্রনের জন্য আপনাকে সাধুবাদ জানাই। যে সময়টা আপনি এই সম্মেলনের উল্লেখ করেছেন ঠিক ওই সময়টা আমার খুব ব্যাস্ততম সময় থাকবে। আমি ২য় অনার্স করতে যাচ্ছি। আমার ইউনিভার্সিটির ক্লাস থাকবে। আসাটা সম্ভব না। আর ইংল্যান্ড এ এই উনিভার্সিটি সম্পর্কিত বিষয় গুলো বেশ জটিল হয়। গুরুত্বপূর্ণ কিছু না হলে ছুটি চাওয়া যায় না। এরা অনুমতিও দেয় না।

তারপর ও আপনাকে বলার জন্য অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন। যদি কখন ইংল্যান্ড এ বেড়াতে আসেন যোগাযোগ করবেন। আমি এখানেই থাকি। মঙ্গল কামনা রইল আপনার জন্য।

৫| ০৫ ই মে, ২০১৬ ভোর ৬:৩৪

রুদ্র জাহেদ বলেছেন: সাধারন মানুষের জীবন,আত্মসম্মানের-সম্ভ্রমের দাম ২০ হাজার টাকা আর এক খণ্ড জমি।আমরা আসলে কোন পথে এগিয়ে যাচ্ছি?

০৫ ই মে, ২০১৬ রাত ৯:২১

রিয়ানা তৃনা বলেছেন: গভীর থেকে গভীরতম খাঁদের দিকে।

৬| ০৮ ই মে, ২০১৬ সকাল ৭:২১

ডঃ এম এ আলী বলেছেন: দু:খিত প্রতি উত্তরের জন্য । আমি আপনার প্রতি উত্তরের নোটিফিকেশন পাইনি বিধায় সময়মত রেসপনস করতে পারিনি । আপনি রিপ্লাই বাটনে ক্লিক করে লিখলে নোটিফিকেশন পেতাম । আমি জানি ইউকে ভার্সিটির ছাত্ররা এখন ব্যস্ত আছে । আমিও ই্‌উকে ভার্সিটিতে মোটামোটি ঘোরাফেরা করেছি একটায় গ্রাজুয়েট , একটায় মাষ্টারস ও একটায় পিএইআডি আর কিছু মাষ্টারী সেই সুবাদে কিছুটা জানাশুনা আছে । এখন এখানেই থাকি । সময় সুযোগে কোনদিন হয়ত দেখা হলেও হতে পারে । উপরে দেয়া কনফারেনসটা মুলত: রিসার্চ স্টুডেন্টএর জন্য । আমার কাছে এই বিজ্ঞপ্তিটির একটি কপি আসায় ও তার সারকুলেশনের জন্য রিকোয়েস্ট থাকায় অন্যদের মত আপনার কাছেও পাঠিয়েছিলাম । আপনার সম্পর্কে তো অামার জানা ছিল না , মনে করেছিলাম আপনি হয়ত ইনটারেসটেড হলেও হতে পারেন । যাহোক দোয়া করি পরীক্ষা ভাল করেন ।
ইউকে থেকে বেশ কিছু ছাত্র ঐ কনফারেনসে পারটিসিপেট করবে। এতে কোর্স ও ক্যারিয়ার দুটোর জন্যই ভাল হয় । সুয়োগ পেলে দেশের বাইরের কনফারেনসে পারটিসিপেট করবেন। কোর্স টি্‌উটর বা পারসনাল টিউটরকে বলবেন তারা হ্যাপিলি একসেপ্ট করবে যদি ঐসময় কোন পরীক্ষা বা এসাইনমেন্ট পেনডিং না থাকে ।
যাহোক ভাল থাকুন অনেক শুভ কামনা থাকল ।

১০ ই মে, ২০১৬ সকাল ৮:৩০

রিয়ানা তৃনা বলেছেন: আপনার দুঃখিতত হওয়ার কোনই প্রয়োজন নেই। আপনার মন্তব্য পরে মনে হচ্ছে আপনি আমার বেশ সিনিয়র। আমায় তুমি করে বলবেন। আমি এখানে প্রায় ১ যুগের কাছাকাছি হল আছি। পৃথিবীটা অনেক ছোট। আপনি এখানে থাকেন জানা ছিল না। আসলেই হয়ত কোনদিন দেখা হয়েও যেতে পারে। আসলে আমি সময় পাই না। অনেক দিকে অনেক কাজ নিয়ে আমার সময় কেটে যায়।

কোনদিন দেখা হলে বিস্তারিত জানতে পারবেন। ভাল লাগলো যে আপনি এদেশেই থাকেন। আশা করি যোগাযোগ অবশ্যই হবে। আপনি বেশ ব্যাস্ত মানুষ বোধ করি। আসলে নিজেই নিজের দায়িত্ব নিয়ে চলছি কিনা তাই অনেক সময় ইচ্ছা থাকলেও সবসময় সবকিছু হয়ে ওঠে না। তবে ইচ্ছাশক্তির বিসর্জন দিয়ে জোর করে নিজেকে আটকে রাখি না। আপনার শুভকামনার জন্য অনেক ধন্যবাদ। মনে করে দিয়েছেন এটাই অনেক। এখানে তো সবাই এত ব্যাস্ত যে কারো জন্য সময় হয় না। সবাই যে যার মতন থাকে। যা হোক, আপনাকে ধন্যবাদ। খুব ভাল থাকবেন। হাশিখুশি থাকবেন। বেশি করে হাসবেন।

৭| ১০ ই মে, ২০১৬ দুপুর ২:৩৪

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ প্রতি উত্তরের জন্য ।

তুমি টা তুলা থাকল আমার হৃদয় গহীনে
দেখা হবে নতুন কোন লিখায় অন্যখানে
মাঝে মাঝে বেড়াতে এসো আমার বাগানে
( ব্লগে) দেখা হলেও হতে পারে সেখানে
হাসিখুশি থেকো বেশী হাসু রব তাব পাশে
তবে ব্যস্ত আমি তত নই যত মনে ভাসে
নীজেকে নিয়ে ব্যস্ত তোমার জীবনটা হোক
সুবিন্যস্ত এ কামনা দেয়া হলো অতি সহাসে।

৮| ১০ ই মে, ২০১৬ দুপুর ২:৫৭

নাজমুল সাগর বলেছেন: অনেক ভালো লেগেছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.