![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেখানে জ্ঞান নেই সেখানে বিধাতাও নেই।
জীবনের সবচেয়ে বড় অনুভবের বিষয়টাই হল এই সঙ্গীত। সুর ছাড়া এই জীবন অর্থহীন। তাই এই অর্থহীনতাকে অর্থপূর্ণ করতেই ইথানের সঙ্গীত জগতে পদার্পণ। সঙ্গীত এর সাথে শৈশব থেকেই সখ্যতা গরে ওঠে ইথানের। বেড়ে ওঠার সাথে সাথে সঙ্গীতের সঙ্গে ইথান ভালবাসার এক অদ্ভুত মায়ায় জড়িয়ে পরে। মায়া, স্বপ্নের অদ্ভুত এক মায়া। রাতের আঁধারে এই মায়া আরও প্রবল হয়ে ওঠে । স্বপ্নে অদ্ভুত অনিন্দ সুন্দর এর হাতছানি মোহিত করে ইথান কে । বড় লোভ হয় ইথানের । অদ্ভুত ! কি সুন্দর ! পরিপাটি রঙের শাড়ি, বাহারি চুরি, টুংটুং নুপুর আওয়াজ, সুবিন্যস্ত চুল, কি অপূর্ব!
মোহনিয় সুন্দরের আরালে মায়া মুখটা ছায়ার মত অস্পষ্ট। এই মায়া বড়ই লোভনীয়। কুয়াশার উপরে সূর্যের আলো পরতেই যেমন কুয়াসা লজ্জা পেয়ে পালিয়ে যায়! এই মায়াও ঠিক ওভাবেই পালিয়ে যায়। খুব যত্নে এই স্বপ্ন মায়া মনের গভিরে লুকিয়ে, কৈশোর পার করে যৌবনে পায়ে পায়ে এগিয়ে চলে ইথান। আর এই মায়ার বেড়াজালে স্বপ্নের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে পরে ধিরে ধিরে। আর সঙ্গীত হয়ে ওঠে এক অদম্য কৌতূহল।
শুধু নিজের দেশের সুর আর ভাবনায় নিজেকে গুটিয়ে রাখতে চাইল না ইথান। সঙ্গীত জ্ঞান চাই। মনের মতো একটা মঞ্চ চাই। যেখানে মনের সব রঙ, স্বাদ- আহ্লাদ মিলিয়ে প্রান খুলে গান গাইতে পারবে। নিজের সৃষ্টি কে বিশ্ব সঙ্গীত মঞ্চে প্রকাশ করতে পারবে। তাই সঙ্গীত কে আয়ত্তে আনতে, এটাই সময়ের গুরুত্বপূর্ণ প্রয়োজন হয়ে উঠল।
পারি জমাল প্রবাসে। শুরু হল প্রবাসী জীবন যাপন পর্ব আর সঙ্গীত কে খোঁজা। আনাচে কানাচে, রাস্তার কোনে, সমুদ্রের তীরে, জলের গভীরে , পাহাড়ের কোলে, পেজো মেঘের আড়ালে, ভাঙ্গা নৌকার চালায়, আধা পাকা ব্রিজের কোনায়, পাথর ছোঁড়া ছপাং ছপাং জলের শব্দে, সুর খুজে ফেরে। মনের এক অদম্য ইচ্ছা, সুরে সুরে মিলিয়ে সঙ্গীত জ্ঞান খুঁজে বেড়ায় ইথান । নতুন দেশে আস্তে আস্তে খুব একা হয়ে পরে। অসহায় লাগে।
এভাবে একদিন হঠাৎ প্রথম বারের মতো স্বপ্নে শোনা অদ্ভুত সুরটাকে বাস্তবে অনুভব করল ইথান। আসে পাশের কোথাও বেজে চলেছে অনবরত। ব্যাকুল প্রায় ইথান খুঁজতে শুরু করল প্রবল বেগে। অবশেষে স্বপ্ন আর বাস্তবতার সরল সম্পর্কের সামনে এসে দাঁড়ালো ইথান। প্রবাসে বেড়ে ওঠা সঙ্গিতপ্রেমি বাঙ্গালি বংশোদ্ভূত এমার সঙ্গে পরিচয় হল। বন্ধুত্ব জটিল ভাবে শুরু হলেও আস্তে আস্তে সম্পর্কের গভীরতা বাড়তে শুরু করল। প্রানচ্ছল এমা না চাইতেও ইথানের অনুরাগে নিজেকে জড়িয়ে ফেলতে শুরু করল। নতুন অধ্যায় শুরু হল ইথানের জীবনে। এভাবেই টানাপড়েনের মাঝে চলতে থাকে ইথানের জীবন। শেষ অঙ্ক হয়ে ওঠে অত্যন্ত জটিল আর ভয়াবহ।
২| ০৫ ই মে, ২০১৬ রাত ৯:১৬
রিয়ানা তৃনা বলেছেন: হ্যাঁ সত্যিই বললেন। সারাদিনের ক্লান্তি দূরীভূত হয় এই তাল, লয় আর ছন্দে। সেই সাথে সুর মিশে একাকার হয়ে মানুষকে তার সৃষ্টির প্রেরণায় আলিঙ্গন করে।
©somewhere in net ltd.
১|
০৫ ই মে, ২০১৬ ভোর ৬:২৮
রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর লেখা। ভালো লাগল।সঙ্গীতটা এই প্রতিদিনের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।প্রথমেই চলে আসে রবীন্দ্রসঙ্গীত