নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আত্মবিশ্বাসী। নিজের কাজ নিজেই করি। গঠনমূলক সমালোচনা আনন্দের সাথে গ্রহন করি।

রিয়ানা তৃনা

যেখানে জ্ঞান নেই সেখানে বিধাতাও নেই।

রিয়ানা তৃনা › বিস্তারিত পোস্টঃ

আহারে ভাত! মায়ের হাতের ধবধবে সাদা ভাত

১১ ই মে, ২০১৬ ভোর ৬:৫০


নিচে দুইজন মানুষ তাদের জীবনে শেষবার কি খেতে চেয়েছিলেন
তার তালিকা দিচ্ছি আপনাদেরঃ
তালিকা একঃ
স্ত্রীর হাতে রান্না করা সাদা ভাত,
ইলিশ মাছের ঝোল,
বেগুন ভাজি,
মাসকলাই-এর ডাল
তালিকা দুইঃ
মুরগির মাংস,
ভাত,
আলুভর্তা,
বেগুনভাজি
তালিকা এক মতিউর রহমান নিজামীর আজকের খাবারের তালিকা।
আজ খুব তৃপ্তি নিয়ে খেয়েছেন নিজামী সাহেব।
তালিকা দুই এর খাবারগুলো টিফিন ক্যারিয়ারে ভরে সারাদিন সারারাত রমনা থানায় দাড়িয়ে ছিলেন এক মা। ছেলেকে আর দেখতে পারেননি। বেচারা ছেলেটা শেষবারের মত ভাত খেতে চেয়েছিলো। মায়ের হাতের ভাত।
বেচারা ছেলেটার নাম ছিলো আজাদ।
নিজামীর অসংখ্য হত্যাকাণ্ডের শিকারদের মধ্যে নগণ্য একজন।
ন্যায়বিচার পাচ্ছি আমরা তাই না?
আপনারা সবাই লাশের হিসাব করেলন-
ভাতের হিসাবটা কেউ করলেন না...
আহারে ভাত...
মায়ের হাতের ধবধবে সাদা ভাত...

সংগৃহীত

মন্তব্য ৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৬ সকাল ৭:১৬

রুদ্র জাহেদ বলেছেন: আহারে ভাত! মায়ের হাতের ধবধবে সাদা ভাত

ঘটনাটা নিয়ে ভাবলেই খুব কষ্ট হয়।এরকম কত মা তাঁদের নিজের চোখের সামনে সন্তানের দুঃখ কষ্ট দেখেছেন,আর নিজে প্রিয় দেশ মা'র জন্য যন্ত্রণা সহ্য করেছেন!

২| ১১ ই মে, ২০১৬ সকাল ৭:৫১

রাশেদ রাহাত বলেছেন: ধিক্কার জানাই।

৩| ১১ ই মে, ২০১৬ সকাল ১১:১০

রানার ব্লগ বলেছেন: আহারে ভাত...
মায়ের হাতের ধবধবে সাদা ভাত...
:(

৪| ১২ ই মে, ২০১৬ রাত ৩:১২

ডঃ এম এ আলী বলেছেন: মোজাহিদের বিষয়টির মেমন বিস্তারিত বিবরণ খবরের কাগজে দেখা গিয়েছিল নিজামীর বিষয়ে তেমনটি দেখা যায় নি, এখানে এই লিখায় দেখলাম অভাবটি কিছুটা পুরণ হয়েছে । ভাল লেগেছে লিখাটি । ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.