নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আত্মবিশ্বাসী। নিজের কাজ নিজেই করি। গঠনমূলক সমালোচনা আনন্দের সাথে গ্রহন করি।

রিয়ানা তৃনা

যেখানে জ্ঞান নেই সেখানে বিধাতাও নেই।

রিয়ানা তৃনা › বিস্তারিত পোস্টঃ

১১ টা জীবন এভাবে নষ্ট করতে পারি না

১৫ ই মে, ২০১৬ রাত ৯:০৪

অদ্ভুত একটা দেশ আমাদের। পাঠ্যপুস্তকে ঠিকই পড়াবে শাহজাহান-মমতাজের প্রেম-কাহিনী খালি পরীক্ষায় খাতায় লিখে নম্বর পাওয়ার জন্য আর কেউ সত্যিকারের প্রেম করলে তাকে বহিষ্কৃত করা হবে। কি আজব নিয়ম। চুরি করবা,ঘুষ খাইবা সব গোপনে খালি মন খুলে প্রেম করলে শাস্তি পাইতে হবে সাথে সাথে।কি দারুণ।

কিসের ভিত্তিতে ঢাকা কমার্স কলেজ এই ১১জন শিক্ষার্থীকে বহিষ্কার করলো তার জবাব তাদের দেয়া উচিত। আমাদের দেশের কোন আইনে লিখিত নেই যে প্রেম করা ট্যাবুর পর্যায়ে পড়ে। সাংবাদিক ভাই-বোনদের বিনীত অনুরোধ করবো এই বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলতে, প্লিজ....।আমরা কারো জীবন এভাবে নষ্ট করতে পারি না।

দেশটাকে একদম বাংলাস্থান করে ফেলতেসে। ভালবাসার জন্য বহিষ্কার করলেও কি ভালবাসা কে আটকানো যায়? আমি তো এখানে কোন অপরাধ দেখি না। কলেজ পড়ুয়া আমরা সবাই তো প্রেমের অনুভুতিতে একসময় মনের গভীরে এই রকম অনুভুতি লুকিয়ে রেখেছিলাম।

আজও হঠাৎ প্রথম প্রেমের স্মৃতি মনে পরলে আপন মনে হেসে উঠি। আমিও বিশ্বাস করি আপনারাও হেসে উঠবেন।প্রথম ভাল লাগা, প্রথম বার কারো হাত ধরা, বা পড়ার চাপে অস্থির হয়ে আলতো করে কারো বুকে মাথা রাখা আর পরম যত্নে কাছের মানুষের হাত টা যখন ঠিক মাথার উপরে এসে পরত আর আশ্বস্ত করত যে আমি সাথেই আছি, চিন্তা কি! অদ্ভুত রকমের ভাল লাগা কাজ করত। আপনাদের ও নিশ্চয়ই এরকম অনেক অনেক গল্প আছে।

আমি নিশ্চিত কমার্স কলেজের শিক্ষক আর শিক্ষিকা এবং অধ্যক্ষ সবাই এই রকম প্রেমের অনুভুতি মনের গভিরেই লালন করেন।তাহলে এরকম একটা ন্যাকারজনক একটা কাজ কি করে করতে পারলেন? এইভাবে বহিষ্কার করে কি প্রেম পাগলাদের লাইনে আনা যায়? প্রেম তো শাশ্বত। এই অনুভুতি নষ্ট হবে না। সৃষ্টি কর্তাও প্রেম কে সবার উপরেই রেখেছেন। আর আমরা তো নিমিত্ত মাত্র।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৬ রাত ৯:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি আজব নিয়ম। চুরি করবা,ঘুষ খাইবা সব গোপনে খালি মন খুলে প্রেম করলে শাস্তি পাইতে হবে সাথে সাথে।কি দারুণ।

ভাবনার বিষয় বটে!

তবে পুলাপাইনও ফিলিম, নেট আর ডিজিটাল ভাবনায় জীবনটারেও ফিল্ম ভাবে। ফিল্মের মতো জীবন বানানোর চেষ্টা করা ঠিক না।, স্থান কাল পাত্র ভেদের সাধারণ জ্ঞানটাও জরুরী! আমি বাসায় বা বেডরুমে যা করতে পারি- প্রকাশ্যে রাস্তায় নিশ্চয়ই তা করা সমিচীন নয়! যদিও কোন কোন দেশে তাও অন্যায় নয়! এই সাধারন বোধটুকুন জরুরী।

দেশ, সমাজ, ধর্ম, কৃষ্টি কালচার এগুলোতে ফেলে দেবার মতো বিষয় নয়।
প্রেম শ্বাসত, প্রেম চিরন্তন। কিন্তু সেই প্রেমের জ্বালাও কিন্তু শ্বাশত! চিরন্তন।

আনারকলি সেলিমের কাহিনী দেখুন আনার কলিরে কিন্তু জিন্দা কবর দিছে- তাও কিন্তুক উহু কয় নাই! টিসি ফিসি প্রেমের কাছে কুন বিষয় হইল! নো কান্দাকান্দি! :P

২| ১৫ ই মে, ২০১৬ রাত ১০:১৫

অনিশ্চিত হিসাব বলেছেন: আজ যদি ওরা ক্ষমতাবান কেউ হত তাহলে ঠিকই ধামাচাপা হত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.