নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আত্মবিশ্বাসী। নিজের কাজ নিজেই করি। গঠনমূলক সমালোচনা আনন্দের সাথে গ্রহন করি।

রিয়ানা তৃনা

যেখানে জ্ঞান নেই সেখানে বিধাতাও নেই।

রিয়ানা তৃনা › বিস্তারিত পোস্টঃ

রাইয়ান হাকিম বাংলাদেশের আর একজন উঠতি জঙ্গি

০৩ রা জুলাই, ২০১৬ দুপুর ১:৩৪



ছবিতে যে চকলেট চিঙ্গড়ি সদৃশ বাচ্চাটাকে দেখা যাচ্ছে তাকে আজকে ফেসবুকাররা লোকেট করেছে উঠতি জঙ্গী হিসেবে। এর নাম রাইয়ান হাকিম। এই ছেলে বেশ কিছুদিন ধরে আজকের নিহত সন্ত্রাসী মীর সামিহ মোবাশ্বের ও নিরবাস ইসলামের সাথে ওঠাবসা করছে এবং কোনটা সহী হাদীস আর কোনটা সহী কুরান এইটার জ্ঞান দিচ্ছে সবাইকে।ভাবে চক্করে মনে হয় এই পিচ্চি সুইসাইড বম্বারের বাপ। বাল তো দূরের কথা চিঙ্গড়িটার দাঁত উঠেছে কিনা সন্দেহ কিন্তু তারই আগে হারামজাদা জঙ্গী ট্রেনিং নিয়ে বসে আছে। এই বাচ্চা চিংড়ীটাকে কেউ চিনে থাকলে তার বাবা মাকে একটু বলে দিবেন দয়া করে আর জালি বেত থাকলে কষে কয়েকটা লাগায়া দিবেন সুযোগ থাকলে।





ঢাকার গুলশানে জঙ্গি হামলাকারীদের ছবি প্রকাশের পর পর হামলাকারী জঙ্গিদের ছবি দেখে ফেসবুক একাউন্ট ও সনাক্ত করা গেছে। খবর ভাইরাল হয়ে গেলে একাউন্ট ডিএক্টিভেট করে দেয়া হয়।

হামলাকারী জঙ্গি ১ জন, মীর সাবিহ মুবাশ্বের স্কলাসটিকার ছাত্র। এ লেভেল পরীক্ষার আগে গত মার্চে মুবাশ্বের নিখোঁজ হন বলে তার এক সহপাঠীর বরাত দিয়ে জানিয়েছেন।


জঙ্গি আর একজন নিব্রাস ইসলাম নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। সাবেক সহাপাঠীরা সনাক্ত করে তার ছবি ও পরিচয় সামনে এনেছে।


জঙ্গি রোহান ইমতিয়াজ নামের এই ছেলেও স্কলাসটিকার সাবেক ছাত্র।রোহানের বাবা ইমতিয়াজ খান বাবুল ঢাকা মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল।


যা ভাবছিলাম, পুলিশ এই রকম আউল ফাউল নাম আকাশ, বিকাশ, ডন, বাঁধন ও রিপন দিয়ে বলবে এদের পরিচয় জানা যায়নি। হয়ত এই জঙ্গিদের পরিবারও অস্বীকার করতে পারে নিজ নিজ সন্তানদের পরিচয়। জঙ্গির বাবা মা হিসেবে নিজেদের পরিচয় আড়াল করতেই চাইবে ভাল ভাবে বাঁচতে। কয় দিন পর শুনব এরকম কোন হামলাই হয় নাই। সিসি টিভি ক্যামেরা গুলাও ওই নির্দিষ্ট হামলার সময় বন্ধ থাকবে। কোন ফুটেজ পাওয়া যাবে না। এটারেও সরকার বিচ্ছিন্ন ঘটনা বলবে। এই তামাশা দেখার জন্য মানসিক ভাবে প্রস্তুত থাকেন।

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৬ দুপুর ২:৩১

মেটাফেজ বলেছেন: ঘটনা সত্যি হৈলে ইমিডিয়েটলি এইটারে শাপলা চত্তরে নিয়া জনসম্মুখে জবাই করা হউক।

২| ০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৪:০৯

রায়হানুল এফ রাজ বলেছেন: আওয়ামীলীগ নেতার ছেলেকেও দেখি। সর্ষের মধেই ভূত!!!!!

৩| ০৩ রা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হেতেরে(রাইয়ান হাকিম) কেউ থাপড়াসনা কেরে?

৪| ০৪ ঠা জুলাই, ২০১৬ ভোর ৪:৩৬

শিশির বলেছেন: সাবাস বাংঙ্গালী

৫| ০৪ ঠা জুলাই, ২০১৬ ভোর ৫:১৬

মহা সমন্বয় বলেছেন: ফেসবুকে আমিও একজনকে সন্দেহ করছি। ঠিক শিওর না তবে এতটুকু শিওর ও রিস্কের মধ্যে আছে।

০৪ ঠা জুলাই, ২০১৬ ভোর ৫:৩১

রিয়ানা তৃনা বলেছেন: ইনফর্মেশন দেন। আমি অবশ্যই বিষয়টা সঠিক ব্যক্তিদের কাছে তুলে ধরব। আমি ক্রাইম রিসার্চ এর একটা সংগঠনের সাথে যুক্ত আছি। এবং সেটা অবশ্যই আন্তর্জাতিক।

৬| ০৪ ঠা জুলাই, ২০১৬ ভোর ৫:৪৩

সালেম সুহাইল তাহী বলেছেন: আওয়মী লীগ নেতার কু-পুত্র বলে সুস্থ বিচারের সম্ভাবনা খুবই কম!!

৭| ০৪ ঠা জুলাই, ২০১৬ ভোর ৬:০৫

মহা সমন্বয় বলেছেন: সেই ছেলেটাও খুব সুন্দর প্রায় এর মতই তবে বয়স ১৬/১৭ হবে। আমাকে কুরান হাদিস এমনকি রাজনীতির বিভিন্ন বিষয়ে জ্ঞান দান করে। :-P
ধর্মান্ধের সর্বোচ্চ পর্যায়ে আছে ছেলেটি। প্রায় ৬ মাস ধারে ফেসবুকে আমি তাকে চিনি। আমি তাকে পর্যবেক্ষণে রাখছি।
আপনার ব্যপারটা মাথায় রাখলাম, সেরকম কিছু মনে হলে অবশ্যই আপনাকে ইনফর্ম করব। :)

নতুন করে যাতে আর জঙ্গি তৈরী না হতে পারে এ ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।

৮| ০৪ ঠা জুলাই, ২০১৬ দুপুর ১২:২৬

শায়মা বলেছেন: এই ছেলে কি স্কলাসটিকায় পড়ে?

৯| ০৪ ঠা জুলাই, ২০১৬ দুপুর ১:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হায় নিয়তির কি পরিহাস

আওযামীলীগ সারাজীবন চিল্লায়া গলা ফাইটাইল বিএনপি জঙ্গির মদদ দাতা...
আর খবরে বাস্তবে কি দেখা গেল..
জঙ্গি রোহান ইমতিয়াজ নামের এই ছেলেও স্কলাসটিকার সাবেক ছাত্র।রোহানের বাবা ইমতিয়াজ খান বাবুল ঢাকা মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল।!!!!!!!!!!!!!!!

আবার আগের জঙ্গী শায়খ আব্দুর রহমানও সেই আওয়ামীলীগার মির্জা আজমের দুলাভাই!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

নিজেদের লেজকাটা বলেই কি তারা সব সময় অণ্যের দিকে আঙুল তুলে রাখে?? যাতে তাদের কাটা লেজ কেউ না দেখে!!!??

ধর্মের কল বাতাসে নড়ে প্রবাটাই সঠিক আবারো প্রমাণ হল!

১০| ০৪ ঠা জুলাই, ২০১৬ দুপুর ১:৪২

জাতীয় কতৃপক্ষ বলেছেন: জনাব মেটাফেজ, শত শত নিষ্পাপ আলেমদের কে যখন রাতের অন্ধকারে শাফলা চত্বরে নৃশংস ভাবে গুলি করে হত্যা করছিল তখন ইমিডিয়েটলি পুলিশ গুলারে ধইরা জবাই দেয়ার আহ্বান করেন নাই ক্যান?

০৪ ঠা জুলাই, ২০১৬ দুপুর ২:০৩

রিয়ানা তৃনা বলেছেন: এই যে মৌলবাদী কট্টর জঙ্গি মনোভাব সম্পন্ন একজন, আপনি কি বলছেন বুঝে বলছেন তো? আপনি তো পুরাই জঙ্গি বাদ কে মনে প্রানে ধারন করেন দেখছি! আপনি তো ভয়াবহ।

১১| ০৪ ঠা জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৪

গাজী বুরহান বলেছেন: ওয়াহ!! আপনি কিভাবে পারলেন এটি??
একটি ছেলে আইফোন অ্যাপ স্টোর এর ইসলামিক একটি অ্যাপ [যাহা নিবরাস ইসলাম এর লেখা] শেয়ার করছে তাই বলে আপনি তাকে জঙ্গি তকমা দিয়ে দেবেন!! আমি যদি কারো ফেইসবুক ওয়ালে এমন লেখা পেতাম আমিও শেয়ার করতাম!!

প্লীজ বাঙ্গালি মিডিয়ার মত যাহা চোখের সামনে পড়ে তাই তোলে ধরবেননা, একটু যাচাই করবেন, প্লীজ!!!

জাতীয় কর্তিপক্ষ এর কমেন্টসে রিপ্লাই দিলেন!! আপনার কি ভাষা? কি জ্ঞান??

ওই লোকটি একজনের কাছে জানতে যাচ্ছে আর আপনি তাকে কট্টর জঙ্গির তকমা দিয়ে দিলেন?? একটু থামেন!! ওইটাই তো জঙ্গিবাদ!!! নাকি আপনি জঙ্গিবাদের নতুন কোন সংজ্ঞা দিবেন??

এবং আমি কতিপয় রাইয়ান হাকিমের ফেইসবুক ওয়াল থেকে লেখাটি শেয়ার করলাম প্লীজ একটু মন দিয়ে পড়বেন। পড়ার অনুরোধ থাকল।


Furthermore, people have gathered two screenshots (provided in the comments section for all to see) of my posts which are totally irrelevant, random and very old and providing it to prove that I was related to the terrorists Nibras Islam and Saameh Mubasheer.

First things first, I never knew Nibras Islam, never was he added on my friend list and never did we talk. He probably saw a post of mine on his feed shared by his friend and so he shared it too. The post Nibras Islam shared is about a Quran app and basically has nothing to do with recent events. The post too is a year and a half old!


প্রকৃত ইসলাম কখনো জঙ্গিবাদকে সমর্থন করে না!
জঙ্গি জঙ্গি খেলা বন্ধ করুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.