![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরুষ হতে হতে ন্যুব্জ হয়ে যাচ্ছি
আবার ধর্ষণ, আরও ধর্ষণ। আমাদের জাতীয় উত্সব, রাষ্ট্রীয় আচার। হিংস্রতা আমাদের ব্যক্তিত্ব প্রকাশের ভাষা। আমরা পুরুষ। প্রমান চাই? দেখ- আমি কতখানি পুরুষ। টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, পটুয়াখালি, রাজবাড়ী। ধর্ষণ করেছি আমি। অপরাধ হেনার। তাই ইসলামী আইনে অপরাধ প্রমাণীত। হেনার ১০১ দোররা। ভীতু মেয়েটি মরে গেল। মরেও আমাকে হয়রানি করেছে। এজন্য শেষ বিচারের দিনে তাকে আবার ধর্ষণ করা হবে। কোন এক মহানের সামনে।
হিমালয়ের মত উচু দন্ডায়মান আমাদের আমাদের পৌরুষত্ব। একদিন যুদ্ধ করেছিলাম কতগুলো জানোয়ারের বিরুদ্ধে। আমার রক্ত সম্পর্কীয় কয়েকটি ইতর ও পাকি ইসলামিক পয়গম্বর প্রেমিকেরা মিলে ধর্ষণকে একটি শিল্প হিসেবে আমাদের পরিচয় করিয়ে দিয়েছিলেন। মালে গনিমত অনেক আমরা পেয়েছিলুম। এখন মনে হয় সব নারী আজ মালে গনিমত। আমার উদ্ধত পৌরুষত্ব আমাকে উদ্দীপ্ত করে। ঘরে বসে থাকে কাপুরুষেরা। আমাদের পৌরষত্ব নিয়ে যেসব ব্যাক্তিত্ব বিবর্জিত পুরুষ রাস্তায় রাস্তায় মিছিল করে ধর্ষণের বিরুদ্ধে তাদের আমরা ধিক্কার জানাই। নারী অধিকার, আমার পৌরুষত্বের আবর্জনা। মালে গনিমতের জন্য যারা মায়া কান্না করছে তাদের শাস্তির হওয়া উচিত নিতম্বে ১০১ দোররা। আমাদের মহান একজন এমনটি চেয়েছেন। যে কথা না শুনবে তাকে বকা দাও, কাজ না হলে তাকে শয্যা সঙ্গী হিসেবে ত্যাগ কর, তাতেও কাজ না হলে কয়েক ঘা লাগাও। শুনতেই হবে। নারী কোন কমেন্ট, তুম হামার ভোগ্যা। যেমন খুশি তেমন।
পুরুষ হতে হতে আমি এখন ন্যূব্জ।
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪
ইম্কাপণ বলেছেন: পুলিশ আমাদের পৌরুষদীপ্ত পাহারাদার।
২| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭
তানিয়া হাসান খান বলেছেন: আপনাদের জন্য
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩১
ধমাধম বলেছেন: োপোরাঢ বারলে পুলিষের িনকাম বারে।