নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সব কিছু নষ্টদের অধিকারে

শানিত কর সংস্কৃতির চেতনায়

ইম্কাপণ

সকল প্রগতিশীল আমার বন্ধু।

ইম্কাপণ › বিস্তারিত পোস্টঃ

আপনি জানেন? ইসলাম রক্ষায় খুন জায়েজ!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

আপনি জানেন?

ইসলাম রক্ষায় খুন জায়েজ!



আমার সঙ্গে ছাত্র শিবিরের বেশ কিছু কর্মী সমর্থকের ভালো সম্পর্ক। কয়েকটি ছেলে আমাকে খুব সম্মান করে। আমিও তাদের স্নেহ করি। কোন সমস্যা হলেই আমাকে জানায়। পারলে কিছু করি। এটা আমার স্বভাবগত। কোন ব্যাক্তি বিভাজন আমার নেই। তবুও আমি শিবিরের মতাদর্শকে জানোয়ারই বলি। ওরা জানে।

গতকাল আমার বাসায় এমন একজন শিবির কর্মী এসেছে। তখন তাকে আমি বললাম রাজনীতি করবি। তাই বলে এভাবে মরতে যাচ্ছিস কেন? তার প্রথম উত্তর একজন মুজিব হত্যার জন্য এত লোক হত্যা করে প্রতিশোধ নিচ্ছে সরকার আমার কিছু বলব না।

মুজিব হত্যার প্রতিশোধ নিচ্ছে বর্তমান সরকার। আমি এই সরকারে সমর্থক নই তাও সে জানে! বললাম তাই বলে তুই মরবি। তাতে তোর লাভ কি? শহীদ হবি? এটা পুরোপুরি ভণ্ডামো। রাজনীতি সঙ্গে ইসলামকে এভাবে জলাঞ্জলি দিচ্ছিস?

পরে জিজ্ঞাসা করলাম তুই শহীদ হবি তাই বলে তাদের হত্যা করতে চাইছ কেন? পরে একটি ছবি দেখালাম পাকিস্তানে বোমায় ৮৯ জন শিয়া মুসলিম বোমা হামলায় নিহত। জিজ্ঞাসা করলাম এটা কোন ইসলাম? উত্তর ভাই ইসলাম রক্ষায় খুন জায়েজ আপনি জানেন? বললাম থাকলে মানিনা।

আর ইসলাম রক্ষার এত দায়িত্ব এই বাতিল অসভ্যদের হাত থেকে উদ্ধার করাও মুসলমানদের ঈমানী দায়িত্ব।



মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২১

স্বপ্নের মানুষ বলেছেন: :| :| :| :|




পোস্ট দিয়ে পুরস্কার জিতে নিন

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

মুদ্‌দাকির বলেছেন: কেউ যদি বলে ইসলামের রক্ষায় খুন যায়েজ তবে তা আমি মেনে নিব, কিন্তু কথা হচ্ছে জামাত কি ইসলামকে রক্ষা করছে ??????????????????????? তাদের মূল উদ্দেশ্য কি তাই ?????

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

ইম্কাপণ বলেছেন: কোন মতাদর্শের জন্য ধর্মের কারণে খুন বৈধ হতে পারে না।

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

পলাতক আসামী বলেছেন: আমরা হইলাম এক ব্রেন ওয়াস জাতি।যে কেও খুব সহজেই ব্রেন ওয়াস করতে পারে।জামাত, শিবির, ডেস্টিনি, ইউনিপে, আওয়ামী, বিএনপি যে কেও খুব সহজেই মাথা ওয়াস দিতে পারে।কারন ১৯৯০ এর পর আমরা আয়োডিন যুক্ত লবন খাওয়া শিখছি।

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

রিফাত হোসেন বলেছেন: islam rokka korta bolsa,hotta korta noy. সমাজে ফিত্নার জন্য জামাতীদের হত্যা করন যাইব কিনা তাকে এক্টু জিজ্ঞাসা করা উচিত

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

ইম্কাপণ বলেছেন: তাকে বলেছিলাম তোকেও তারা যদি হত্যা করে তা জায়েজ কিনা? উত্তর দিল তারাতো চায় ইসলাম ধ্বংশ করতে। হাসব না কি করব বুঝে উঠতে পারছিলাম না।

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

অপূর্ণ রায়হান বলেছেন: পৃথিবীর ৫ ভাগের একভাগ মানুষ মুসলিম । এটা কি ১৪০০ বছর আগের যুগ নাকি যে ইসলাম ধংস হয়ে গেল বা কেউ করে দিতে পারবে ? এতো সহজ ? এই সহজ কথাটা কি আপনার সেই ভাই ব্রাদারের মাথায় ঢুকে না ? এটা কি তাদের বুঝাতে পারেন না ?

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০১

ইম্কাপণ বলেছেন: মানুষ খুব সাধারণ প্রাণী। হযরত হোসেন কে হত্যা করা হল তাই ইসলামের নিয়তি বলে প্রচার চালানো হল। এবং এই ৫ ভাগ মুসলমানের কমপক্ষে ৪ ভাগ মেনে নিল। এরা বুঝলে অন্তত মরতে যেত না।

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৪

আমি তুমি আমরা বলেছেন: জামাত আবার কবে থেকে ইসলাম রক্ষা করতেছে?

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৪

ভোলার ডাইরী বলেছেন: পলাতক আসামী বলেছেন: আমরা হইলাম এক ব্রেন ওয়াস জাতি।যে কেও খুব সহজেই ব্রেন ওয়াস করতে পারে।জামাত, শিবির, ডেস্টিনি, ইউনিপে, আওয়ামী, বিএনপি যে কেও খুব সহজেই মাথা ওয়াস দিতে পারে।কারন ১৯৯০ এর পর আমরা আয়োডিন যুক্ত লবন খাওয়া শিখছি।কঠিন মজা পাইলাম :P

৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪১

সিবাক বলেছেন: "ইসলাম রক্ষায় খুন জায়েজ" - কথাটা যথেষ্ঠ প্যচানো।
ইসলাম প্যচানো না, সহজ-সরল।

আসুন, কোরআন পড়ি, এবং প্রকিত সত্তি জানি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.