নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সব কিছু নষ্টদের অধিকারে

শানিত কর সংস্কৃতির চেতনায়

ইম্কাপণ

সকল প্রগতিশীল আমার বন্ধু।

ইম্কাপণ › বিস্তারিত পোস্টঃ

৭১ সালের ভারতীয় দালাল কাদের সিদ্দিকী এখন বড় মুক্তিযোদ্ধা

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৭





মুক্তিযুদ্ধের সময় সকল জামাত জানোয়ার ছাত্র সংঘ, মুসলিম লীগ, নেজামে ইসলামের চোখে কাদের সিদ্দিকীরা ছিল রুশ ভারতের দালাল। মুক্তিযোদ্ধারা ছিল ইসলামের দুশমন, কাফের, মুরতাদ। কি পরিহাস ২০১৩ সালে এসে সেই কাদের সিদ্দিকী এখন রাজাকারগুলোর চোখে আইকন মুক্তিযোদ্ধায় পরিনত হলেন। জিয়াউর রহমান একমাত্র সেক্টর কমান্ডারে পরিনত হয়। বাকীগুলো রুশ ভারতের দালাল থেকে যায়।

মি কাদের সিদ্দিকী খুব নীতি কথা লিখিতেছেন সব রাজাকারী পত্রিকায় কারণ কি? ওনি কোথাও লিখিয়াছেন আমাকে যদি শাহবাগ আন্দোলনকারী কোন অনুরোধ করত তাহলে ফেলতে পারতাম না। রাজিব হত্যাকাণ্ডের পর রাজাকার বিরোধী আন্দোলনে ধর্মীয় ইস্যূ যোগ করার কূটকৌশল।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের পর যে ব্যাক্তি রাজাকার ধরে পল্টনে প্রকাশ্যে বেয়নেট দিয়ে হত্যা করে তিনি আইনী কথার খৈ ফোটান। সেই রাজাকার+বিএনপি এখন জাতীয় বীরের শ্রদ্ধায় নত হইয়া যাইতেছেন। মনে হচ্ছে দেশে এক মাত্র বীর উত্তম এখন পঙ্গবীর কাদের সিদ্দিকী।

রাজনীতিবিদদের কাছ থেকে রাজনীতি আশা করি। রাস্তায় নেমে গামছা বিছিয়ে নামাজ আদায় করা সত্ মানুষের কার্যকলাপ নয়। রাজাকারের কৌশল?

মন্তব্য ২৭ টি রেটিং +১/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

মুনতাশীর বলেছেন: কি ভয়ংকর কথা!

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

ইসলাম রফিকুল বলেছেন: সুন্দর লেখা । এইবার বুঝতে পারছি বঙ্গবন্ধু কেন হ্যারে বন্দী করছিলো আর শেখ হাসিনা ক্যান হ্যারে লাইথ্যাইয়া বাইর করছে ।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

এম আর সুমন বলেছেন: ঠিক কইছেন, আওয়ামী লীগ না করলে সেই লোক আবার কিসের মুক্তিযোদ্ধা? আওয়ামী লীগ না করলে তুই রাজাকার, তুই রাজাকার। তার কোনো প্রশংসাও করা যাবে না। এই কথা বলার জন্য আমাকেও দয়া করে বলতে পারেন, তুই রাজাকার , তুই রাজাকার ( মিটি মিটি হাসি)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

ইম্কাপণ বলেছেন: কাদের সিদ্দিকীর ৭১ ভুমিকা নিয়ে কোন প্রশ্ন নেই। মতিউর রহমান একজন বীরশ্রেষ্ঠ। পাকিস্তানীরা তাকে নিশ্চয়ই বীরশ্রেষ্ঠ বলে না।
আওয়ামীলীগের বিরোধীতা করায় কাউকে রাজাকার বলা হয় না। কাদের সিদ্দিকীকে কেউ রাজাকার বলেনা। বলে এখন তিনি রাজাকার দের দোসর।

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

সবুজ ভীমরুল বলেছেন: কাদের সিদ্দিকীর একটা লুম্বার সমানও তোমার যোগ্যতা নাই, আবার বড় বড় কথা বল.........বেয়াদব। X( X( X(

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

ইম্কাপণ বলেছেন: রবীন্দ্রনাথ বড় কবি মানে আর কোন কবি নেই। চমেৎকার। সব যোগ্যতা কাদের সিদ্দিকীর।

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

তোমোদাচি বলেছেন: ৭১ এ এবং ৭৫ এ কাদের সিদ্দিকী যে বীরত্ব দেখিয়েছেন তার কাছাকাছি কিছু একটা করে দেখান, তারপর তারে যত খুশি গালি দিয়েন!

কাদের সিদ্দিকী যদি সত্যি সত্যি রাজাকারদের সাথে হাত মেলায় তাহলে সে লজ্জা কাদের সিদ্দিকীর হলেও সে ব্যর্থতা অবশ্যই আওয়ামীলীগের!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

ইম্কাপণ বলেছেন: ঘুরে ফিরে আওয়ামীলীগে আটকে আছেন কেন। মুক্তিযুদ্ধ সব মানুষের। রাজাকারদের যারা বাচাতে চায় এর সঙ্গে তারা মুক্তিযুদ্ধের কথা বলা মানায় না।

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: কারণ কানা ইস্কাপনেরা যে এখন পঙ্গপালের মত ছড়িয়ে পড়েছে!!!!

শাস্ত্রে আছে না
আইল দেশে কলিকাল
শিয়াল চাটে বাঘের গাল!!!!

কি আজব চেতনা ধারীরা!!!
৪০ বছরে পর যদি ফাসির জন্য যারা আন্দোলন করছে- তারাই নাকি আবার কাদের সিদ্দীকির পল্টনে রাজাকার হত্যাকে বে-আইনি বলছে!!!!

ডাবল ষ্ট্যান্ডার্ড আর হিপোক্রেট কি গাছে ধরে?

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

ইম্কাপণ বলেছেন: আমি ডাবল স্টান্ডার্ড নেইনি। তখনকার দালাল এখন আইকন হল কিভাবে?
কাদের সিদ্দিকী একজন মুক্তিযোদ্ধা কেউ অস্বীকার করে না।

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

যাযাবরমন বলেছেন: আমি বুঝিনা পঙ্গএর পঙ্গপালরা আমাদের বাংলাদেশ নিয়ে কেন কথা বলে?

৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

একমত না বলেছেন: এইটা কি স্যাটয়ার?

দেসের জন্য কে কি করছে তার তালিকা করতে গেলে তালিকায় বঙ্গবন্ধুর খুব পিছে তিনি থাকবেনা। ৭৫-এ বন্ধ বন্ধু খুন হবার পর সবাই যখন লেজ গুঁটিয়ে ভারতে পালিয়ে গিয়েছিল এই সিদ্দিকি সেদিন দেশে থেকে তার প্রতিবাদ করেছিলেন। একটা অস্ত্র হাতে না ধরে দুই ৩ তা মুক্তিযুদ্ধের বই পড়ে আর ফেবুতে কয়েকটা পোস্ট দিয়ে,সোফাতে আরামে বসে ছাগু পন্দায়নি দিয়ে এখন কার পোলাপান ধরাকে সরাজ্ঞান করা শুরু করছে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

ইম্কাপণ বলেছেন: কাদের সিদ্দিকী আওয়ামীলীগ থেকে পদত্যাগ করা ছিল ব্যাক্তিক রাজনৈতিক। তার ৭১ কিংবা ৭৫ এর ভুমিকা নিয়ে কেউ প্রম্ন করে না।
একজন শ্রেষ্ঠ মানুষ যদি অপরাধ করে আদালত তাকে ক্ষমা করে দেয় না।
অপরাধের শাস্তি এক বিষয় আর অপরাধীকে বাচানোর চেষ্টা অন্য বিষয়।

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: আমি ডাবল স্টান্ডার্ড নেইনি। তখনকার দালাল এখন আইকন হল কিভাবে?
কাদের সিদ্দিকী একজন মুক্তিযোদ্ধা কেউ অস্বীকার করে না।

আয় হায়! কি সর্বনাশের কথা বলছেন ভাই?

কাদের সিদ্দীকিরে যদি দালাল বলেন তবে তিনার রাজণীতির পিতাও কিন্তু বাদ পড়ে না। তাই আবেগকে সামলে ভাবুন বলুন।

স্বাধীনতাকে কিন্তু আপনি প্রশ্নবিদ্ধ করছেন! রাজীব গান্ধীর দাবীকেই সত্যি বলে মানছেন তাহলে!!!!!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

ইম্কাপণ বলেছেন: আরে ভাই কাদের সিদ্দিকী কে তো আমি দালাল বলি নি। ৭১ সালে রাজাকাররা সব মুক্তিযোদ্ধাদের দালাল বলত। কাদের সিদ্দিকী তো মুক্তিযোদ্ধা। ৭১ সালে যাকে দালাল বলল সেই রাজকার রা এখন তাকে আইকন বলছ তাহলে কোনটি সঠিক।

১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

রুথলেস রাস্টস বলেছেন: শাহবাগে যেদিন কাদের সিদ্দিকীরে রাজাকার বইলা গালি দেওয়া হইলো সেদিন আমি ছিলাম। ভাষণ ভাল করে শুনতেসিলাম না বলে খেয়াল করি নাই।
বাসায় আইসা নেটে পলাম- কে যেন কাদের সিদ্দিকীরে রাজাকার কইসে শাহবাগে এবং বেশিরভাগেই তারে সাপোর্ট দিসে !!

সাথে সাথে প্রশ্ন আসলো মাথায়- আমি একটা বেনসন খাইতে খাইতে আয়েস কইরা শাহবাগ যাই, চা নাশতাটা আসার সময় কইরা আসি আশপাশ থেকে। কষ্টের মধ্যে শুধু এটাই যে স্লোগানে গলাটা ভাইঙ্গা যায়। আবার আয়েসে আরো দুই চারটা বেনসন টানতে টানতে বাসায় ফিরি। এজন্য আমরা নব্য মুক্তিযোদ্ধা।

আর কাদের সিদ্দিকী নয়মাস ধইরা জীবন বাজি রাইখা যুদ্ধ করসিলেন, খাইয়া না খাইয়া গাছের পাতা খাইয়া যুদ্ধ করসিলেন দশ হাজার সৈন্যের নেতৃত্ব দিসিলেন। বঙ্গবন্ধুর হত্যার পর একাই অস্ত্রহাতে রাস্তায় নেমে পড়সিলেন। বুলেটের সামনে নির্ভয়ে আগায়া গেসিলেন এইজন্যই বুঝি শেষকালে তাঁরে রাজাকার উপাধি পাইতে হইল।
একটাই কথা ভাই, আওয়ামী লীগ না করলেই সে মুক্তিযোদ্ধার বাইরে গেলোগা ??

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

ইম্কাপণ বলেছেন: মান্নান ভুইয়া, তরিকুল ইসলাম, শাজাহান সিরাজ আরো অনেককে কখনো রাজাকার বলেছে কেউ আমি শুনিনি।
এরা কেউ আওয়ামীলীগ করেন না।

১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

মুিকত খান বলেছেন: একমত না বলেছেন: এইটা কি স্যাটয়ার?

দেসের জন্য কে কি করছে তার তালিকা করতে গেলে তালিকায় বঙ্গবন্ধুর খুব পিছে তিনি থাকবেনা। ৭৫-এ বন্ধ বন্ধু খুন হবার পর সবাই যখন লেজ গুঁটিয়ে ভারতে পালিয়ে গিয়েছিল এই সিদ্দিকি সেদিন দেশে থেকে তার প্রতিবাদ করেছিলেন। একটা অস্ত্র হাতে না ধরে দুই ৩ তা মুক্তিযুদ্ধের বই পড়ে আর ফেবুতে কয়েকটা পোস্ট দিয়ে,সোফাতে আরামে বসে ছাগু পন্দায়নি দিয়ে এখন কার পোলাপান ধরাকে সরাজ্ঞান করা শুরু করছে।

১২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

সাবাব ইকবাল বলেছেন: আপনি জানেন আপনি কী বলছেন ? মুখ সামলায় কথা বলবেন। আর শোনেন, আপনি যে আওয়ামীলীগের চামচা সেইটা বুঝতে আর বাকী নাই। ভাগ্য ভালো শেখ মুজিবর রহমান হাসিনার পিতা লাগে। নাইলে আজকে তাকেও যুদ্ধাপরাধীর তালিকায় ফেলা হত। আর বলা হতো হাসিনার নেতৃত্বে দেশ স্বাধীন হইছিল।

১৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

রং-নাম্বার বলেছেন: আওয়ামীলীগের সব সমর্থক কি পাগল হয়ে গেল নাকি?? সেদিন কাদের সিদ্দীকিকে রাজাকার বলে শেখ মুজিবকেও রাজাকারের সর্দার বানাল তাও দেখি কানা আর পাগল আওয়ামীলীগের শিক্ষা হয় না।
আপনাদের মত কানা সমর্থকদের কারনেই শেখ মুজিব পর্যন্ত গালি শুনে।

১৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

মিথুন-১ বলেছেন: কাদের সিদ্দিকীকে মুক্তি যোদ্ধা বলবেনা যে কুলাংগার-তার চৌদ্দ গুষ্ঠী রাজাকার।

১৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৬

এনজামান বলেছেন: যারা বঙ্গ বন্দুর চামরা দিয়ে ডুগ ডুগী বানাবে বলেছিল প্রকাশে রাজ পথে, এরাই এখন আওমিলিগের হর্তা কর্তা,আর যারা বঙ্গবন্দুর জন্য জীবন দিতে প্রস্থুত ছিল, যারা জীবন দিয়েছে এরা সবাই এখন নব্ব্য রাজাকার ।

১৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২১

ভালোরনি বলেছেন: একজন গোরা অন্ধ আওয়ামিলিগ (এই সময়ের) হবার সব যোগ্যতা আপনার মাঝে আছে। শুভকামনা।

১৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪২

bangal manus বলেছেন: বীর সব সময়ের জন্য বীর হতে পারে না। বীর কে প্রতিটি মূহর্তে তার বীরত্ব দেখাতে হয়। কাদের সিদ্দিকী মুক্তি যুদ্ধের বীর হলেও বর্তমানে সে নব্য রাজাকারের দোষর বলে আমার মনে হয়। সে লোভে হোক আর হিংষাত্বক ভাবে হোক সে এখন মু্ক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলছে।

১৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৮

ক্ষ্যাপাপাগলা বলেছেন: bangal manus বলেছেন: বীর সব সময়ের জন্য বীর হতে পারে না। বীর কে প্রতিটি মূহর্তে তার বীরত্ব দেখাতে হয়। কাদের সিদ্দিকী মুক্তি যুদ্ধের বীর হলেও বর্তমানে সে নব্য রাজাকারের দোষর বলে আমার মনে হয়। সে লোভে হোক আর হিংষাত্বক ভাবে হোক সে এখন মু্ক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলছে।

১৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৯

এই আমি সেই আমি বলেছেন: ৭১ সালে যারা কাদের সিদ্দিকি ভারতের দালাল বলত , হাতের কাছে পেলে তাকে আস্ত রাখত না , তারাই এখন কাদের সিদ্দিকির নামে মুখে ফেনা তুলে ।
কাদের সিদ্দিকির মুরিদরা উপরে দেখুন কিভাবে জিকির তুলছে । কিন্তু কেন।?দেখুন


২০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪

ক্ষ্যাপাপাগলা বলেছেন: বঙ্গবীর কাদের রে নিয়ে কিছু বলার নাই। তবে সে কেন এমন কথা বলল তা নিয়ে আমি অনিশ্চিত। অনেক বছর পার হয়ে গেছে, সেই মুক্তিযুদ্ধ থেকে শুরু করে শহীদ জননী জাহানারা ইমাম এর এর সময় সহ বিভিন্ন সময়ে রাজাকারদের বিচারএর দাবীতে অনেক কথায় বলেছেন তিনি। অনেকের নাম ই বলেছেন। তিনি চিহ্নিত রাজাকাররা (যারা আজ বিচারাধীন) সবার নাম বিভিন্ন সময়ে বলেছেন এবং তাদের বিচার চেয়েছেন। কিন্তু সে আজ হঠাত করে তার পুরানো দলের কিছুলোককে রাজাকার বললেন কেন তা জানি না। রাজাকারদের নাম তো তিনি অনেকবার বলেছেন তখন তিনি এদের নাম বলেননি কেন? তবে তিনি দল থেকে যেভাবে বিতাড়িত হয়েছেন সেটা মোটেও ঠিক হয়নি। দুয়ে দুয়ে চার মিলান মিলে যাবে। যাইহোক তার কথা সত্যি হলে সরকারী দলের যারা রাজাকার আমরা তাদের বিচারও চায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.