![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোরআন শরিফে আল্লাহ ঘোষণা দিয়েছে, আমি এটা প্রণয়ন করেছি। আমিই এটাকে হেফাজত করব।
এই আয়াতের কি অর্থ। জামায়াত বিএনপি তাহলে কার ভুমিকায় অবতীর্ণ? এই ছবির এরা কিসের হেফাজত করতে চাচ্ছে। এরা এত আতঙ্কিত কেন?
সামান্য বোধ জ্ঞান যদি কোন মানুষের থাকে সেও কি এই ভাবে ভাবতে পারে। এই লোকগুলো যদি ইসলামের সেবক হয় সেই ধর্ম কোন জায়গায় নামতে পারে তাতো সবাই দেখতে পাচ্ছে। একজন পোপ নির্বাচিত হয়। তাতে পৃথিবীর সব রাষ্ট্র (মধ্যপ্রাচ্যসহ) কুর্নিশ জানায়। আর ইসলামের এমন একজন মৌলভি নাই যাকে জঙ্গি, নৃশংস বলে সন্দেহ পোষণ করবে পৃথিবীর কোন দেশ।
এই অসভ্যগুলো নাস্তিক ঘোষণা করছে পুরোপুরো অনুমানের ওপর ভিত্তি করে। সরকার নাস্তিক ব্লগারদের তালিকা করছে। তাহলে যারা কোন প্রমাণ ছাড়া নাস্তিক ঘোষণা করছে তার প্রমাণ না দিতে পারলে শাস্তির আওয়তায় আনতে হবে। এবং তারা যে শাস্তি দেয় একই শাস্তি ভোগ করতে হবে।
২| ১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
এম. মাসুদ আলম. বলেছেন: জামাত-শিবির ধ্বংসের কারণে? অসত্য একদিন ধ্বংস হবেই। ৬৪ সালে আইউব খান জামাতকে একবার নিষিদ্ধ করেছিলো, আর একবার নিষিদ্ধ হয়েছিলো ভারতে আবার বাংলাদেশের পালা।
৩| ১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
এ সামাদ বলেছেন: গড়ে চাল বারো আনা করলে হবেনা।
বাংলাদেশের এখনো সেরা আলেম তাঁরাই আমার তো মনে হয়।
আপনি তো কোন ধাচের তা আমার জানা নেই।
তবে ব্লগের ভাষাগুলাই তো খারাপ লাগল আমার কাছে।
আপনার বাবা মা কি আলেমদের সম্মান করতেও শিক্ষা দেই নাই?
এরা ভাষাটা কিসের? এমন ভাষা ব্যবহার বেয়াদব ছাড়া আর কেউ করতে পারেনা?
৪| ১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
রাতপাখি বলেছেন: আপনি কি কোরআনের আর কোন আয়াত পাঠ করেননি ?
আপনি যে ভাষা ব্যবহার করেছেন এই ভাষা কি কোন মুসলমান ব্যবহার করতে পারে ?
আপনার জন্য পরামর্শ- কোরআন পড়ুন জানার জন্য, তাহলে বুঝতে পারবেন পোপের কেন এত সম্মান? যীশু (হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম) কেন তাদের নিকট এত সম্মান পাননি বেঁচে থাকতে ? যদি পোপ পুজিবাদের বিপক্ষে অবস্হান নেন তাহলে কি তার এ সম্মান থাকবে ? যিশু পুজিবাদের জন্য ছিলেন আতঙ্ক। আর সে জন্যই পুজিবাদীরা তাকে হত্যার আয়োজন করেছিল । এ সব বিষয়ে কি আপনার কোন জানাশুনা আছে ?
১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৭
ইম্কাপণ বলেছেন: যা লিখেছেন তা নিজে জানেন। যিশুকে হত্যা করা হয়েছিল ইহুদি ধর্মের বিরুদ্ধে নিজেকে নবী ঘোষণা করায়। তখন ইসরাইল ছিল রোমান সম্রাটের আওতায়। রোমান সম্রাটের প্রতিনিধি যিশুকে হত্যা করতে চাননি। তিনি তাকে বাচানোর চেষ্টাও করেছিল।
পুজিবাদের জম ঠিক আছে। এই কাঠ মোল্লারা পুজিবাদের উচ্ছিষ্ট ভোগী।
এরা গরীব মানুষের জন্য কোন প্রকল্পে অর্থায়ন করেছে।
৫| ১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
সবুজ ভীমরুল বলেছেন: ফেনী পর্যন্ত গিয়া তো উলটা দৌড় মারলা,
এখন ব্লগে বইসা ল্যাদানো ছাড়া আর কিইবা করবা??
যাও যাও ইমরানের চাদর ধইরা হাঁটা দাও।
৬| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৩
আল মামুনুর রশিদ বলেছেন: islam nosok ekti dhormo noy je ekjon moulovir kothai sob hobe. eta jobon bidhan. jekhane onno dhormer nirapotta nischit korao ase.
৭| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:১২
পিচ্চি পোলা বলেছেন: এরা ভন্ড.......
এতদিন বেকার বসে ছিল। এখন তো অন্তত একটা কাজ পেয়েছে!
৮| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৫
প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: আমাদের দেশে ইসলাম কে নিজের মত চলতে দেয়ার জন্য সবার আগে ধর্ম ব্যবসায়ীদের সামাজিক ভাবে বয়কট করতে হবে। এছাড়া কোন উপায় নাই। এ বয়কট দেশে বিদেশে সব জায়গায় করতে হবে। নিজে করতে হবে , অন্যকে উতসাহিত করতে হবে।
৯| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: মুমুর্ষ সকল ব্যক্তির চোখে বাকি সবাইকেই মুমুর্ষ ভাবে!!!!
আপনি ডাক্তার দেখান!
১০| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৩
হ্যারিয়ার টু বলেছেন:
এরা আলেম নামের জালেম। জামাত শিবিরের ভাড়াটে মোল্লা!
হেফাজতে ইসলাম না বলে 'হেফাজতে আলবদর' বলাই ভাল হবে।
এদের কে শিখিয়ে দেয়া হয়েছে, ব্লগার মানে নাস্তিক।
আজ BBC র কাছে সাখাৎকারে বলেছে আমরা নিজেরা দেখিনি আমাদের মুরুব্বি শিক্ষকেরা দেখে বলেছে!
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
রাতপাখি বলেছেন: Click This Link