নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সব কিছু নষ্টদের অধিকারে

শানিত কর সংস্কৃতির চেতনায়

ইম্কাপণ

সকল প্রগতিশীল আমার বন্ধু।

ইম্কাপণ › বিস্তারিত পোস্টঃ

আরও কিছু প্রাণ ঝরবে : খালেদা জিয়া

১৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৪

খালেদা জিয়া মানিকগঞ্জে বলেছেন, প্রয়োজনে আরও কিছু প্রাণ যাবে। তবু এই সরকার কে বিদায় করতে হবে। আরও রক্ত ঝরবে।

কার স্বার্থে??

কার স্বার্থে এই সব মানুষের প্রাণ ঝরাতে চাচ্ছেন। দুই ইতর ছেলেকে বাচানোর জন্য। দেশ দেশ করে করে মরে যাচ্ছেন। জানোয়ার রাজাকার বাচাতে। তাদের জন্য এত পিরিত উথলে উঠল কেন?



আমরা কি ইডিয়ট হয়ে যাচ্ছি।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৪

বর্ণান্ধ বলেছেন: নতুন কিছু না। লিংক থাকলে একটু দেনতো ভাই। বিনুদোন মিস করা যায় না। ;)

২| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:০০

এম আর সুমন বলেছেন: আপনার শেষ কথাটার সাথে একমত।
ইডিয়ট হয়ে যাচ্ছেন।
আন্দোলন কোনো যুদ্ধাপরাধীকে বাঁচাতে নয়। একথা কতবার বলতে হবে আপনাদের। সেই বিচার তো চলছে। এসব ফালতু ইডিয়টগিরি আর কত দিন?
আন্দোলন এই সরকারের সকল নোংরামীর বিরুদ্ধে। সকল অন্যায় অত্যাচারের বিরু্দ্ধে। নাকি বিরোধী দলের উচিত , পদ্মা সেতু, হলমার্ক , শেয়ার বাজার , বিশ্বজিত হত্যা, গুম , গনহত্যা, দয়া করে বিরোধী দলের উপরে গুলিবর্ষন, তাদের অফিস ভাংচুর , কথায় কথায় বিরোধী মহাসচিবকে আটকে রাখা, যাকে তাকে রাজাকার বলা ( এমনকি সে যদি বিরোত্তম উপাধীপ্রাপ্ত বঙ্গবীরও হয়!) , বিডিয়ার বিদ্রোহের বিচার না করা, সাগর রুনি..........আসলে বিরোধী নেত্রীর উচিত ছিল এসব কারনে সরকারকে চুমু খাওয়া। তাই না? নিজেদের কুষ্টিনামা দেখলে একটু খারাপ লাগবে , বুঝি। তয় একটু ভাইবা দেখেন। আর কত যুদ্ধাপরাধী জুজুর ভয় দেখাবেন এ জাতিকে?
এই বিচার তো চলতাছে। কিন্তু উপরোক্ত ঘটনাগুলোর বিচার কবে হবে??

৩| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৭

দিশার বলেছেন: আপনার পোস্ট এখন জামাত হেপাজত aka bnp পোস্ট দ্বারা ভরে উঠবে।

৪| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৬

আমি আবুল হুসেঈন বলতেছি বলেছেন: চিন্তা করবেন না ভাই, মেডিসিন আছ....

৫| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৯

যোগী বলেছেন: তার আসলে কোন দোষ নাই, এই বার যেকোন মূল্যে ক্ষমতায় না আসতে পারলে তার দুই ছেলেকে পৃথিবীর কোথাও নিরাপদে রাখতে পারবে না। প্রায় বড় বড় সব দেশেই তাদের নামে মামলা আছে।

৬| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৭

রাতুল রেজা বলেছেন: তাই যদি হয় তাহলে খালেদা জিয়ার প্রান টাই ঝরুক । বিশাল ত্যাগ হবে তাহলে

৭| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:১০

হাসানুর বলেছেন: জনগণের রক্ত এত সস্তা !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.