নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সব কিছু নষ্টদের অধিকারে

শানিত কর সংস্কৃতির চেতনায়

ইম্কাপণ

সকল প্রগতিশীল আমার বন্ধু।

ইম্কাপণ › বিস্তারিত পোস্টঃ

রাষ্ট্রপতির মৃত্যূ এবং আমাদের দেশের ভাবমূর্তির ফেনা

২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫





কি অদ্ভুত তাই না। যদি মার্কিন রাষ্ট্রপতি মারা যেতেন। ভারতের রাষ্ট্রপতি, এমনকি সৌদি রাজাও যদি মারা যেতেন তাহলে কি করত রাষ্ট্র নেতারা। অনেক দেশের রাষ্ট্রপতিরা তার শেষ শ্রদ্ধায় সামিল হত। এক্ষেত্রে একটি বিষয় লক্ষ্যণীয় সাধারণ পার্শ্ববর্তী দেশসমূহের রাষ্ট্রপ্রধানেরা অংশ নেন। হুগো শ্যাভেজের মৃত্যূতে ইরানের রাষ্ট্রপতিও ছুটে গিয়েছে। লাতিন রাষ্ট্রপ্রধানেরা তো গেছেই। তবে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ দেশের ক্ষেত্রে নেতৃস্থানীয় দেশের অংশ গ্রহণ থাকে না।

বারবার আমাদের রাষ্ট্র নায়কেরা ভাবমূর্তির প্রচারণায় মুখে ফেনা তোলেন। বিএনপি ক্ষমতায় এসে আন্তর্জাতিক ভাবমূর্তির আবক্ষ তৈরী করেন। বর্তমান সরকার শান্তির মডেল প্রচার করে দেশকে অনেক উচ্চতায় নিয়েছেন। তার প্রমান ওবামা নয় জন কেরি শোক দিয়েছেন। পুরো মধ্যপ্রাচ্যের কেউ কিছুই বলেনি। আর এখন পর্যন্ত জানি কোন রাষ্ট্র প্রধানেরা আসছেন না।

আমাদের নেতারা দেশকে কত ভালবাসে যারা মরে সব গিয়ে সিঙ্গাপুর। নির্লজ্জ জাতির আবার ভাবমূর্তি। এদের লজ্জাও নেই। রোস্ট খাওয়ার পর পেট খারাপের চিকিত্সাও সৌদি আব্বার কাছে দৌড়ায়। আমরা ছোট লোক। আমাদের চিকিত্সা সদর হাসপাতালে বারান্দায় সুইপার অস্ত্রপচার করবে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন:
সুন্দর এবং সমসাময়িক একটি বিষয়ের অবতারনা করেছেন।

ধন্যবাদ।

২| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৩

ভালোরনি বলেছেন: আমাদের শিক্ষা হওয়া উচিত। আমরা আমাদের আসেপাসের বড় বড় দাদাদের যতো চাটি উনারা আমাদের তত চাটে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.