নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সব কিছু নষ্টদের অধিকারে

শানিত কর সংস্কৃতির চেতনায়

ইম্কাপণ

সকল প্রগতিশীল আমার বন্ধু।

ইম্কাপণ › বিস্তারিত পোস্টঃ

সাড়ে চার বছরেই গর্ভবতী!!!

২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

সাড়ে চার বছরেই গর্ভবতী!!!



মাত্র সাড়ের চার বছরে মাথায় গর্ভবতী হয়ে পড়েছে। এমন ঘটনায় সারা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অনেকেই বিষয়টিকে খুব সিরিয়াসলি নিয়ে আলোচনাও করছে। এমনতো হওয়ার কথা নয়। কিভাবে সম্ভব?

আবার অনেকে বলছে অন্যকিছু হতে পারে। ভালমত যাচাই করার পরামর্শ দিচ্ছে। ভিন্ন কোন রোগ বা দেখার ভুল হতে পারে। কিন্তু খুব যাচাই করলে বিষয়টি স্পষ্ট হয়ে যায়। সবাই বলছে এটা লজ্জার। তাদের প্রশ্ন ক্রোধে নাকি হিংসায় এমন খবরটি ছড়িয়ে দিচ্ছে কেউ।

কি এমন হতে পারে। আবার দায় শিকারও করছে একজন। সে বলেছে আমি প্রতিনিয়ত গমন করেছি। অবশ্য ঘটনায় জড়িত যে সে কিছু বলছে না।

কিন্তু সাধারণের প্রশ্ন এটা কি রোগ নাকি সত্যিই আবার পোয়াতি হয়েছে গেল! মাত্র সাড়ে চার বছরের মাথায় কি এমন ঘটল। কটা দিনের আগের কোন শিক্ষা মনে নেই। কেন, কিসের লোভ? জয় সামরিক তন্ত্র নাকি ধিন উর্দিবাদ।



আমি কাউকে কখনো বোকা বানাই না। কিন্তু আপনাদের বোকা বানিয়ে দিলাম। তবে কেউ যদি এরমধ্যে অন্যকিছু খুঁজে পান দয়া করে আমাকে দায় দিবেন না। কেউ যদি নিজের সঙ্গে কোন কিছু মিল খুঁজে পান তা পুরোপুরি কাকতাল। তার জন্য বিশেষভাবে দুঃখিত।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

আই লাভ ইউ, ম্যান বলেছেন: কথা হইল বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধল কে?

২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

ইম্কাপণ বলেছেন: ভাই আপনি বুঝলেন আর কেউ বুঝল না কারণ কি?

২| ২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

কামরুল ইসলাম (সুমন) বলেছেন: কিছুই বুঝলাম না, ৩/৪ বার পড়লাম। :-B :-B B:-) B:-)

২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

ইম্কাপণ বলেছেন: রাষ্ট্র আবার ফিরে যাচ্ছে উর্দির নিচে। অবৈধ পদ্ধতি সন্তান হলে সবাই তাকে (?) বলে।

৩| ২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

নীল-দর্পণ বলেছেন: এভাবে বোকা বানানো!!!

তবে এরকম ব্যাপার অসম্ভব নয়। এটা ঘটে থাকে। মায়ের গর্ভে থাকাকালীন একটি জাইগোট দৈবক্রমে আরেকটির ভেতর ঢুকে যায়। একটি বাচ্চা সৃষ্টি হয় আর তার ভেতর আরেকটি যদিও সেটি পরিপূর্ণ বাচ্চায় রুপ নিতে পারেনা.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.