| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাড়ে তিন কোটি টাকার হিসাব কিভাবে দিলেন???
সাড়ে তিন কোটি টাকার জামায়াত সাকার পরিবার দিয়েছে। হেইরা বলিয়াছে লংমার্চে অংশগ্রহণকারীরা দেবে। হেইদের ১৩ দাবির একটি অন্যতম দাবি হচ্ছে বিভিন্ন নাটকে মাথায় টুপি পড়া লোকদের চরিত্র ব্যবহার করা হয় ভিলেন হিসেবে। মাথায় টুপি দিয়ে মিথ্যা কথা বলবেন। লুট করবে আর নাটকে ব্যবহার করা হবে অন্যপোষাকে? তাহলে যখন তারা বলল ৭১ টিভির সাংবাদিককে হামলা করেছে ছাত্রলীগ তারাও কি আপনার হাটহাজারিতে পড়ে। আর হামলা করার সময় তাদের আটকালেন কেন? টুপি মাথায় দিয়ে অপরাধ করলে তা কি জায়েজ হয়ে যায়?????
সাড়ে তিন কোটি টাকা অংশগ্রহণকারীরা দেবে কিভাবে এত নিশ্চিত হিসাব দিলেন। ভণ্ডামো ধর্মের সঙ্গে গুলিয়ে ফেলে কার হেফাজত করছেন।
©somewhere in net ltd.