![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হেফাজতী ও জামায়াতিরা (বিএনপি শাখা সহ) এর উত্তর কি?
আর বলুন আমি প্রকাশ্য ভয় প্রদর্শক। যেমন আমি নাযিল করেছি যারা বিভিন্ন মতে বিভক্ত তাদের ওপর। যারা কোরআনকে খন্ড খন্ড করেছে। অতএব আপনার পালন কর্তার কসম আমি অবশ্যই তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করব। -আল কোরআন
আমি লুতকে এ বিষয়ে (লুতের আহ্বান না মানা) পরিজ্ঞাত করে দেই যে সকাল হলেই তাদের সমুলে বিনাশ করে দেয়া হবে। শহরবাসী আনন্দ উল্লাস করতে করতে পৌছাল। লুত বললেন (লুতের কাছে ফেরেস্তা এসেছিল) তারা আমার মেহমান। অতএব আমাকে লাঞ্চিত করো না। তোমরা আল্লাহকে ভয়কর এবং আমার ইজ্জত নষ্ট করো না। তারা বলল আমরা কি আপনারে জগদ্বাসীর সমর্থন করতে নিষেধ করেনি। তিনি বললেন তোমরা একান্ত কিছু চাইলে আমারা কন্যারা আছে। -আল কোরআন
০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১১
ইম্কাপণ বলেছেন: তুই কখন দেখলি আমি কমেন্ট মুছে ফেলি? তোর ইসলামি বয়ান আরও কিছু লেখ আমি তাই চাই। তোর মাদ্রাসায় কি ভাষা শেখায় এটা দেখতে হবে। ধীর মন্তিস্কে চিন্তা করে দেখ যে ভাষায় তুই লিখেছিস এটা কোন ভাবেই কি ধর্ম হওয়া উচিত?
২| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩০
আদরের সন্তান বলেছেন: হাধারাম শুনে রাখ আমি মাদ্রাসার ছাত্র না । আর তুর মত হাধারামকে এর চাইতে ভালবাভে বললে বুঝবি না তাই এই আয়োজন । আর একটা কথা জেনে রাখ আমার মত মানুষকে দিয়ে ধর্মের মাপকাঠি বানালে সারা জীবন অন্ধকারেই থেকে যাবি । মাপ কাঠি বানাতে হলে নবী ও তার ওয়ারিশ গনকে বানাতে হবে । আমি ইসলাম ধর্মের কিছুই জানি না যদিও জানার চেষ্টা করছি দীর্ঘ ৪ বছর ধরে । আমাকে বাদ দে সঠিক ইসলামকে জানার চেষ্টা কর জীবন সুন্দর হয়ে যাবে । আলোকিত হয়ে যাবে অন্ধকার থেকে । দেখা পাওয়া যাবে সঠিক পথের দিশা । হারিয়ে যেতে ইচ্ছে করবে শান্তির অতল গভীরে । ইসলাম এমনই একটি ধর্ম ।
০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৪
ইম্কাপণ বলেছেন: বলেছ ইসলামের কিছুই জাননা। আবার এতে হারিয়ে যাওয়া যায় এটা কিভাবে বুঝলি। কিছু না জেনে উপদেশ কিভাবে দেওয়া যায়। যাদের অনুসারি তুই তার মানে তারা তোর চেয়ে ভাল। আর তোরা ইতর জীব।
৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৪
মুহাম্মদ ফয়সল বলেছেন: লেখক ইস্কাপণ, আজকে এই এপ্রিল মাসে জামাতিদের (এবং তাদের দোষরদের) বুঝাতে যাওয়া হচ্ছে সবচেয়ে বড় বোকামী। এরকম বোকামী কইরেন না। দেখেন না তাদের আচরণ! মৌলবাদী বললে হয়ে যাবো নাস্তিক! গতকাল একটা টকসোতে দেখলাম, একজন হেফাজতি নেতাকে সৌদি ও অন্যান্য গোড়া মুসলিম দেশের ভাস্কার্য্য সম্পর্কে জিজ্ঞেস করাতে তিনি বললেন ওদের কথা বাদ দিয়ে উনারা কি যুক্তি দিচ্ছেন তা শুনতে। ইসলামের যেখানে উৎপত্তি তাদের কথা বাদ দিয়ে আমাদের কাট্টুরা যা বুঝে তা-ই নাকি ঠিক! এই হল এদের আচরণ। কথায় আছে "চোরায় না শুনে ধর্মের কাহিনী"। সুতরাং এদের বুঝানোর চেষ্টার চেয়ে গোয়ালের ছাগলটারে বুঝান! ঢের ভালো!
০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৪
ইম্কাপণ বলেছেন: সহমত। এখানে কিন্ত আমার কোন কথা নেই। পুরোটাই কোরআন শরীফের আয়াত। তবুই ইতরগুলোর ভাষা।
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৫
আদরের সন্তান বলেছেন: ঔ বেকুব এত জানস তে যাস না কেন মাদ্রাসায় পড়াইতে । বাপের আগে বাল ফালাইতে আসিস না কইলাম । তর চাইতে কম জানে যারা মতিঝিল গেছে । হালা বুধারাম কোথাকার তরে তো জাতিয় মসজিদের ঈমাম বানানী দরকার শেখ হাসিনার সু--- চাটতে । এত আলেম গীরি দেহাইস না । তর হেফাজতরে বালা লাগে না বইয়া থাক নেংটা হইয়া । আর বালা লগবই বা কেন এই খানে তো আর শাহবাগিদের মত পর্ণ অভিনেত্রি নাই । তুই তো আবার কমেন্ট মুছে ফেলস হেইকানে আর বেশি কিছু কইলাম না ।
যদি মুসলমান দাবিদার হয়ে থাকস তাহলে মন মানসিকতার পরিবর্তন কর । আর যদি অন্য কিছু হয়ে থাকস তাহলে দরকার নাই । বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের যত আলেম উলামা আছে তারা সবাই এটাকে সমর্থন করে । খালি হাম্বালিগ উলামা বাদে । বুঝসস । কুতুবালি....।