নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সব কিছু নষ্টদের অধিকারে

শানিত কর সংস্কৃতির চেতনায়

ইম্কাপণ

সকল প্রগতিশীল আমার বন্ধু।

ইম্কাপণ › বিস্তারিত পোস্টঃ

হাসিতে হাসিতে খিল ধরে গেল আরবদেশ নাকি বাংলাদেশের স্থিতিশীলতা দেখতে চায়, গণতন্ত্র দেখতে চায়

২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৮



প্রধান বিরুদ্ধী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করে তাহারা কহিয়াছেন বাংলাদেশে স্থিতিশীল রাজনীতি তাহারা কামনা করেন। সুষ্ঠু নির্বাচন, সহিংসতা বন্ধ সহ রাজনৈতিক অস্থিরতায় তাহারা ভুমিকা নিতে প্রস্তুত। যারা যা কিছু আছে তাহা নিয়াই তাহারা প্রস্তুত। গত ১৭ এপ্রিল

খালেদা জিয়ার সঙ্গে তারা বলিয়াছেন গণতান্ত্রিক প্রক্রিয়া, আইনের শাসন, ন্যায়-বিচার প্রাপ্তি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি নির্মূল করার জন্য বিশেষ সহযুগীতা তাহারা করিবেন।

আমরা খুব খুশী হইয়াছি। গণতন্ত্র চাওয়া দেশগুলো হইয়াছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, মরক্কো, ইরাক, লিবিয়া, মিশর, কাতার, ওমান ও ফিলিস্তিন। তাহারা তাহাদের দেশে শান্তিপূর্ণ গণতন্ত্র কায়েম করিয়া আমাদেরও শিখাইতে আসিয়াছেন।

আমরা কি কাদিব না হাসিব।

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

সুফি ফারুক বলেছেন: তাদের ভূমিকাতেই তো আজ এতদূর। আর চাইনা বাবা।
তারা আমাদের ক্ষেমা-ঘেন্না করে দিক। নিজের দেশ নিয়ে ভাবুক।

২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

ইম্কাপণ বলেছেন: গণতন্ত্র বলে কথা। আপনি নিবেন না এটা হয়না। শান্তি আপনাকে দেওয়া চাই।

২| ২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

যোগী বলেছেন:
ভিষন ভাবে হাসিয়া গেলাম আরব শহাজাদাদের আবালিয় ভন্ডামি দেখে।

৩| ২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

রমনা টেক বলেছেন: এই কথা শুনার আগে আমার মরণ হইলনা কেন? X(( X(( X((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.