![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৌদি নাগরিক তালেবান সমর্থক আফগান যুদ্ধে অংশ নেওয়া অপরাধীদের সৌদি সরকার মূল ধারায় ফিরিয়ে আনতে সেক্স থেরাপি দিচ্ছে। মানে অপরাধীদের জন্য একটি বিশেষ ক্যাম্প তৈরী করে সেখানে তাদের জন্য, স্পা, জিম, সেক্সুয়াল সুবিধা দেওয়া হচ্ছে। তাদের বিভিন্ন ধরণের সুবিধা দিয়ে রাখা হচ্ছে।
সামাজিক মর্যাদা অনুযায়ী এসব সুবিধা পান বন্দীরা।
বন্দীদের সংখ্যা রয়েছে ২৩৩৬ জন। এরমধ্যে বিশেষ সুবিধা প্রাপ্ত ১৯ জন বন্দী।
কি চমৎকার দেখা গেল???
বিশ্বাস না হলে এখানে দেখুন
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০১
ইম্কাপণ বলেছেন: সাকা নিজে করে নিয়েছে। অনেকে বলছেন সাকার সঙ্গে দিয়ে দেওয়ার জন্য। ভাগাভাগি করতে পারবে।
২| ২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
পিচ্চি পোলা বলেছেন: মাহমুদুর রহমানও তো এই সুবিধা পাবার যোগ্য
৩| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০৩
চাঁন মিঞা সরদার বলেছেন:
আপনি আজাইরা ভাবে ব্লগারদের ডাইভার্ট করার চেষ্টা করছেন কেন? নিউজ টা ভালো ভাবে পড়েছেন?
For those who have shown signs of good behaviour, two day breaks may be granted for those who wish proximity with their wives, in special 'suites' which are part of the complex.
জেলে থাকার সময় ভালো ব্যাবহারের জন্য তারা তাদের স্ত্রীদের সাথেও সাক্ষাতে সুযোগ পাবে। স্ত্রীর সাথে মিলন তো দোষের কিছু নয়।
আপনার উদ্দেশ্য কি?
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪০
ইম্কাপণ বলেছেন: ডাইভার্ট করলাম কোথায়। সাকারা যার জন্য আলাল খোজে এরা একটু ব্যতিক্রম করছে। আমি কোথাও কি লিখেছি তারা অবৈধ সেক্স করছে। বলছি থেরাপিতে রেখেছে। আর আমিতো লিঙ্কও দিয়েছি। কারও বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই।
৪| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৯
*কুনোব্যাঙ* বলেছেন: চাঁন মিঞা সরদার বলেছেন:
আপনি আজাইরা ভাবে ব্লগারদের ডাইভার্ট করার চেষ্টা করছেন কেন? নিউজ টা ভালো ভাবে পড়েছেন?
For those who have shown signs of good behaviour, two day breaks may be granted for those who wish proximity with their wives, in special 'suites' which are part of the complex.
জেলে থাকার সময় ভালো ব্যাবহারের জন্য তারা তাদের স্ত্রীদের সাথেও সাক্ষাতে সুযোগ পাবে। স্ত্রীর সাথে মিলন তো দোষের কিছু নয়।
আপনার উদ্দেশ্য কি?
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
এস বাসার বলেছেন: সাইদীরাও এই সুবিধা পাবে?