![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হেফাজতি ইসলামিস্টরা ঈশ্বরকে নৃশংস মনে করেন
আমি যদি কোন অপরাধ করি কোন ঘটনার জন্য দায়ি হই কিংবা কোন ঘটনা যদি মানুষ সৃষ্টি করে তার জন্য নিশ্চিত ভাবে মানুষ দায়ি। কিন্তু ইসলামিস্টরা (এখানে লক্ষ্যনীয় ইসলামিস্ট মানে যারা রাজনৈতিক ব্যবহার করছেন) এসব ঘটনার জন্য ঈশ্বরকে দায়ি করছেন। তারা নিজেদের বক্তব্যকে আল্লাহর বক্তব্য বলে দাবি করছেন।
মূর্খগুলো বলছে আল্লাহর গজব দিয়েছে সরকারের ওপর। ইডিয়ট সরকার যা করছে করছে এর দায় আল্লাহর ওপর চাপাচ্ছে। কিন্তু বিষয়টি তো কোন ভাবেই আওয়ামীলীগ বা বিএনপির অথবা রাজনৈতিক নয়। প্রধানমন্ত্রীও বলছেন রানা যুবলীগের কেউ নন। মানে যুবলীগ হলে অপরাধ হত না এখন হবে। এটা শ্রেণীগত দ্বন্দ। বিজিএমইএ বারবার বলে বিদেশী ষড়যন্ত্র করে গার্মেন্ট ধ্বংশ করার ষড়যন্ত্র। শুয়োরগুলোকে জিজ্ঞাসা করতে ইচ্ছে করে আগুন দেওয়া বিল্ডিং ধসে পড়াও কি বিদেশী ষড়যন্ত্র? শ্রমিকদের বেতন কম দেওয়াও কি বিদেশী ষড়যন্ত্র?
২০০২ সালে লঞ্চ ডুবি দুই শতাধিক মানুষের মৃত্যূর পর নৌ মন্ত্রী কর্নেল আকবর হোসেন এটাকে আল্লাহর হুকুম বলে বক্তব্য দিয়েছিলেন। আর আল্লার মাল আল্লায় নিয়েছে সেই বক্তব্য সবার মুখে মুখে ফিরেছে। তখনকার ইসলামি সেবাদাসের সরকার নিহতদের একটি করে ছাগল দিয়েছিল।
আজ হান্নান শাহ বলছে গার্মেন্ট শ্রমিকদের দিয়ে সমাবেশ করতে চেয়েছিল সরকার। তাদের সেই পরিকল্পনা নস্যাত করতে আল্লাহ এই কাজ করেছেন। এটাও ইসলাম!!!!!!!!!!!!!!
see
২| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১৫
@নয়াপাগল@ বলেছেন: আপনারা এসব খবর কোথা থেকে পান আপনারাই জানেন আর আল্লাহই জানেন। আমাদের বাংলাদেশের এমন একটি দুঃ সময়ে এই বিষয় নিয়ে অযথা বিতর্ক সৃষ্টি বা রাজনীতি না করার জন্য অনুরোধ করছি ভাই।
২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৮
ইম্কাপণ বলেছেন: যারা ইডিয়ট মার্কা বক্তব্য দিচ্ছে সেটা রাজনীতি নয়। রাজনীতি হচ্ছে আমার কথা?
আমি হান্নান শাহর বক্তব্য লিঙ্ক দিয়েছি। আর হেফাজতিদের চট্টগ্রামের সমাবেশের বক্তব্য টেলিভিশনে দেখছেন?
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
ধূসর পানিপোকা বলেছেন: রুহীর বক্তব্য বা মখা বা মাহীর কথা আসলে এই রক্ত পানি করা নিরীহ মানুষদের ব্যাঙ্গ করা ।এরা মানবতাশূন্য পশু ।রুহী কিভাবে এই নৃশংসতাকে বলে খোদার শাস্তি তা আমার মাথায় আসে না ।