![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জর্ডানের রানী রানিয়া বাংলাদেশে ইসলামকে হেফাজত করার আন্দোলন করায় আল্লামা শফি তার তার গং এবং হেফাজতে ইসলাম কে অভিনন্দন জানিয়েছেন। তিনি অভিনন্দন বার্তায় বলেছেন এই আন্দালনে নারী স্বাধীনতা ও নারীদের অধিকার রক্ষায় হেফাজত যে ভুমিকা নিয়েছেন তাতে তিনি খুব উদ্বেলিত। তিনি একই সঙ্গে ভবিষ্যৎ বাংলাদেশে শফি ইসলামী প্রজাতন্ত্রে নারী অধিকার প্রতিষ্ঠায় ভুমিকা রাখবে বলে জানিয়েছেন। রানী রানিয়া বলেছেন, তার অর্ধ বক্ষ উম্মোচন দেখিয়ে ইসলামের হেফাজতে আন্দোলনকারীরা উজ্জীবিত হতে পারে। তাই কিছু ফটোগ্রাফ পাঠিয়ে দিয়েছেন।
এই ফটোগুলো গুগলেও পাওয়া যায়। রানী বলেছেন, আল্লামার কামরায় ফটোগুলো টানিয়ে রাখলে তিনি সূখানুভুতি পেতে পারেন। (রানীর বার্তা আমার লেখা, কারও অনুভুতিতে আঘাত লাগলে জর্ডান গিয়ে রানীকে বলা যেতে পারে)
কতগুলো ইডিয়ট জর্ডানে ইসলাম যাচ্ছে আর বাংলাদেশে ইসলাম হেফাজত করতে এসেছে।
০২ রা মে, ২০১৩ রাত ১১:২৭
ইম্কাপণ বলেছেন: তাহার ইমান দণ্ডের ধৈর্য পরীক্ষার জ্বর সারাতে এ দেশের হাজার গোলাম খাস বান্দা রহিয়াছেন।
২| ০২ রা মে, ২০১৩ রাত ১১:৩৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: নতুন যৌবনের আভাস পাচ্ছেন এই পোস্ট দেখার পর থেকেই।
৩| ০৩ রা মে, ২০১৩ রাত ১২:১৯
কৃষিবিদ আহমদ মুকুল বলেছেন: রতনে রতন চিনে ....
৪| ০৩ রা মে, ২০১৩ রাত ১২:৩৩
নিকষ মেঘ বলেছেন: গান্জা খাইয়া পোষ্ট দিছেন নাকি ?? আপনে তাইলে মাজার পুজারী দালাল কমিটির একজন গুরুত্বপূর্ন নিবেদিত সদস্যা । তা কত টাকা দৈনিক বেতন ভাতা দেয় আপনারে (গান্জা ত ফ্রি ই, তাই না ভাই ?)
০৩ রা মে, ২০১৩ রাত ১২:৪৫
ইম্কাপণ বলেছেন: কেন রানীয়ার ইসলাম হেফাজতে ইমান দণ্ড শক্ত হইয়া গেল?
৫| ০৩ রা মে, ২০১৩ ভোর ৫:৫৫
রাজন আল মাসুদ বলেছেন: আপনার পোস্টই বুঝি নাই কোত্থেকে কি লেখলেন, মাথার উপরে দিয়া গেল -_-
৬| ০৩ রা মে, ২০১৩ সকাল ৭:৫৪
মায়াবীনি৬৫৪ বলেছেন: গাঞ্জারু ভাই কলকিতে ভালোই টান দিচ্ছেন।
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৩ রাত ১১:১৬
দায়িত্ববান নাগরিক বলেছেন: এই রানীর শুভেচ্ছায় কপ্টার শফির যে জ্বর আসবে তার হেফাজত কে করবে?