নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সব কিছু নষ্টদের অধিকারে

শানিত কর সংস্কৃতির চেতনায়

ইম্কাপণ

সকল প্রগতিশীল আমার বন্ধু।

ইম্কাপণ › বিস্তারিত পোস্টঃ

ইসলামি রাষ্ট্র চাই স্লোগান একদিন আওয়ামীলীগও দিয়েছিল!!!

০৭ ই মে, ২০১৩ রাত ৯:০৬

আওয়ামীলীগ নিজেকে শোধরানোর বহু চেষ্টা করেছে। তারা ধর্মনিরপেক্ষ অবস্থান থেকে সরে এসে প্রো ইসলামী বা ধর্মীয় আবেশের একটি দল বানানোর আপ্রাণ চেষ্টা সে গত ১৫ বছরে ধরে করেছে। মাঝে মাঝে প্রগতিশীলতার কথা বলে সেটা তাদের কয়েকজন ভাড় বুদ্ধিজীবী রয়েছে তাদের চাপে। কিন্তু থলের বিড়াল মাঝে মাঝে বেরিয়েও পড়েছে। অনেকের নিশ্চয়ই মনে আছে ২০০৬ বা ০৭ সালের দিকে সাবেক মেয়র মোহম্মদ হানিফ ইনকিলাবে দীর্ঘ সাক্ষাত্কার দিয়ে বলেছিলেন আমিও চাই ইসলামি রাষ্ট্র। আর ইসলামি ঐক্যজোটের সঙ্গে চুক্তির কথাতো এখনো কেউ ভুলে যায়নি। এখন যদিও একটু কমেছে তবে ১৯৯৯ সালের পর থেকে মহিয়সি নারী সাজতে পট্টি বেধে মোনাজাতের হাত উত্তোলনে ছবি দিয়ে বাংলাদেশকে ভরিয়ে দিয়েছিলেন তখনকার ও বর্তমান প্রধানমন্ত্রী। কিন্তু ঐতিহাসিক কারণে তাদের এই খত্নাকরণ কার্যাবলী ব্যর্থ হয়ে যায়। খত্না করে রাজনীতি করা যায় না। সেই খত্নার কি বিকার ঘটতে পারে তার বহিঃপ্রকাশ এখনও ঘটে চলছে। সাম্প্রদায়িকতার ভয়ঙ্কর রূপ কাউকে ছাড়ে না। খত্না করে নয়া ধর্ম গ্রহণ করলেও রাজনীতিতে আপোষ প্রবৃত্তি কোন ভাবেই সমাধান করতে পারবে না। তাই রাষ্ট্রকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে এই সব অপ কার্যাবলী স্থায়ী ভাবে বন্ধ করবে কিনা?

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.