![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার এক হেফাজত সমর্থক বন্ধুর সঙ্গে কথা বলে মারাত্মক সব তথ্য পেলাম। ওপরের শিরোনামের দ্বিতীয় অংশ তার। তিনি প্রথম শুরু করলেন এভাবে। মহাসেন বাংলাদেশের ওপর হামলে পড়বে। অনেক হিসাব আছে। বাংলাদেশের ওপর দিয়ে যাবেই। কারণ আর যাইহোক তারা সবাই আলেম মানুষ। তাদের এভাবে হত্যার করার একটি প্রতিশোধ অবশ্যই হবে। বললাম এটাতো ভারতের ওপর দিয়ে যেতে পারে? আলেম হত্যার পুরো নীল নকশাতো ভারতের। তাই বাংলাদেশ থেকে ভারতে গিয়ে পড়বে। বললাম বাংলাদেশেই শেষ হয়ে যেতে পারে। না তা যাবে না। আর ভারত একটা মোক্ষম শিক্ষা পাবে।
আল্লাহ তার প্রতিনিধিদের হত্যা করার প্রতিশোধ পৃথিবীতে বারবার নিয়েছে। আমেরিকায় স্যান্ডি আছড়ে পরেছে। প্রতিশোধ দেখে আমেরিকাও শিক্ষা নিয়েছে। ওই ঘটনার পরে নিউইয়র্কে মুসলিম হওয়ার ঘটনা অনেক বেড়েছে। বললাম ধর্মান্তর হওয়ার ঘটনা বেড়েছে এটা কোথায় পেলেন। অনেক মিডিয়ায় এসেছে। বললাম কয়েকটির নাম বলুন। আছে ইন্টারনেটে খুজে নাও পাবা। বললাম আচ্ছা।
পরে বললাম মহাসেনের ক্ষয়ক্ষতি সিডর বা সুনামির মত নয়। উত্তর- অপরাধও কিছুটা ছোট। বললাম সিডর কার অপরাধ ছিল? ওটা একটা স্বাভাবিক ঝড় ছিল। বললাম আচ্ছা।
২| ১৩ ই মে, ২০১৩ রাত ৮:৩৩
rakibmbstu বলেছেন: হুম! সবাই নিজের মতই ভাবে
৩| ১৩ ই মে, ২০১৩ রাত ৮:৩৬
ভুদাই আমি বলেছেন: ভাই, হেফাজত প্রধান সুফি সাহেবের বাড়ি কোথায় আর মহাসেন কোথায় আঘাত হানতে পারে??
১৩ ই মে, ২০১৩ রাত ৮:৪০
ইম্কাপণ বলেছেন: তাও জিজ্ঞাসা করেছিলাম। বলেছে শিক্ষাটাতো আমাদের পুরো জাতিকে।
৪| ১৩ ই মে, ২০১৩ রাত ৮:৪৫
মিনেসোটা বলেছেন: হ ভাই, দেবদেবী পুজা করা লোকজনরে আল্লাহ কিছুই বলবে না, তবে আলেমদের পুলিশ দিয়া গনপিটুনী দেওয়ার জন্য ডাইরেক্ট ঝড়ের এ্যাকশনে গরীব মুসলমান মারা যাবে হাতিয়ার চরে। এরেই কয় আল্লার বিচার?
১৩ ই মে, ২০১৩ রাত ৮:৪৭
ইম্কাপণ বলেছেন: আল্লাহ মহান এবং ক্ষমাশীল। তাই ক্ষমতাধরদের ক্ষমা করে দেন। তবে প্রতিশোধ নিতে তো হবে। তারা (গরীব মুসলমান) কেন ক্ষমতাসীনদের বিরুদ্ধে প্রতিশোধ নিল না।
৫| ১৩ ই মে, ২০১৩ রাত ১০:২২
লিঙ্কনহুসাইন বলেছেন: আল্লাহর গজব হইলে বঙ্গভবনে মহাসেন আঘাত হানবে , আর যদি তাহা না হয় তাইলে নিশানা অনুযায়ী শফির বাড়ি ধ্বংস ।
সাভারে ভবন ধসের পর রুহী বললো আল্লাহর গজব , তাহলে বুঝা গেলো আল্লাহ্ গরুব শ্রমিকদের পছন্দ করেননা তাই ১১০০ গরিব শ্রমিক মরা গেলো , কিছু ছাগু আমার এই কথা বললো হাশীণাকে শিক্ষা দিতেই ভবন ধস হয়েছে , আরে পাগল এমন ১১০০ না ১১ হাজার মরলেও হাসিনার শিক্ষা হবেনা এইটা আল্লাহ্ ভালো করেই জানে । তখন হাসিনার শিক্ষা দেওয়ার জন্য গরিব শ্রমিকদের মারছিল আল্লাহ্ আর এইবার শিক্ষা দেওয়ার জন্য জেলেদের মারবে !!!!! ক্যা বঙ্গভবন ভাইঙ্গা হাসিন উপ্পে পড়তে পারেনা
৬| ১৩ ই মে, ২০১৩ রাত ১১:০৪
লিঙ্কনহুসাইন বলেছেন: ছাগুদের ভাষ্য মতে হাসিনাকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ্ গরিব মানুষ মারে !! আল্লাহ্ কি জানেনা ১১০০ নয় ১১ লাখ মরলেও হাসিনার শিক্ষা হবেনা ? তাহলে কেন বার বার এই গজব দিচ্ছে ? , সাভারে ভবন ধস নাকি হাসিনাকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ্ গজব ছিল , এখন বললে ৬ তারিখে আলেমদের হত্যার কারণেই নাকি আল্লাহ্ গজব পাঠাচ্ছেন ঘূর্ণিঝড় মহাসেন কে কিন্তু কেন আল্লাহ্ কি হাসিনার বঙ্গভবন চিনেনা নাকি ? না এইবার ও গরিব জেলেদের মেরে হাসিনাকে শিক্ষা দিবে ? এইটা আল্লার কেমন বিচার ??????
৭| ১৩ ই মে, ২০১৩ রাত ১১:৪৫
মোমের মানুষ বলেছেন: গজব বলেন আর যাই বলেন, এ দেশে শহিদদের রক্ত কখনও বৃথা যায়নি, ৫২তে শহীদদের রক্ত বৃথা যায় নি, তেমনি ৭১এ বৃথা যায়নি, ৮৯টেই শহীদ নূরের রক্ত বৃথা যায়নি। আজ এত বৎসর পরেও আলেমদের রক্ত বৃথা যেতে পারে না। ইতিহাস কথা বলে......
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০১৩ রাত ৮:২৮
জাহাজ ব্যাপারী বলেছেন: Act of God - > Secularists
খোদার গজব - > হেফাজত