নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সব কিছু নষ্টদের অধিকারে

শানিত কর সংস্কৃতির চেতনায়

ইম্কাপণ

সকল প্রগতিশীল আমার বন্ধু।

ইম্কাপণ › বিস্তারিত পোস্টঃ

এই দুই ইসলাম হেফাজত ও হাসরের ময়দানের জিহাদি দূতের বক্তব্যের মানে কি?

১৬ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

তারা দুইজনই নাস্তিকদের তৈরী কিছু মানেন না। তবে তাদের তৈরী টেলিভিশনে মুখ দেখাতে খুব সুখ পান। বছর দশেক আগে অবশ্য এটাকে শয়তানের বাক্স বলত। আবার নাস্তিকদের তৈরী মোবাইল, গাড়ি, সুগন্ধি ব্যবহার করতে কোন বাধা নেই।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

পুলক ঢালী বলেছেন: হেলিকপ্টার বাদ পড়ছে ।

১৬ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

ইম্কাপণ বলেছেন: প্রযুক্তির সব কিছুই।

২| ১৬ ই মে, ২০১৩ রাত ৮:৪৯

ক্যারিক্যাচাল বলেছেন: খুব কম আবিষ্কারকই নাস্তিক ছিল। নাস্তিকতা হচ্ছে তাত্ত্বিক চিন্তাবিদের চিন্তার সাগরে নিজেদের হারিয়ে খুজে না পাওয়ার তত্ত্ব ।

আর সমাজে যারা "নাই নাই কিছু নাই" টাইপের পাবলিক, তারা নাস্তিকতারে ভালো পায় ।

নাস্তিকার মধ্যে একটা " আমি কি আর কাউরে ডরাই, ভাংতে পারি লোহার কড়াই" টাইপের আত্মঅহংকার আছে । অনেকটা খালি কলসির ফাঁকা আওয়াজ এর মত ।

আবিষ্কারকদের মধ্যে এইসব এর বালাই নাই। ওরা নিয়ম নিয়া কাজ করে , নতুন নিয়ম তৈরী করে । আনিয়ম নিয়া হল্লা করে না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.