নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সব কিছু নষ্টদের অধিকারে

শানিত কর সংস্কৃতির চেতনায়

ইম্কাপণ

সকল প্রগতিশীল আমার বন্ধু।

ইম্কাপণ › বিস্তারিত পোস্টঃ

মাননীয় প্রধানমন্ত্রী এই নিউজটি কি একবার দেখবেন আপনার প্রতিশ্রুতি কি ছিল?

২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫০

মাননীয় প্রধানমন্ত্রী এই নিউজটি কি একবার দেখবেন আপনার প্রতিশ্রুতি কি ছিল?



আওয়ামীলীগের কেউ জানে না কেন মানুষ ভোটে দিচ্ছে না। প্রধানমন্ত্রীকে অনুরোধ করব এই নিউজটি দেখেন। ২০০৯ সালে আওয়ামীলীগ বিজয়ী হওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে এমন প্রতিশ্রুতি আপনি দিয়েছিলেন। তারিখটি ৩১ ডিসেম্বর। মানে নির্বাচনের একদিন পর। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে জলজ্বল করছে আপনার প্রতিশ্রুত পাঁচটি উপধারা। প্রথমটি আপনি পেরেছেন। তৃতীয়টিও আপনি পেরেছেন তবে অনেক গুঞ্জন বাতাসে ছড়িয়েছে। বাকী তিনটির দুটি মানুষের ভোটের হিসাবে সবচেয়ে বেশী কার্যকর। যুদ্ধাপরাধীদের বিচার আপনি করেন নি এই কারণে ২০০১ সালে আওয়ামীলীগ ক্ষমতাচ্যূত হয়নি। মানে ভোটের হিসাবে এই অংশটি অনেকগুলো অংশের একটি। তবে অপরাধের বিচার হতে হবে এতে কোন ভোট কমে গেলেও তা করতে হবে। এটাই আইনের শাসন। বাকী থাকল বিরোধীদল থেকে ডেপুটি স্পিকার। আপনি কোন মুখে বলেছিলেন আমার কেন ১৬ কোটি মানুষের বোধগম্য নয়। পাঁচটি আসন বিএনপির জন্য সামনে নির্ধারণ করলে হেরে যেতেন না আপনি। বরং জেতার অনেক সম্ভাবনা ছিল। আরও কিছু প্রতিশ্রুতি আপনি দিয়েছিলেন যা আজ ফ্যাকাসে। বাংলাদেশের মানুষ পদ্মার এই কাহিনী কোনদিন ভুলবে। তার চেয়ে বড় কথা ভোটের রাজনীতিতে সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ ক্ষমতায় অপব্যবহার কিংবা ব্যবহার। এই একটি কারণেই আপনাদের চরম লজ্জাজনক কিছু ঘটতে যাচ্ছে।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

আগুনে পাখি বলেছেন: আমি যখন খুলনা মেডিকেলে পড়তে আসি তখন সবাই বলত, "যা বাবা, কদিন পরই পদ্মা সেতু হয়ে গেলে জলদি জলদি বাড়ি ফিরতে পারবি......"

পদ্মা সেতুর সেই মুলো পচে ভূত হয়ে গেল, কিন্তু পদ্মা সেতুর নাম গন্ধও পেলাম না। মাঝখান দিয়ে বাইরের দেশের কাছে আমাদের অনেক বদনাম ছড়িয়ে গেল কিছু অপরিণামদর্শী মানুষের কারনে :/ :/

২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

ইম্কাপণ বলেছেন: এজন্য দায়িত্বশীলতা বলতে এদের কিছু ছিল না। ব্যাক্তিক বিষয় আমার মত হতে পারে। কিন্তু রাষ্ট্রীয় বিষয় হচ্ছে অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গ পদ থেকে সরে দাড়ানো উচিত ছিল। অনেক ইতিবাচক ফল এতে পাওয়া যেত।

২| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ৮:২৪

নিষ্‌কর্মা বলেছেন: সব কিছুতে রাজনীতি ঢোকানো ভাল না। স্বাস্থ্য-শিক্ষা-আবাসন-প্রশাসন মোটা দাগে এইগুলো থেকে রাজনীতিকে বের করে নিতে হবে। না হলে আমাদের অবস্থা আগামীতে খুব খারাপ হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.