![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রনি গ্রেফতার
সংসদ সদস্য গোলাম মাওলা রনি এই মাত্র গ্রেফতার হয়েছেন। সাড়ে তিনটায় ডিবি পুলিশের একটি দল তাকে বসুন্ধরা এলাকা থেকে গ্রেফতার করে আদালতে নিয়ে যান। এই ঘটনা সাংবাদিকতা ও ক্ষমতার দ্বন্দে অনেক তাৎপর্যপূর্ণ।
সাংবাদিক পেটানোও সাংসদের কাজ
ঘটনাটি এমন না হয়ে যদি হত সাংসদ পেটানো সাংবাদিকদের কাজ, তবে সারা পৃথিবীতে এর প্রচার হয়ে যেত। মানে যদি কেউ পেটাত। ইরাকের এক সাংবাদিক যুক্তরাষ্ট্রের সভাপতির মাথায় জুতা নিক্ষেপ করে একপ্রকার নায়ক বনে গিয়েছিলেন। এমনকি জুতাও তারকা খ্যাতি পেয়েছিল বলা যায়। কারণ ঘটনা পর সাংবাদিকের নিক্ষেপকৃত জুতাটি কোন কোম্পানির সেটা প্রচারের বস্তু হয়েছিল। ইডিয়ট আর কাহাকে বলে।
সম্প্রতি বাংলাদেশের সু-শাসনের অনিবার্য অংশ হিসেবে অল্প ক্ষমতাধর সাংসদ অধিক ক্ষমতার আরেক ব্যাক্তির দ্বন্দের শিকার হয়ে পড়েন দুইজন সাংবাদিক। কেউ কেউ প্রশ্ন তুলছেন সাংবাদিকতার নীতি তারা ভঙ্গ করেছিলেন। ঘটনা পুরোপুরি সত্য। তাই বলে কাউকে শারীরিকভাবে লাঞ্চিত করার কোন ভাবেই অধিকার জন্মায় না। অনেক সাংবাদিক বন্ধু সাংসদের পক্ষে কথা বলতে শুনেছি। আমি নিজেও সাংবাদিক। আমি ব্যাক্তি হিসেবে বলছি, মানুষের গায়ে হাত তোলা কোন ঘটনা দিয়েই বৈধতা দেওয়া যাবে না। আর সাংসদ অথবা তার পক্ষপাতিত্ব করা সাংবাদিকদের অথবা এই ঘটনা বৈধতা দেওয়ার জন্য নমনীয়দের জন্য বলছি যারা মিডিয়ায় চাকরি করেন অফিস অ্যাসাইনমেন্ট দিলে সাংসদকে ২৪ ঘন্টা অনুসরণ নয় প্রয়োজনে সাংসদের লিঙ্গ পরিবর্তনও করে দিতে পারবেন। এখন শিকার সাংবাদিকদের নীতিমালা ভঙ্গের বিরোধীতা। এটা কোন ভাবেই সত্ চিন্তা থেকে নয়।
২| ২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০০
হাসিব০৭ বলেছেন: দরবেশ বাবার কারিশমা!
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৮
নষ্ট ছেলে বলেছেন: দরবেশ বাবার কারিশমা!